ETV Bharat / elections

অর্জুন সিংকে নজরবন্দী করা হোক, কমিশনে দাবি তৃণমূলের

গতকাল সন্ধ্যায় ভাটপাড়ায় ঘটনার জেরে এবার অর্জুন সিংকে নজরবন্দী করার দাবি তুলল তৃণমূল কংগ্রেস । সূত্রের খবর, তৃণমূলের তরফে তাদের ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী দীনেশ ত্রিবেদী এই দাবি জানিয়ে মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছেন ।

অর্জুন
author img

By

Published : May 1, 2019, 7:57 PM IST

কলকাতা, ১ মে : এবার অর্জুন সিংকে নজরবন্দী করার দাবি তুলল তৃণমূল কংগ্রেস । সূত্রের খবর, তৃণমূলের তরফে তাদের ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী দীনেশ ত্রিবেদী এই দাবি জানিয়ে মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছেন । সেই চিঠি কমিশনকে পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতা তাপস রায় । গতকাল সন্ধ্যায় ভাটপাড়ায় ঘটনার জেরে তৃণমূলের এই দাবি বলে সূত্রের খবর । তৃণমূলের অভিযোগ অর্জুন সিং-এর নেতৃত্বে সেখানে সন্ত্রাস চালিয়েছে BJP ।

গতকাল রাতে ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সকাল থেকে সেখানে জারি করা হয় 144 ধারা ৷ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ এখন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্কে রয়েছে এলাকার মানুষ ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷

স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ তালুকদার বলেন, "এই ঘটনা BJP ঘটিয়েছে ৷ ওরা বুঝতে পারছে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে ৷ গতকাল ভাটপাড়ার 13 নম্বর ওয়ার্ডে আমাদের সাংসদ দীনেশ ত্রিবেদী ও মদন মিত্র যে সভা করেছিলেন তাতে জনপ্লাবন হয়েছে ৷ তা দেখে ওরা সহ্য করতে না পেরে বোমা, গুলি মেরেছে ৷ এইসব করে তৃণমূল কংগ্রেসকে আটকাবে ? সেটা অসম্ভব ৷"

BJP-র তরফে পালটা অভিযোগ করা হয়, তৃণমূল নেতা মদন মিত্র কামারহাটি থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে ৷ পাশাপাশি এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ নিষ্ক্রিয় রয়েছে বলেও BJP-র তরফে অভিযোগ ।

কলকাতা, ১ মে : এবার অর্জুন সিংকে নজরবন্দী করার দাবি তুলল তৃণমূল কংগ্রেস । সূত্রের খবর, তৃণমূলের তরফে তাদের ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী দীনেশ ত্রিবেদী এই দাবি জানিয়ে মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিয়েছেন । সেই চিঠি কমিশনকে পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতা তাপস রায় । গতকাল সন্ধ্যায় ভাটপাড়ায় ঘটনার জেরে তৃণমূলের এই দাবি বলে সূত্রের খবর । তৃণমূলের অভিযোগ অর্জুন সিং-এর নেতৃত্বে সেখানে সন্ত্রাস চালিয়েছে BJP ।

গতকাল রাতে ভাটপাড়ায় তৃণমূল কংগ্রেস ও BJP-র মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সকাল থেকে সেখানে জারি করা হয় 144 ধারা ৷ মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও ৷ এখন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আতঙ্কে রয়েছে এলাকার মানুষ ৷ বন্ধ রয়েছে দোকানপাট ৷

স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ তালুকদার বলেন, "এই ঘটনা BJP ঘটিয়েছে ৷ ওরা বুঝতে পারছে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে ৷ গতকাল ভাটপাড়ার 13 নম্বর ওয়ার্ডে আমাদের সাংসদ দীনেশ ত্রিবেদী ও মদন মিত্র যে সভা করেছিলেন তাতে জনপ্লাবন হয়েছে ৷ তা দেখে ওরা সহ্য করতে না পেরে বোমা, গুলি মেরেছে ৷ এইসব করে তৃণমূল কংগ্রেসকে আটকাবে ? সেটা অসম্ভব ৷"

BJP-র তরফে পালটা অভিযোগ করা হয়, তৃণমূল নেতা মদন মিত্র কামারহাটি থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে ৷ পাশাপাশি এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ নিষ্ক্রিয় রয়েছে বলেও BJP-র তরফে অভিযোগ ।

Wb_Darj_01May_19_GJM_Flag_Sanjib_7205425 ------------- হঠাত সিঙমারিতে মোর্চার কার্যালয়ে পতাকা লাগিয়ে বিমলকে পাহাড়ে ফেরানোর প্রতিশ্রুতি নিরোজের দার্জিলিং,০১ মে : সিঙমারিতে গোর্খা জন মুক্তি মোর্চার তথা বিমল গুরুঙয়ের দলীয় কার্যালয়ে পতাকা লাগালেন নিরোজ জিম্বা। বিমলের আমলের মোর্চার কেন্দ্রীয় কমিটির ওই দলীয় সদর কার্যালয়টি ২০১৭ সালে আন্দোলনের সময় পুলিশ বন্ধ করে দেয়। সেখানে বুধবার মোর্চার দলীয় পতাকা লাগান বিধানসভার উপ নির্বাচনের দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী নিরোজ জিম্বা । বিমল গুরুঙকে ফের পাহাড়ে ফেরানোর প্রতিশ্রুতি দেন তিনি । বলেন, ভোটে জিতলে বিমল গুরুঙকে পাহাড়ে ফেরাতে উদ্যোগ নেবেন তিনি । বিমলপন্থি মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা বিপি বাজগাইও এই কর্মসূচিতে ছিলেন । বাজগাই বলেন, এটা নিছকই কথার কথা বা ভোট পাওয়ার জন্য নয় । পাহাড়ের ভবিষ্যৎ ও বিমল গুরুঙয়ের ফেরার মধ্যে আটকে । তাই বিমল গুরুঙ ফিরলেই সেই পথ খুলে যাবে। নিরোজ জিম্বা জিএনএলএফের মুখপাত্র হলেও মূলত এবার বিজেপি-মোর্চার বিমলপন্থি ও জিএনএলএফের জোটের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেন । লোকসভা ভোটে দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজু বিস্তার হয়ে প্রচারে প্রথম থেকেই নজর কারেন তিনি । এবার বিধানসভার উপ নির্বাচনে সেই নিরোজ জিম্বাই বিজেপির প্রতীকে জোট প্রার্থী। মনোনয়ন জমা করার পর থেকেই ভোট প্রচারে নেমে পরেছেন তিনি । সেই প্রচারের অঙ্গ হিসাবেই এদিন সিঙমারিতে গিয়ে বিমল গুরুঙয়ের দলীয় কার্যালয়ে মোর্চার দলীয় পটাকা লাগান তিনি ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.