ETV Bharat / entertainment

HBD Tapas Paul: 'দাদার কীর্তি' থেকে 'ভালোবাসা ভালোবাসা' জন্মদিনে ফিরে দেখা বাংলা সিনেমার তাপস-যুগ

অভিনেতা তাপস পালের জীবনের গল্প সিনেমার মতোই রঙিন ৷ বারবার তিনি জড়িয়েছেন নানা বিতর্কে ৷ তবু একথা স্বীকার করতেই হবে বাংলা ছবিতে তাপস পাল একটি স্বতন্ত্র অধ্যায় ৷

The Filmy Journey Of Tapas Paul
সিনেমার ইতিহাসে রঙিন তারা তাপস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 10:37 AM IST

Updated : Sep 29, 2023, 11:16 AM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: উত্তম কুমারের পর বাংলা সিনেমার বৃত্তে নায়ক হিসেবে যে মানুষটি একটি নিজস্ব আসন তৈরি করে নিতে পেরেছিলেন তিনি তাপস পাল ৷ সাদামাটা বাঙালি চেহারা, সহজ-সরল চোখের চাহনি আর অনায়াস অভিনয় দক্ষতা তাঁকে চলচ্চিত্রের ইতিহাসের এক রঙিন তারা করে তুলেছিল অচিরেই ৷ আবার এই মানুষটি আদ্যপান্ত একটু বেশি বাঙালি ৷ খেতে ভালোবাসতেন প্রবল পরিমাণে ৷ গ্ল্যামারের দিকে আলাদা করে খেয়াল রাখার সময়ই নেই ৷

শোনা যায়, মোটা হয়ে যাচ্ছেন বলে একবার নাকি তরুণ মজুমদার তাপসের ডায়েট চার্ট তৈরি করে দেন ৷ কিন্তু তাপস পাল তো তাপস পাল-ই ৷ তিনি অন্যদের খাবারে ভাগ বসাতে শুরু করলেন। কমার বদলে বেড়ে গেল খাওয়ার পরিমাণ। দিনশেষে দেখা গেল এমনিতে হয়তো অতটা বেশি খেতে পারতেন না নায়ক!

তিনিই আবার বারবার জড়িয়েছেন বিতর্কে ৷ রাজনীতিতে প্রবেশের পর থেকে সমালোচনা তাঁর পিছু ছাড়েনি ৷ নাম জড়ায় দুর্নীতির সঙ্গেও। তাঁর প্রয়াণের পর শাসক শিবির বিস্ফোরক অভিযোগ তোলে । তাদের দাবি, রাজনীতির টানাপোড়েনই নাকি অকালে কেড়ে নিল অভিনেতার প্রাণ ৷ তবে অভিনেতা বেঁচে থাকেন কাজের মধ্যে ৷ আজ তাঁর জন্মদিনে দেখে নেওয়া যাক সেইরকমই কিছু কালজয়ী কাজ ৷

দাদার কীর্তি: আটের দশকের একেবারে গোড়ার দিকে শরদিন্দু বন্দোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে এই কালজয়ী ছবিটি তৈরি করেন পরিচালক তরুণ মজুমদার ৷ মুখ্যচরিত্রে তাপস পাল, অয়ন বন্দোপাধ্যায়, দেবশ্রী রায় এবং মহুয়া রায়চৌধুরী ৷ সহজ সরল এই গল্প কতটা জনপ্রিয় হয়েছিল তা আর আলাদা করে বলার দরকার নেই ৷ আজও বাঙালির প্রিয় ছবির তালিকায় অমর হয়ে আছে তনুদাদার এই কীর্তি ৷

ভালোবাসা ভালোবাসা: সালটা 1985 ৷ আবার পর্দায় এল তরুণ মজুমদার-তাপস পাল জুটি। বাঙালি আবার উপহার পেল এক অসামান্য প্রেমের ছবি ৷ নিজের তৈরি গল্পে তরুণ এবার নায়ক বাছলেন তাপস পালকে ৷ আর নায়িকা সেই দেবশ্রীই ৷ এবারও শহর আর গ্রাম মিলিয়ে প্রেম তৈরি করল এক নতুন অধ্যায় ৷ উৎপল দত্তের মতো অভিনেতাকে কীভাবে ব্যবহার করে নিতে হয় ঋত্বিক ঘটক-সত্যজিৎ রায়ের পর তা আরও একবার বাঙালিকে দেখিয়ে দিলেন তরুণ মজুমদার ৷ এই ছবির গানের কথাও আলাদা করে উল্লেখের দাবি রাখে।

