নিউইয়র্ক, 18 জুলাই: হলিউড অভিনেতা এবং ফিল্ম ও টেলিভিশনের লেখকদের বিরল জোড়া ধর্মঘটের জেরে বন্ধ রয়েছে বেশ কয়েকটি প্রোডাকশন ৷ সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'ডেডপুল 3', টম ক্রুজের 'এইটথ মিশন: ইম্পসিবল', রিডলি স্কটের 'গ্ল্যাডিয়েটর সিক্যুয়েল', ডিজনির 'লিলো অ্যান্ড স্টিচ রিমেক', ব্র্যাড পিটের 'ফর্মুলা ওয়ান মুভি' এবং টম হার্ডির 'ভেনম 3'। হলিউড স্টুডিয়ো এবং ধর্মঘটী অভিনেতা এবং চিত্রনাট্যকাররা চুক্তিতে না আসা পর্যন্ত এমনই অনেক প্রোডাকশনের কাজ বন্ধ থাকবে বলে মনে করা হচ্ছে ৷
বন্ধ প্রিয়াঙ্কার ছবি: হলিউডে ধর্মঘটের কারণে প্রিয়াঙ্কা চোপড়া এবং জন সিনার 'হেডস অফ স্টেট'-এর শুটিংও বন্ধ রয়েছে । ধর্মঘটী সংগঠনের সদস্য হিসাবে, ধর্মঘট শেষ না হওয়া পর্যন্ত প্রিয়াঙ্কা বিশ্বের কোনও প্রান্তে কোনও সিনেমা বা টিভি প্রকল্পের জন্য ফিল্ম করতে পারবেন না ৷ 'উইকেড', ক্লিন্ট ইস্টউডের 'জুরর #2' এবং 'মর্টাল কম্ব্যাট 2'-এর মতো বেশ কয়েকটি নামী প্রযোজনার কাজও বন্ধ রেখেছে বলে জানা গিয়েছে ৷ তবে এগুলির নির্মাতারা এ ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানাননি ৷ মার্ভেল স্টুডিয়োতে এ বছরই কমপক্ষে আটটি প্রযোজনা আসছে, সেগুলির মধ্যে ইতিমধ্যে যেগুলির শুটিং শুরু হয়েছে, সেই প্রকল্পগুলির কাজ চলতে থাকবে ৷ তবে লাইন-আপে যে অন্যান্য যে প্রযোজনাগুলি রয়েছে, সেগুলির সময়সূচি নিয়ে বড়সড় অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷
কী প্রভাব অ্যানিমেটেড প্রকল্পে: চলমান ধর্মঘট 2025 সালে মুক্তির জন্য সেট করা অ্যানিমেটেড প্রকল্পগুলিকে হয়তো প্রভাবিত করতে পারবে না ৷ কারণ ধর্মঘটী অভিনেতারা কাজে না ফেরা পর্যন্ত অস্থায়ী ভয়েস রেকর্ড করে কাজ চালাবে স্টুডিয়োগুলি । তবে এটা 2024 সালের মুক্তির জন্য প্রস্তুত অ্যানিমেটেড প্রকল্পগুলির ক্ষেত্রে করা যাবে না ৷ যেমন কুং ফু পান্ডা 4, স্পাইডার-ম্যান: বিয়ন্ড দ্য স্পাইডার-ভার্স, ডেসপিকেবল মি 4 এবং ট্রান্সফরমার ওয়ান - এগুলির চূড়ান্ত সংলাপের রেকর্ডের জন্য অভিনেতাদের প্রয়োজন হতে পারে ।
আরও পড়ুন: কসমেটিক সার্জারি করতে গিয়ে এই হাল ! অনুশোচনায় ভুগছেন উরফি
কেন ধর্মঘট: গত সপ্তাহে, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অফ রেডিয়ো অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস (এসএজি-এএফটিআরএ) রাইটারস গিল্ড অফ আমেরিকার (ডব্লিউজিএ) অধীনে চিত্রনাট্যকারদের সঙ্গে যুক্ত হয়েছে ৷ অ্যালায়েন্স অফ মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রোডিউসারস (AMPTP) দ্বারা প্রতিনিধিত্ব করা স্টুডিয়ো এবং স্ট্রিমিং পরিষেবাগুলির সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছতে ব্যর্থ হওয়ার পরে এটাই অভিনেতা ও লেখকদের প্রথম যৌথ ধর্মঘট । অভিনেতারা 63 বছরে প্রথমবারের মতো লেখকদের সঙ্গে ধর্মঘটে যোগ দিলেন । যখন চলচ্চিত্র এবং টিভি অনুষ্ঠানের স্ট্রিমিং অভিনেতাদের জন্য রয়্যালটি হ্রাস করেছে, সেই যুগে উচ্চতর ক্ষতিপূরণ দাবি করছেন ইউনিয়নভুক্ত কর্মীরা ।
অভিনেতা-লেখকদের জোড়া ধর্মঘট: উল্লেখ্য, হলিউড চিত্রনাট্যকাররা ধর্মঘটে যাওয়ার দুই মাসেরও বেশি সময় পরে এই ইন্ডাস্ট্রির হাজার হাজার ফিল্ম এবং টেলিভিশন অভিনেতা গত বৃহস্পতিবার এই ধর্মঘটে যোগ দেন ৷ ন্যায্য বেতন এবং আরও ভালো কাজের পরিস্থিতি নিয়ে মোশন পিকচার স্টুডিয়োর সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পরে তাঁরা এই সিদ্ধান্ত নেন । বেশিরভাগ সিনেমা এবং টিভি অনুষ্ঠানের প্রোডাকশন বন্ধ করে দিয়ে 1960 সালের পর প্রথমবারের মতো হলিউডের লেখক ও অভিনেতা একইসঙ্গে ধর্মঘট করছেন।