ETV Bharat / entertainment

Leonardo DiCaprio-Gigi Hadid: জোড়া লাগছে কি পুরোনো সম্পর্ক ? লন্ডনে একসঙ্গে ডিনার টেবিলে ডি ক্যাপ্রিও-গিগি ! - লিওনার্দো ডি ক্যাপ্রিও

সুপার-মডেল গিগি হাদিদ এবং লিওনার্দো ডি ক্যাপ্রিও'র ভাঙা প্রেম কি তবে জোড়া লাগছে? সম্প্রতি লন্ডনে হলি অভিনেতার বাবা, মায়ের সঙ্গে একসঙ্গে ডিনার টেবিলে দেখা গিয়েছে সুপার-মডেলকে ৷

Leonardo DiCaprio Gigi Hadid
লিওনার্দো ডি ক্যাপ্রিও ও সুপার মডেল গিগি
author img

By

Published : Jun 8, 2023, 7:56 PM IST

লস এঞ্জেলেস, 8 জুন: ভিন দেশে প্রেম জমল লিওনার্দো ডি ক্যাপ্রিও ও গিগি হাদিদের ৷ তবে পুরোনো প্রেম জোড়া লাগল কি না, তা স্পষ্ট নয় ৷ যদিও সেসবের তোয়াক্কা না-করে লন্ডনের রেস্তোরাঁয় দু'জনকে একসঙ্গে দেখতেই উত্তেজিত অনুরাগীরা। ইংল্যান্ডের রাজধানী শহরে ডিনারে গিয়ে ক্যামেরাবন্দি ডি ক্যাপ্রিও ও গিগি ৷ সম্প্রতি এই ডিনারে দু'জনের সঙ্গী হয়েছিলেন লিওনার্দোর বাবা এবং মা ৷ তাই অনুরাগীদের কেউ কেউ বলতে শুরু করেছেন, ভেঙে যাওয়া প্রেম বুঝি জোড়া লাগছে ৷

বছর আটচল্লিশের এই অভিনেতা ও 28 বছরের গিগির প্রেম নিয়ে জল্পনা বেশ পুরনো ৷ যদিও সেই জল্পনা লম্বা হয়নি ৷ দু'জনের সম্পর্ক ধামাচাপা পড়ার পর লিও'র সঙ্গে একাধিক মহিলার সম্পর্কের কথাও সামনে আসে ৷ তবে পুনর্মিলনে হলিউড তারকা লিওকে একটি সাদা শার্টের ওপর কালো ব্লেজারে দেখা গিয়ছে ৷ পাশাপাশি সাদা প্যান্টের সঙ্গে একটি জ্যাকেট পরেছিলেন গিগি। 2022 সালেই বিচ্ছেদের ঘোষণা করেছিলেন অস্কারজয়ী অভিনেতা। চার বছর আগে মডেল ক্যামিলা মোরনের প্রেমে পড়েছিলেন লিওনার্দো। চার বছর একত্রে থাকার পরে গত বছর অগস্টেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। দু'জনের সম্মতিতেই এই বিচ্ছেদ হয় বলে সূত্রের খবর।

তাঁদের একে অপরের প্রতি কোনও রাগ বা বিদ্বেষ নেই। চলতি বছরের মে মাসে ফের শোনা যায় প্রেমে পড়েছেন লিওনার্দো। কিছুদিন আগেই সুপার মডেল গিগি হাদিদের সঙ্গে ডিনার করতে দেখা গিয়েছিল তাঁকে। তখন অনেকেই অনুমান করেছিলেন যে তাঁরা একে অপরকে ডেট করছেন তবে দিনকয়েক বাদে শোনা যায় এক ভারতীয় কন্যের প্রেমে পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তিনি নীলম গিল। নীলমের বাবা পাঞ্জাবি। মডেলের বেড়ে ওঠা মার্কিন মুলুকে। লিওনার্দো-নীলমকেও সম্প্রতি একসঙ্গে নৈশভোজে দেখা গিয়েছে। সর্বোপরি ক্যাপ্রিও'র সঙ্গে নীলম জুটি বেঁধেছেন 'কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন' ছবিতে। যা সম্প্রতি দেখানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। সবমিলিয়ে লিওনার্দোর সঙ্গে আস্তে আস্তে মিইয়ে যায় গিগির নাম ৷