আগমন: তরুণ মজুমদার-তাপস পাল জুটির কথা বললে আরও একটি ছবির কথা বলতেই হয় ৷ ছবিটির নাম 'আগমন' ৷ এই গল্পেও উঠে এসেছে গ্রাম জীবনের এক অপূর্ব অধ্যায় ৷ সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, সৌমিত্র বন্দোপাধ্যায়ের মতো অভিনেতাদেরও দুরন্ত ব্যবহার করেছেন তিনি ৷ ছবিটি মুক্তি পায় 1988 সালে ৷

সাহেব: তাপস পাল বললেই আপামর বাঙালির মনে পড়ে আরেকটি ছবির কথা ৷ তা হল 'সাহেব' ৷ রঞ্জন রায় ও বিজয় বসুর এই কাহিনি নিয়ে তৈরি এই ছবি একসময় সাড়া ফেলেছিল ৷ সিনেমায় আসার আগে রেডিয়ো নাটকেও বিপুল জনপ্রিয়তা পায় ফুটবল ভিত্তিক এই কাহিনি ৷ পরে হিন্দিতেও তৈরি হয় ছবিটিও । নাম ভূমিকায় ছিলেন অনিল কাপুর।

উত্তরা: তাপস পালের কেরিয়ারে কমার্শিয়াল ছবির অভাব নেই ৷ নানাভাবে তাঁকে ব্যবহার করেছেন পরিচালকরা ৷ তবে তাঁর কেরিয়ারে একটি বিশেষ ছবি অবশ্যই বুদ্ধদেব দাশগুপ্তের 'উত্তরা' ৷ সমরেশ বসুর গল্পের উপর ভিত্তি করে 2000 সালে মুক্তি পাওয়া এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন একজন মল্লযোদ্ধার ভূমিকায় ৷ তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন শংকর চক্রবর্তীও ৷ ছবির জন্য জাতীয় পুরস্কার জেতেন পরিচালক।

আরও পড়ুন: চোখে সানগ্লাস, দৃঢ় ভঙ্গিমা; বাইকে সওয়ার নায়িকাকে দেখে মুগ্ধ মিমি অনুরাগীরা

মন্দ মেয়ের উপাখ্যান: 'উত্তরা' ছবির ঠিক দুই বছর পর বুদ্ধদেব তৈরি করেন 'মন্দ মেয়ের উপাখ্যান'৷ এই ছবিতে গাড়ি চালক গণেশের চরিত্রে অভিনয় করেছিলেন তাপস পাল ৷ সাধারণ রোম্যান্টিক নায়ক হিসাবে যাঁকে চিনে এসেছে মানুষ তিনি এমন একটি পার্শ্বচরিত্রে কীভাবে নিজেকে মানিয়ে নিতে পারেন তার প্রমাণ ছবিটি ৷ এই ছবিতে দর্শকরা নতুন করে তাপস পালকে চেনার সুযোগ পান।

কলকাতা, 29 সেপ্টেম্বর: উত্তম কুমারের পর বাংলা সিনেমার বৃত্তে নায়ক হিসেবে যে মানুষটি একটি নিজস্ব আসন তৈরি করে নিতে পেরেছিলেন তিনি তাপস পাল ৷ সাদামাটা বাঙালি চেহারা, সহজ-সরল চোখের চাহনি আর অনায়াস অভিনয় দক্ষতা তাঁকে চলচ্চিত্রের ইতিহাসের এক রঙিন তারা করে তুলেছিল অচিরেই ৷ আবার এই মানুষটি আদ্যপান্ত একটু বেশি বাঙালি ৷ খেতে ভালোবাসতেন প্রবল পরিমাণে ৷ গ্ল্যামারের দিকে আলাদা করে খেয়াল রাখার সময়ই নেই ৷

শোনা যায়, মোটা হয়ে যাচ্ছেন বলে একবার নাকি তরুণ মজুমদার তাপসের ডায়েট চার্ট তৈরি করে দেন ৷ কিন্তু তাপস পাল তো তাপস পাল-ই ৷ তিনি অন্যদের খাবারে ভাগ বসাতে শুরু করলেন। কমার বদলে বেড়ে গেল খাওয়ার পরিমাণ। দিনশেষে দেখা গেল এমনিতে হয়তো অতটা বেশি খেতে পারতেন না নায়ক!

