ETV Bharat / entertainment

Oscars 2023: 'নাতু নাতু', 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স'-এর পাশাপাশি অস্কার জিতল আর কারা? রইল সম্পূর্ণ তালিকা

অস্কার মঞ্চেও 'নাতু নাতু'র জয়জয়কার ৷ অ্যাকাডেমি পুরস্কার জিতে নিয়েছেন সুরকার কীরাবাণি ৷ এছাড়া পুরস্কার জয় করেছে 'দ্য এলিফ্য়ান্ট হুইসপারার্স'-ও ৷ দেখুন অস্কার পুরস্করের সম্পূর্ণ তালিকা (full list of Oscars winners)৷

95th Oscars
অস্কার মঞ্চেও নাতু নাতুর জয়জয়কার
author img

By

Published : Mar 13, 2023, 9:41 AM IST

Updated : Mar 13, 2023, 9:24 PM IST

লস অ্যাঞ্জেলস, 13 মার্চ: ফের ইতিহাস গড়ল 'নাতু নাতু' ৷ সেরা মৌলিক গানের বিভাগে পুরস্কার জিতে নিয়েছে গানটি ৷ গ্লোডেন গ্লোবস পুরস্কারের পর অস্কারের সোনালি ট্রফি হাতে তুললেন সুরকার কীরাবাণি ৷ রাজামৌলির ছবির গান ছাড়াও এদিন গুনিত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গঞ্জালভেস পরিচালিত তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট) 'দ্য এলিফ্য়ান্ট হুইসপার্স'-ও পুরস্কার জিতে নিয়েছে ৷ এছাড়া এখনও পর্যন্ত পুরস্কার পেলেন কোন কোন তারকারা? আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা (full list of Oscars winners)৷

সেরা ছবি: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স

সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট (ছবি: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স)

সেরা অভিনেতা: ব্র্যান্ডন ফ্রেজার (ছবি: দ্য হোয়েল)

সেরা অভিনেত্রী: মিশেল ইয়েহ, (ছবি: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স)

সেরা সহ অভিনেতা: কে হুয় কোয়ান (ছবি: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স)

সেরা সহ অভিনেত্রী: জেমি লি কার্টিস (ছবি: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স)

সেরা মৌলিক গান: নাতু নাতু (ছবি: আরআরআর)

বেস্ট অরিজিনাল স্কোর: অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা মৌলিক চিত্রনাট্য: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স

বেস্ট অ্যাডাপটেড স্ক্রিন প্লে: ওমেন টকিং

সেরা তথ্যচিত্র (ফিচার ফিল্ম): নাভালিনি

বেস্ট ডকুমেন্টরি শর্ট সাবজেক্ট: দ্য এলিফ্য়ান্ট হুইসপারার্স

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: গুইলেমেরো দে তোরোস পিনোচ্চিও

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: অ্যান আইরিশ গুডবাই

বেস্ট ইন্টারন্যাশানাল ফিচার ফিল্ম: জার্মানির ছবি অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা সিনেমাটোগ্র্যাফি: অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা প্রোডাকশন ডিজাইন: অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

বেস্ট সাউন্ড: টপ গান: ম্যাভেরিক

বেস্ট ভিজ্যুয়াল এফেক্টস: অবতার: দ্য ওয়ে অফ ওযাটার

সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার

বেস্ট হেয়ার অ্যান্ড মেকআপ: দ্য হোয়েল

বেস্ট ফিল্ম এডিটিং: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স

আরও পড়ুন: অস্কার জিতে ইতিহাস গড়ল 'নাতু নাতু'

লস অ্যাঞ্জেলস, 13 মার্চ: ফের ইতিহাস গড়ল 'নাতু নাতু' ৷ সেরা মৌলিক গানের বিভাগে পুরস্কার জিতে নিয়েছে গানটি ৷ গ্লোডেন গ্লোবস পুরস্কারের পর অস্কারের সোনালি ট্রফি হাতে তুললেন সুরকার কীরাবাণি ৷ রাজামৌলির ছবির গান ছাড়াও এদিন গুনিত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গঞ্জালভেস পরিচালিত তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট) 'দ্য এলিফ্য়ান্ট হুইসপার্স'-ও পুরস্কার জিতে নিয়েছে ৷ এছাড়া এখনও পর্যন্ত পুরস্কার পেলেন কোন কোন তারকারা? আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা (full list of Oscars winners)৷

সেরা ছবি: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স

সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট (ছবি: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স)

সেরা অভিনেতা: ব্র্যান্ডন ফ্রেজার (ছবি: দ্য হোয়েল)

সেরা অভিনেত্রী: মিশেল ইয়েহ, (ছবি: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স)

সেরা সহ অভিনেতা: কে হুয় কোয়ান (ছবি: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স)

সেরা সহ অভিনেত্রী: জেমি লি কার্টিস (ছবি: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স)

সেরা মৌলিক গান: নাতু নাতু (ছবি: আরআরআর)

বেস্ট অরিজিনাল স্কোর: অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা মৌলিক চিত্রনাট্য: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স

বেস্ট অ্যাডাপটেড স্ক্রিন প্লে: ওমেন টকিং

সেরা তথ্যচিত্র (ফিচার ফিল্ম): নাভালিনি

বেস্ট ডকুমেন্টরি শর্ট সাবজেক্ট: দ্য এলিফ্য়ান্ট হুইসপারার্স

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: গুইলেমেরো দে তোরোস পিনোচ্চিও

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: অ্যান আইরিশ গুডবাই

বেস্ট ইন্টারন্যাশানাল ফিচার ফিল্ম: জার্মানির ছবি অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা সিনেমাটোগ্র্যাফি: অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

সেরা প্রোডাকশন ডিজাইন: অল কোয়ায়েট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

বেস্ট সাউন্ড: টপ গান: ম্যাভেরিক

বেস্ট ভিজ্যুয়াল এফেক্টস: অবতার: দ্য ওয়ে অফ ওযাটার

সেরা কস্টিউম ডিজাইন: ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার

বেস্ট হেয়ার অ্যান্ড মেকআপ: দ্য হোয়েল

বেস্ট ফিল্ম এডিটিং: এভরিথিং এভরিহয়ার অল অ্য়াট ওয়ান্স

আরও পড়ুন: অস্কার জিতে ইতিহাস গড়ল 'নাতু নাতু'

Last Updated : Mar 13, 2023, 9:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.