ETV Bharat / entertainment

68th National Film Award: সেরা অভিনেতা অজয়-সুরিয়া, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাদের তালিকা একনজরে - অজয় দেবগণ

ঘোষিত হল 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাদের নাম (68th National Film Award)৷ এ বছর সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন সুরিয়া ও অজয় দেবগণ ৷

68th-national-film-award-suriya and ajay-devgn-share-best-actor-honour
সেরা অভিনেতা অজয়-সুরিয়া, 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাদের তালিকা একনজরে
author img

By

Published : Jul 22, 2022, 5:15 PM IST

Updated : Jul 22, 2022, 5:47 PM IST

নয়াদিল্লি, 22 জুলাই: নয়াদিল্লিতে ঘোষিত হল 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাদের নাম (68th National Film Award)৷ এ বছর সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন সুরিয়া ও অজয় দেবগণ ৷ সুরারাই পোত্রুর জন্য সুরিয়া ও তানহাজি: দ্য আনসাং হিরোর জন্য অজয় দেবগণ এই পুরস্কার পাচ্ছেন ৷ সেরা চলচ্চিত্রের পুরস্কারও গিয়েছে সুরারাই পোত্রুর ঝুলিতে ৷ এই ছবিরই নায়িকা অপর্ণা বালামুরলী সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ৷ বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেইনমেন্ট বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে অজয় দেবগণের তানহাজি ৷

পরিচালক-প্রযোজক বিপুর শাহের নেতৃত্বাধীন 10 সদস্যের জুড়ি শুক্রবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করে আজ 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের রিপোর্ট পেশ করে ৷ এরপরই 2 বছরের বিরতি কাটিয়ে বিকেলে বিজেতাদের নাম ঘোষণা করে মন্ত্রক ৷ অনুরাগ বলেন, "কোভিডের কারণে 2 বছর পুরস্কার দেওয়া যায়নি ৷ এ বছর 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে পেরে ভালো লাগছে ৷"

একনজরে দেখে নেব বিভিন্ন বিভাগে এ বারের পুরস্কার প্রাপকদের তালিকা...

সেরা চলচ্চিত্র-বান্ধব রাজ্য: মধ্যপ্রদেশ

সেরা ফিল্ম সমালোচক: এ বছর এই বিভাগে পুরস্কার নেই

সেরা চলচ্চিত্র: সুরারাই পোত্রু

সেরা অভিনেতা: সুরিয়া ও অজয় দেবগণ

সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরলী

সেরা সহকারী অভিনেতা: বিজু মেনন

সেরা পরিচালক: একে আয়াপ্পানম কোশিয়াম (মালায়লম) ছবির জন্য সচ্চিদানন্দন কেআর

সেরা কস্টিউম: তানহাজি: দ্য আনসাং হিরো

সেরা গায়ক: রাহুল দেশপাণ্ডে

সেরা হিন্দি ছবি: তুলসীদাস জুনিয়র

সেরা মালায়লম ছবি: এনগেজমেন্ট অন ওয়ান ডে

সেরা সিনেম্যাটোগ্রাফার: সুপ্রতীম ভোল অভিযাত্রিক (বাংলা) সিনেমার জন্য

আরও পড়ুন: "রণবীর যদি মেয়ে হতেন..." অভিনেতার নগ্ন ফটোশুট ইস্যুতে দৃষ্টিভঙ্গি বদলের ডাক মিমির

নয়াদিল্লি, 22 জুলাই: নয়াদিল্লিতে ঘোষিত হল 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতাদের নাম (68th National Film Award)৷ এ বছর সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন সুরিয়া ও অজয় দেবগণ ৷ সুরারাই পোত্রুর জন্য সুরিয়া ও তানহাজি: দ্য আনসাং হিরোর জন্য অজয় দেবগণ এই পুরস্কার পাচ্ছেন ৷ সেরা চলচ্চিত্রের পুরস্কারও গিয়েছে সুরারাই পোত্রুর ঝুলিতে ৷ এই ছবিরই নায়িকা অপর্ণা বালামুরলী সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ৷ বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেইনমেন্ট বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে অজয় দেবগণের তানহাজি ৷

পরিচালক-প্রযোজক বিপুর শাহের নেতৃত্বাধীন 10 সদস্যের জুড়ি শুক্রবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করে আজ 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের রিপোর্ট পেশ করে ৷ এরপরই 2 বছরের বিরতি কাটিয়ে বিকেলে বিজেতাদের নাম ঘোষণা করে মন্ত্রক ৷ অনুরাগ বলেন, "কোভিডের কারণে 2 বছর পুরস্কার দেওয়া যায়নি ৷ এ বছর 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিতে পেরে ভালো লাগছে ৷"

একনজরে দেখে নেব বিভিন্ন বিভাগে এ বারের পুরস্কার প্রাপকদের তালিকা...

সেরা চলচ্চিত্র-বান্ধব রাজ্য: মধ্যপ্রদেশ

সেরা ফিল্ম সমালোচক: এ বছর এই বিভাগে পুরস্কার নেই

সেরা চলচ্চিত্র: সুরারাই পোত্রু

সেরা অভিনেতা: সুরিয়া ও অজয় দেবগণ

সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরলী

সেরা সহকারী অভিনেতা: বিজু মেনন

সেরা পরিচালক: একে আয়াপ্পানম কোশিয়াম (মালায়লম) ছবির জন্য সচ্চিদানন্দন কেআর

সেরা কস্টিউম: তানহাজি: দ্য আনসাং হিরো

সেরা গায়ক: রাহুল দেশপাণ্ডে

সেরা হিন্দি ছবি: তুলসীদাস জুনিয়র

সেরা মালায়লম ছবি: এনগেজমেন্ট অন ওয়ান ডে

সেরা সিনেম্যাটোগ্রাফার: সুপ্রতীম ভোল অভিযাত্রিক (বাংলা) সিনেমার জন্য

আরও পড়ুন: "রণবীর যদি মেয়ে হতেন..." অভিনেতার নগ্ন ফটোশুট ইস্যুতে দৃষ্টিভঙ্গি বদলের ডাক মিমির

Last Updated : Jul 22, 2022, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.