আরও পড়ুন: প্রেক্ষাগৃহে মন জিততে ব্যর্থ, ওটিটিতে কি ভাগ্য ফিরবে? আসছে নাগার 'কাস্টডি'

লস এঞ্জেলেস, 8 জুন: ভিন দেশে প্রেম জমল লিওনার্দো ডি ক্যাপ্রিও ও গিগি হাদিদের ৷ তবে পুরোনো প্রেম জোড়া লাগল কি না, তা স্পষ্ট নয় ৷ যদিও সেসবের তোয়াক্কা না-করে লন্ডনের রেস্তোরাঁয় দু'জনকে একসঙ্গে দেখতেই উত্তেজিত অনুরাগীরা। ইংল্যান্ডের রাজধানী শহরে ডিনারে গিয়ে ক্যামেরাবন্দি ডি ক্যাপ্রিও ও গিগি ৷ সম্প্রতি এই ডিনারে দু'জনের সঙ্গী হয়েছিলেন লিওনার্দোর বাবা এবং মা ৷ তাই অনুরাগীদের কেউ কেউ বলতে শুরু করেছেন, ভেঙে যাওয়া প্রেম বুঝি জোড়া লাগছে ৷

বছর আটচল্লিশের এই অভিনেতা ও 28 বছরের গিগির প্রেম নিয়ে জল্পনা বেশ পুরনো ৷ যদিও সেই জল্পনা লম্বা হয়নি ৷ দু'জনের সম্পর্ক ধামাচাপা পড়ার পর লিও'র সঙ্গে একাধিক মহিলার সম্পর্কের কথাও সামনে আসে ৷ তবে পুনর্মিলনে হলিউড তারকা লিওকে একটি সাদা শার্টের ওপর কালো ব্লেজারে দেখা গিয়ছে ৷ পাশাপাশি সাদা প্যান্টের সঙ্গে একটি জ্যাকেট পরেছিলেন গিগি। 2022 সালেই বিচ্ছেদের ঘোষণা করেছিলেন অস্কারজয়ী অভিনেতা। চার বছর আগে মডেল ক্যামিলা মোরনের প্রেমে পড়েছিলেন লিওনার্দো। চার বছর একত্রে থাকার পরে গত বছর অগস্টেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। দু'জনের সম্মতিতেই এই বিচ্ছেদ হয় বলে সূত্রের খবর।

তাঁদের একে অপরের প্রতি কোনও রাগ বা বিদ্বেষ নেই। চলতি বছরের মে মাসে ফের শোনা যায় প্রেমে পড়েছেন লিওনার্দো। কিছুদিন আগেই সুপার মডেল গিগি হাদিদের সঙ্গে ডিনার করতে দেখা গিয়েছিল তাঁকে। তখন অনেকেই অনুমান করেছিলেন যে তাঁরা একে অপরকে ডেট করছেন তবে দিনকয়েক বাদে শোনা যায় এক ভারতীয় কন্যের প্রেমে পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। তিনি নীলম গিল। নীলমের বাবা পাঞ্জাবি। মডেলের বেড়ে ওঠা মার্কিন মুলুকে। লিওনার্দো-নীলমকেও সম্প্রতি একসঙ্গে নৈশভোজে দেখা গিয়েছে। সর্বোপরি ক্যাপ্রিও'র সঙ্গে নীলম জুটি বেঁধেছেন 'কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন' ছবিতে। যা সম্প্রতি দেখানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবে। সবমিলিয়ে লিওনার্দোর সঙ্গে আস্তে আস্তে মিইয়ে যায় গিগির নাম ৷

আরও পড়ুন: প্রেক্ষাগৃহে মন জিততে ব্যর্থ, ওটিটিতে কি ভাগ্য ফিরবে? আসছে নাগার 'কাস্টডি'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.