ETV Bharat / elections

জামুড়িয়ায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্য়াঙ্ক

author img

By

Published : Apr 7, 2021, 3:34 PM IST

রাজ্যে নির্বাচন চলাকালীনই জামুড়িয়ায় ভেঙে পড়ল জলট্যাঙ্ক ৷ ঘটনার পরই শুরু হল রাজনৈতিক দোষারোপ ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ৷

জামুড়িয়ায় ভেঙে পড়ল জলট্যাঙ্ক ৷
জামুড়িয়ায় ভেঙে পড়ল জলট্যাঙ্ক ৷

জামুড়িয়া, 7 এপ্রিল : জল ভরতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভগ্নপ্রায় ট্যাঙ্ক । ভেঙে পড়া ট্যাঙ্কটির জল ধারণের ক্ষমতা 1 লাখ 75 হাজার গ্যালন। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরএনএস কলোনি সংলগ্ন এলাকায় । দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই । ভোটের আগে এমন ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

জামুড়িয়ায় ভেঙে পড়ল জলট্যাঙ্ক ৷ ভোটের মধ্যে শুরু রাজনৈতিক দোষারোপ ৷

চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ সাঙ্গুই বলেন, "বাম আমলে এই জল ট্যাঙ্কটি তৈরি হয় । এই ট্যাঙ্ক থেকে জল সরবরাহ করা হত প্রত্যন্ত এলাকায় । 15 বছরেরও বেশি সময় ধরে ট্যাঙ্ক থেকে জল সরবরাহ বন্ধ ছিল । এলাকায় ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ট্যাঙ্কে জল ভর্তি করা হচ্ছে । মঙ্গলবার থেকে ট্যাঙ্কে জল ভরার কাজ শুরু হয় । গতকাল গভীর রাতে ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে ।"

জামুড়িয়া, 7 এপ্রিল : জল ভরতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভগ্নপ্রায় ট্যাঙ্ক । ভেঙে পড়া ট্যাঙ্কটির জল ধারণের ক্ষমতা 1 লাখ 75 হাজার গ্যালন। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আরএনএস কলোনি সংলগ্ন এলাকায় । দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই । ভোটের আগে এমন ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

জামুড়িয়ায় ভেঙে পড়ল জলট্যাঙ্ক ৷ ভোটের মধ্যে শুরু রাজনৈতিক দোষারোপ ৷

চিচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বনাথ সাঙ্গুই বলেন, "বাম আমলে এই জল ট্যাঙ্কটি তৈরি হয় । এই ট্যাঙ্ক থেকে জল সরবরাহ করা হত প্রত্যন্ত এলাকায় । 15 বছরেরও বেশি সময় ধরে ট্যাঙ্ক থেকে জল সরবরাহ বন্ধ ছিল । এলাকায় ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য ট্যাঙ্কে জল ভর্তি করা হচ্ছে । মঙ্গলবার থেকে ট্যাঙ্কে জল ভরার কাজ শুরু হয় । গতকাল গভীর রাতে ট্যাঙ্কটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.