টাকি, 15 মে : ভোটের ফলাফল নিয়ে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেজন্য BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড-শোতে হামলা চালানো হয়েছে । আজ টাকিতে নির্বাচনী জনসভা থেকে একথা বলেন নরেন্দ্র মোদি । যদিও বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে কোনও শব্দ খরচ করেননি তিনি ।
গতকাল BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড-শোকে কেন্দ্র করে কলকাতায় উত্তেজনা ছড়ায় । পোড়ানো হয় বাইক । বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হয় । সেই মূর্তি ভাঙার দায় কার তা নিয়ে গতকাল থেকে তৃণমূল কংগ্রেস ও BJP-র চাপানউতোর শুরু হয়েছে । তৃণমূলের অভিযোগ, রাজ্যে হিংসার পরিবেশ তৈরি করতেই BJP শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে । অপরদিকে, BJP-র দাবি, ভোটে হারার আতঙ্কে পরিকল্পনা করেই অমিত শাহর উপর হামলা চালানো হয়েছে ।
আজ মোদি বলেন, "দু'দিন আগে মমতাদিদি জনসমক্ষে প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন । 24 ঘণ্টার মধ্যেই দিদি নিজের কর্মসূচি পূরণ করেছেন । BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড-শোতে হামলা চালানো হয় । " যদিও বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় কে বা কারা জড়িত ছিল, তা নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি । বরং ফের বাংলার মনীষীদের ভাবাবেগকে হাতিয়ার করে তিনি বলেন, "দিদি ভাবতেন এখানের মানুষকে ভয় দেখিয়ে, মিথ্যে বলে, চমকিয়ে নিজের রাজত্ব চালাবেন । কিন্তু, যে ভূমিতে রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিদের সংস্কার রয়েছে, সেখানকার মানুষ দিদির এই ব্যবহার সহ্য করবে না । মমতাদিদি, আপনি বাংলাকে জরুরি অবস্থায় নিয়ে গেছেন ।"
বৃহস্পতিবার (9 মে) ফেসবুকে একটি MEME পোস্ট করেছিলেন BJP যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা । তারপর তাঁকে গ্রেপ্তার করা হয় । পরে সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে । সে প্রসঙ্গে মোদি বলেন, "দিদি, আপনি যে মেয়েদের জেলে ঢোকানোর কাজ করছেন, সেই মেয়েরাই আপনাকে উপযুক্ত শিক্ষা দেবে । দিদি, এটা মা দুর্গা ও মা সরস্বতীর ভূমি । আপনি মেয়েদের অপমান করে মা'দেরও অপমান করেছেন । একটি ছবির জন্য এত রাগ ? " মমতাকে একহাত নিয়ে মোদি বলেন, "দিদি, এখন নিজের ছায়াকে ভয় পাচ্ছেন । "
4-5 বছর আগে সর্বভারতীয় চ্যানেলে একটি প্রশ্ন শুনে মাঝপথে অনুষ্ঠান ছেড়ে চলে যান মমতা । সে প্রসঙ্গে টেনে মোদি বলেন, " বাংলার মেয়েরা মমতাদিদিকে কয়েকটি প্রশ্ন করেছিল । আর তাতে দিদি চটে যান । তাঁর অহংকার আজ নয়, 3-4 বছর আগেও অহংকারে আঘাত লেগেছিল । তাঁর এত রাগ হয়েছিল যে মমতাদিদি মাইক ফেলে দুজন কলেজ পড়ুয়া মেয়েকে উলট-পালটা গালাগালি দিয়ে পালিয়েছিলেন । " এবারও বাংলায় এক মেয়ের প্রতি রাগ দেখিয়েছেন । এতই রাগ যে তাঁকে জেলেই ভরে দিলেন দিদি ।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিক্রির প্রসঙ্গ তুলে মোদি বলেন , "দিদি, আপনি নিজে তো শিল্পী । ছবি আঁকেন । আবার বলেন আপনি চিত্রকারও । শুনেছি, নারদ-সারদার নাম জপতে জপতে আপনার পেন্টিং কোটি টাকায় বিক্রি হয়েছে । " মমতার উদ্দেশে মোদি বলেন, "23 মে আমার শপথের পর আমার খারাপ ছবি আঁকুন । আমার বাসভবনে এসে সেটা আমাকে দিন । আমি ভালোবাসার সঙ্গে সেটা নেব । সারা জীবন মনে রাখব । আপনার বিরুদ্ধে FIR করব না । "