বৈষ্ণবনগর, 23 এপ্রিল : কারা ভোটারদের বুথে নিয়ে যাবে তা নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী। তিনজন জখম হয়েছেন । নাম হাবুল শেখ, সিতারা বিবি ও ভগু মিঞা । ঘটনাটি ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া গোপালনগর গ্রামের।
স্থানীয়দের বক্তব্য, গোপালনগর গ্রামে তৃণমূলের দুটি গোষ্ঠী রয়েছে । এলাকার লোকজনকে কোন গোষ্ঠী ভোট দিতে নিয়ে যাবে তা নিয়ে বচসা শুরু হয়। তা ক্রমশ সংঘর্ষের চেহারা নেয়। তিনজন জখম হয়েছেন । তাঁদের গোলাপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।