ETV Bharat / entertainment

6 মাস রহমানের স্টুডিয়োতে, 15 কেজি ওজন বাড়াতে জাংক ফুড, চমকিলার প্রস্তুতির গল্প শোনালেন পরিণীতি - চমকিলার প্রস্তুতি

Parineeti Chopra Instagram Video: অভিনেত্রী পরিণীতি চোপড়া সোমবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করছেন ৷ সেখানেই তিনি জানান, তাঁর আসন্ন ছবি চমকিলার জন্য তিনি কীভাবে প্রস্তুতি নিয়েছেন ৷

Parineeti Chopra
পরিণীতি চোপড়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 5:43 PM IST

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: শীঘ্রই আসছে বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়ার আপকামিং ফিল্ম চমকিলা ৷ সেই ছবিতে তাঁর চরিত্রের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন তিনি, তা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী ৷ সোমবার তিনি তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে, চলতি বছর এ আর রহমানের স্টুডিয়োতে ছয় মাস গান গেয়ে কাটিয়েছেন তিনি । এ ছাড়াও চমকিলাতে তাঁর চরিত্রের জন্য 15 কিলো ওজন বাড়াতে হয়েছে তাঁকে ৷ সে জন্য বিগত সময়ে যথেষ্ট পরিমাণে জাংক ফুড খেয়েছেন, জানালেন পরিণীতি ৷

তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিয়োর ক্যাপশনে পরিণীতি লিখেছেন, "আমি এই বছর রহমান স্যারের স্টুডিয়োতে গান গেয়ে ছয় মাস কাটিয়েছি, এবং চমকিলার ( নেটফ্লিক্সে শীঘ্রই আসছে) জন্য 15 কেজি ওজন বাড়াতে যতটা সম্ভব জাংক ফুড খাওয়ার জন্য বাড়ি ফিরেছি ! মিউজিক এবং ফুড । এটাই ছিল আমার রুটিন । এখন যখন ফিল্মটি হয়ে গিয়েছে, গল্পটি তখন সম্পূর্ণ বিপরীত । আমি স্টুডিয়ো মিস করি, এবং জিমে থাকি, আবার নিজের মতো চেহারায় ফিরে আসার চেষ্টা করছি । এবং অমরজোত জির মতো নয় ! এটা কঠিন ছিল । কিন্তু ইমতিয়াজ স্যার আপনার জন্য আর এই চরিত্রের জন্য সব কিছু করতে রাজি ! আরও অনেক ইঞ্চি কমাতে হবে । চলুন, করে ফেলি !"

পঞ্জাবের প্রেক্ষাপটে জীবনীমূলক ফিল্মটিতে বাস্ত জীবনের গায়ক জুটি অমর সিং চমকিলা এবং অমরজোত কৌরের চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া । 1988 সালে তাঁদের ও তাঁদের ব্যান্ডের দুই সদস্যকে হত্যা করা হয়েছিল এবং তাঁদের হত্যারহস্য আজও অমীমাংসিত রয়ে গিয়েছে । ইমতিয়াজ আলি পরিচালিত ছবিটির প্রযোজনা করেছেন মোহিত চৌধুরী, সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি, সারেগামা এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্ট । এটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে ।

আরও পড়ুন:

  1. 'আমার ছেলে ট্যালেন্টেড', ছবি হিট হতেই ধর্মেন্দ্রর মুখে প্রশংসা ববির
  2. অল্পের জন্য রক্ষা, শুটিং করতে গিয়ে চোট পেলেন 'সিংঘম' অজয়
  3. শেক্সপিয়ারের 'ওথেলো' বড় পর্দায়, প্রকাশ্যে 'অথৈ'-এর অফিসিয়াল লোগো

হায়দরাবাদ, 4 ডিসেম্বর: শীঘ্রই আসছে বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়ার আপকামিং ফিল্ম চমকিলা ৷ সেই ছবিতে তাঁর চরিত্রের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন তিনি, তা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী ৷ সোমবার তিনি তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে, চলতি বছর এ আর রহমানের স্টুডিয়োতে ছয় মাস গান গেয়ে কাটিয়েছেন তিনি । এ ছাড়াও চমকিলাতে তাঁর চরিত্রের জন্য 15 কিলো ওজন বাড়াতে হয়েছে তাঁকে ৷ সে জন্য বিগত সময়ে যথেষ্ট পরিমাণে জাংক ফুড খেয়েছেন, জানালেন পরিণীতি ৷

তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিয়োর ক্যাপশনে পরিণীতি লিখেছেন, "আমি এই বছর রহমান স্যারের স্টুডিয়োতে গান গেয়ে ছয় মাস কাটিয়েছি, এবং চমকিলার ( নেটফ্লিক্সে শীঘ্রই আসছে) জন্য 15 কেজি ওজন বাড়াতে যতটা সম্ভব জাংক ফুড খাওয়ার জন্য বাড়ি ফিরেছি ! মিউজিক এবং ফুড । এটাই ছিল আমার রুটিন । এখন যখন ফিল্মটি হয়ে গিয়েছে, গল্পটি তখন সম্পূর্ণ বিপরীত । আমি স্টুডিয়ো মিস করি, এবং জিমে থাকি, আবার নিজের মতো চেহারায় ফিরে আসার চেষ্টা করছি । এবং অমরজোত জির মতো নয় ! এটা কঠিন ছিল । কিন্তু ইমতিয়াজ স্যার আপনার জন্য আর এই চরিত্রের জন্য সব কিছু করতে রাজি ! আরও অনেক ইঞ্চি কমাতে হবে । চলুন, করে ফেলি !"

পঞ্জাবের প্রেক্ষাপটে জীবনীমূলক ফিল্মটিতে বাস্ত জীবনের গায়ক জুটি অমর সিং চমকিলা এবং অমরজোত কৌরের চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়া । 1988 সালে তাঁদের ও তাঁদের ব্যান্ডের দুই সদস্যকে হত্যা করা হয়েছিল এবং তাঁদের হত্যারহস্য আজও অমীমাংসিত রয়ে গিয়েছে । ইমতিয়াজ আলি পরিচালিত ছবিটির প্রযোজনা করেছেন মোহিত চৌধুরী, সিলেক্ট মিডিয়া হোল্ডিংস এলএলপি, সারেগামা এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্ট । এটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে ।

আরও পড়ুন:

  1. 'আমার ছেলে ট্যালেন্টেড', ছবি হিট হতেই ধর্মেন্দ্রর মুখে প্রশংসা ববির
  2. অল্পের জন্য রক্ষা, শুটিং করতে গিয়ে চোট পেলেন 'সিংঘম' অজয়
  3. শেক্সপিয়ারের 'ওথেলো' বড় পর্দায়, প্রকাশ্যে 'অথৈ'-এর অফিসিয়াল লোগো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.