ETV Bharat / entertainment

kishmish song releases : 'অবশেষে ভালবেসে চলে যাব...অরিজিতের কণ্ঠে কিশমিশের গান নিয়ে আবেগী রুক্মিণী - kishmish song releases

মুক্তি পেল দেব ও রুক্মিণীর ছবি কিশমিশের গান (kishmish song releases)৷ এই বিশেষ দিনে বেশ খোশমেজাজে পাওয়া গেল রিয়েল লাইফ এই জুটিকে (Dev Rukmini's film) ৷

2nd song of Dev Rukmini's film kishmish released
কিশমিশের দ্বিতীয় গানে মন মাতালেন অরিজিৎ সিং, খোশমেজাজে দেব-রুক্মিণী
author img

By

Published : Apr 10, 2022, 1:04 PM IST

Updated : Apr 10, 2022, 2:15 PM IST

কলকাতা, 10 এপ্রিল : আগামী 29 এপ্রিল বড়পর্দায় আসছে দেব-রুক্মিণী জুটির বাংলা ছবি 'কিশমিশ'(kishmish song releases)। তার আগে মুক্তি পেল ছবির গান (Dev Rukmini's film)। টাইমমেশিনে চেপে এই ছবি পাড়ি দেবে আশির দশকে । দেবকেও দেখা যাবে তিন রকমের লুকে । শনিবার ছবির গান - "অবশেষে ভালোবেসে চলে যাব..." নিয়ে হাজির হয়েছিলেন দেব-রুক্মিণী উভয়ই । ছিলেন ছবির সঙ্গীত পরিচালক নীল চট্টোপাধ্যায়ও ।

গান প্রকাশে এসে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে হবু দম্পতি দেব-রুক্মিণীকে । দেবের মতে, "গল্পটা এত ভাল যে তিনটে সময়ে তিন রকমের লুকেই আমাকে অন্যভাবে নিতে অসুবিধা হবে না কারওর । আমারও হয়নি । গোলন্দাজ, টনিক সবের থেকে আলাদা এই চরিত্রটি । তিন সময়ে তিন রকমের পরিবর্তন একজন মানুষের মধ্যে ।" দেব এই ছবির প্রযোজকও বটে । ব্যবসা নিয়ে ভাবিত নন তিনি । জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বাংলার সুপারস্টার দেব ।

আরও পড়ুন: Kishmish Trailer Release : ফের রোম্যান্টিক অবতারে দেব, মুক্তি পেল 'কিশমিশ' ছবির ট্রেলার

ওদিকে রুক্মিণীর এদিন হালকা আসমানি রঙের শাড়ি স্নিগ্ধতা বয়ে আনে । এই ছবিতে কাজ করতে গিয়ে তিনি ফিরে যান নিজের কলেজের ফেলে আসা দিনে । কথায় কথায় বলেই ফেললেন, "শুটিং করতে করতে ভাবছিলাম আরেকটা প্রেম করলে মন্দ হয় না ।" এই ছবিতে আশির দশকের প্রেম, নৌকায় চড়া, ঘুড়িতে প্রেম পত্র বিনিময়ের চল উঠে আসবে । টাইমমেশিনে চেপে দর্শক ফিরে যাবে আশির দশকে । এই দশক সিপিএম ছাড়া ছিল অসম্ভব, প্রকাশ্যেই জানালেন তৃণমূল সাংসদ দেবের হবু ঘরণী রুক্মিণী । ছবিতে 'ইনকিলাব জিন্দাবাদ'-এর স্লোগান তুলতে দেখা যাবে দেবকে ।

কলকাতা, 10 এপ্রিল : আগামী 29 এপ্রিল বড়পর্দায় আসছে দেব-রুক্মিণী জুটির বাংলা ছবি 'কিশমিশ'(kishmish song releases)। তার আগে মুক্তি পেল ছবির গান (Dev Rukmini's film)। টাইমমেশিনে চেপে এই ছবি পাড়ি দেবে আশির দশকে । দেবকেও দেখা যাবে তিন রকমের লুকে । শনিবার ছবির গান - "অবশেষে ভালোবেসে চলে যাব..." নিয়ে হাজির হয়েছিলেন দেব-রুক্মিণী উভয়ই । ছিলেন ছবির সঙ্গীত পরিচালক নীল চট্টোপাধ্যায়ও ।

গান প্রকাশে এসে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে হবু দম্পতি দেব-রুক্মিণীকে । দেবের মতে, "গল্পটা এত ভাল যে তিনটে সময়ে তিন রকমের লুকেই আমাকে অন্যভাবে নিতে অসুবিধা হবে না কারওর । আমারও হয়নি । গোলন্দাজ, টনিক সবের থেকে আলাদা এই চরিত্রটি । তিন সময়ে তিন রকমের পরিবর্তন একজন মানুষের মধ্যে ।" দেব এই ছবির প্রযোজকও বটে । ব্যবসা নিয়ে ভাবিত নন তিনি । জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন বাংলার সুপারস্টার দেব ।

আরও পড়ুন: Kishmish Trailer Release : ফের রোম্যান্টিক অবতারে দেব, মুক্তি পেল 'কিশমিশ' ছবির ট্রেলার

ওদিকে রুক্মিণীর এদিন হালকা আসমানি রঙের শাড়ি স্নিগ্ধতা বয়ে আনে । এই ছবিতে কাজ করতে গিয়ে তিনি ফিরে যান নিজের কলেজের ফেলে আসা দিনে । কথায় কথায় বলেই ফেললেন, "শুটিং করতে করতে ভাবছিলাম আরেকটা প্রেম করলে মন্দ হয় না ।" এই ছবিতে আশির দশকের প্রেম, নৌকায় চড়া, ঘুড়িতে প্রেম পত্র বিনিময়ের চল উঠে আসবে । টাইমমেশিনে চেপে দর্শক ফিরে যাবে আশির দশকে । এই দশক সিপিএম ছাড়া ছিল অসম্ভব, প্রকাশ্যেই জানালেন তৃণমূল সাংসদ দেবের হবু ঘরণী রুক্মিণী । ছবিতে 'ইনকিলাব জিন্দাবাদ'-এর স্লোগান তুলতে দেখা যাবে দেবকে ।

Last Updated : Apr 10, 2022, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.