তিনিই আবার বারবার জড়িয়েছেন বিতর্কে ৷ রাজনীতিতে প্রবেশের পর থেকে সমালোচনা তাঁর পিছু ছাড়েনি ৷ নাম জড়ায় দুর্নীতির সঙ্গেও। তাঁর প্রয়াণের পর শাসক শিবির বিস্ফোরক অভিযোগ তোলে । তাদের দাবি, রাজনীতির টানাপোড়েনই নাকি অকালে কেড়ে নিল অভিনেতার প্রাণ ৷ তবে অভিনেতা বেঁচে থাকেন কাজের মধ্যে ৷ আজ তাঁর জন্মদিনে দেখে নেওয়া যাক সেইরকমই কিছু কালজয়ী কাজ ৷

দাদার কীর্তি: আটের দশকের একেবারে গোড়ার দিকে শরদিন্দু বন্দোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে এই কালজয়ী ছবিটি তৈরি করেন পরিচালক তরুণ মজুমদার ৷ মুখ্যচরিত্রে তাপস পাল, অয়ন বন্দোপাধ্যায়, দেবশ্রী রায় এবং মহুয়া রায়চৌধুরী ৷ সহজ সরল এই গল্প কতটা জনপ্রিয় হয়েছিল তা আর আলাদা করে বলার দরকার নেই ৷ আজও বাঙালির প্রিয় ছবির তালিকায় অমর হয়ে আছে তনুদাদার এই কীর্তি ৷

ভালোবাসা ভালোবাসা: সালটা 1985 ৷ আবার পর্দায় এল তরুণ মজুমদার-তাপস পাল জুটি। বাঙালি আবার উপহার পেল এক অসামান্য প্রেমের ছবি ৷ নিজের তৈরি গল্পে তরুণ এবার নায়ক বাছলেন তাপস পালকে ৷ আর নায়িকা সেই দেবশ্রীই ৷ এবারও শহর আর গ্রাম মিলিয়ে প্রেম তৈরি করল এক নতুন অধ্যায় ৷ উৎপল দত্তের মতো অভিনেতাকে কীভাবে ব্যবহার করে নিতে হয় ঋত্বিক ঘটক-সত্যজিৎ রায়ের পর তা আরও একবার বাঙালিকে দেখিয়ে দিলেন তরুণ মজুমদার ৷ এই ছবির গানের কথাও আলাদা করে উল্লেখের দাবি রাখে।

আগমন: তরুণ মজুমদার-তাপস পাল জুটির কথা বললে আরও একটি ছবির কথা বলতেই হয় ৷ ছবিটির নাম 'আগমন' ৷ এই গল্পেও উঠে এসেছে গ্রাম জীবনের এক অপূর্ব অধ্যায় ৷ সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, সৌমিত্র বন্দোপাধ্যায়ের মতো অভিনেতাদেরও দুরন্ত ব্যবহার করেছেন তিনি ৷ ছবিটি মুক্তি পায় 1988 সালে ৷

সাহেব: তাপস পাল বললেই আপামর বাঙালির মনে পড়ে আরেকটি ছবির কথা ৷ তা হল 'সাহেব' ৷ রঞ্জন রায় ও বিজয় বসুর এই কাহিনি নিয়ে তৈরি এই ছবি একসময় সাড়া ফেলেছিল ৷ সিনেমায় আসার আগে রেডিয়ো নাটকেও বিপুল জনপ্রিয়তা পায় ফুটবল ভিত্তিক এই কাহিনি ৷ পরে হিন্দিতেও তৈরি হয় ছবিটিও । নাম ভূমিকায় ছিলেন অনিল কাপুর।

উত্তরা: তাপস পালের কেরিয়ারে কমার্শিয়াল ছবির অভাব নেই ৷ নানাভাবে তাঁকে ব্যবহার করেছেন পরিচালকরা ৷ তবে তাঁর কেরিয়ারে একটি বিশেষ ছবি অবশ্যই বুদ্ধদেব দাশগুপ্তের 'উত্তরা' ৷ সমরেশ বসুর গল্পের উপর ভিত্তি করে 2000 সালে মুক্তি পাওয়া এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন একজন মল্লযোদ্ধার ভূমিকায় ৷ তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন শংকর চক্রবর্তীও ৷ ছবির জন্য জাতীয় পুরস্কার জেতেন পরিচালক।

আরও পড়ুন: চোখে সানগ্লাস, দৃঢ় ভঙ্গিমা; বাইকে সওয়ার নায়িকাকে দেখে মুগ্ধ মিমি অনুরাগীরা

মন্দ মেয়ের উপাখ্যান: 'উত্তরা' ছবির ঠিক দুই বছর পর বুদ্ধদেব তৈরি করেন 'মন্দ মেয়ের উপাখ্যান'৷ এই ছবিতে গাড়ি চালক গণেশের চরিত্রে অভিনয় করেছিলেন তাপস পাল ৷ সাধারণ রোম্যান্টিক নায়ক হিসাবে যাঁকে চিনে এসেছে মানুষ তিনি এমন একটি পার্শ্বচরিত্রে কীভাবে নিজেকে মানিয়ে নিতে পারেন তার প্রমাণ ছবিটি ৷ এই ছবিতে দর্শকরা নতুন করে তাপস পালকে চেনার সুযোগ পান।

Last Updated : Sep 29, 2023, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.