ETV Bharat / elections

ভোট দিতে নিয়ে যাবে কে ? সংঘর্ষে জড়াল তৃণমূলের দুটি গোষ্ঠী - Trinamool Congress

সংঘর্ষে তিনজন জখম হয়েছেন । তাঁদের গোলাপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।

জখম এক
author img

By

Published : Apr 23, 2019, 10:31 AM IST

Updated : Apr 23, 2019, 10:52 AM IST

বৈষ্ণবনগর, 23 এপ্রিল : কারা ভোটারদের বুথে নিয়ে যাবে তা নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী। তিনজন জখম হয়েছেন । নাম হাবুল শেখ, সিতারা বিবি ও ভগু মিঞা । ঘটনাটি ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোপালনগর গ্রামের।

স্থানীয়দের বক্তব্য, গোপালনগর গ্রামে তৃণমূলের দুটি গোষ্ঠী রয়েছে । এলাকার লোকজনকে কোন গোষ্ঠী ভোট দিতে নিয়ে যাবে তা নিয়ে বচসা শুরু হয়। তা ক্রমশ সংঘর্ষের চেহারা নেয়। তিনজন জখম হয়েছেন । তাঁদের গোলাপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।

বৈষ্ণবনগর, 23 এপ্রিল : কারা ভোটারদের বুথে নিয়ে যাবে তা নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী। তিনজন জখম হয়েছেন । নাম হাবুল শেখ, সিতারা বিবি ও ভগু মিঞা । ঘটনাটি ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোপালনগর গ্রামের।

স্থানীয়দের বক্তব্য, গোপালনগর গ্রামে তৃণমূলের দুটি গোষ্ঠী রয়েছে । এলাকার লোকজনকে কোন গোষ্ঠী ভোট দিতে নিয়ে যাবে তা নিয়ে বচসা শুরু হয়। তা ক্রমশ সংঘর্ষের চেহারা নেয়। তিনজন জখম হয়েছেন । তাঁদের গোলাপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।

Intro:মালদা, ২২ এপ্রিলঃ তৃতীয় দফার লোকসভা নির্বাচনের আগের সন্ধেয় কংগ্রেস ও সিপিএমের পোলিং এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে৷ চাঁচল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খরবা গ্রাম পঞ্চায়েতের শ্রীপতিপুর গ্রামের ১৯১ নম্বর বুথে এই অভিযোগ উঠেছে৷ কংগ্রেস ও সিপিএমের অভিযোগ ওই বুথে তাদের পোলিং এজেন্টকে বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ তৃণমূলিরা বলছে, আগামীকাল পোলিং এজেন্ট হিসেবে বুথে ঢুকলে পরিবারের সবাইকে গ্রাম ছাড়া করা হবে৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷Body:এপ্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, "অভিযোগ পেয়েছি চাঁচল বিধানসভা কেন্দ্রের ১৯১ নম্বর বুথে যিনি আমাদের এজেন্ট হবেন তাঁকে বাড়ি গিয়ে পোলিং এজেন্ট না হওয়ার কথা বলা হয়েছে৷ যদি তিনি পোলিং এজেন্ট হন তবে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে৷ এভাবে ভোট হতে পারে না৷ আমরা সমস্ত বিষয় অবজারভারকে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে জানিয়েছি৷ যদি এই পরিস্থিতি বহাল থাকে তবে পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হবে৷ পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি লোকসভা ভোটে ঘটানোর চেষ্টা করা হলে ছেড়ে কথা বলা হবে না৷ মানুষ ভোট দিতে চায়, মানুষ ভোট দেবে৷ শাসকদলের গুণ্ডারা যদি বিভিন্ন দলের পোলিং এজেন্টদের প্রভাবিত করা, বুথ থেকে তাড়িয়ে দেওয়া, বুথে ঢুকতে না দেওয়া এসব যদি ঘটানোর চেষ্টা করে তবে মানুষ যা ব্যবস্থা নেওয়ার নেবে৷"
সিপিএমের পোলিং এজেন্টকে বুথে ঢুকতে দেওয়া না হলে কি পদক্ষেপ নেবেন, এপ্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা আইন হাতে নিতে পারি না৷ যেখানে যা অভিযোগ জানানোর দরকার, সেই ভাবে আমরা অভিযোগ জানাব৷ তারপরেও যদি এই ঘটনা ঘটে, তবে মানুষ ঠিক করবেন ভোট কীভাবে হবে৷ পোলিং এজেন্ট ভোটের একটা অঙ্গ৷ সমস্ত দলের পোলিং এজেন্ট থাকবে, তার ভিত্তিতেই ভোট হবে৷ পোলিং এজেন্ট নিজের কাজ করবে, মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবে৷ এর ব্যতিক্রম হলে মানুষ তার প্রতিরোধ করবে৷"
উত্তর মালদার কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরি জানিয়েছেন, "উত্তর মালদার বিস্তীর্ণ এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা যে সক্রিয় হয়ে উঠেছে তা আমরা আগেই বুঝেছি৷ আজ বিষয়টি আমি পুলিশ সুপারকে জানিয়েছি৷ তিনি আশ্বাস দিয়েছেন গোটা জেলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে৷ এজেন্টকে হুমকির বিষয়টি নিয়ে আমরা জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ জানাচ্ছি৷"
Conclusion:এদিকে, উত্তর মালদার তৃণমূল প্রার্থী মৌসম নূরের নির্বাচনি এজেন্ট অম্লান ভাদুড়ি জানিয়েছেন, ভোটের আগের দিন বিরোধীরা একাধিক বিষয়ে মিথ্যে অভিযোগ নিয়ে আসছে৷ তারা হেরে যাওয়ার আতঙ্কে ভুগছে৷ তৃণমূলের কর্মীরা কাউকে কোনও হুমকি দেয়নি৷
Last Updated : Apr 23, 2019, 10:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.