ETV Bharat / elections

ভোটের পর মমতার শাড়ি কালো হয়ে যাবে : দিলীপ - Narendra Modi

মমতা বন্দ্যোপাধ্যায় এখন সাদা শাড়ি পরে রাজ্য চালাচ্ছেন। ভোটের পর তা কালো হয়ে যাবে : দিলীপ

দিলীপ ঘোষ
author img

By

Published : Apr 6, 2019, 9:53 AM IST

Updated : Apr 6, 2019, 1:08 PM IST

মালদা, 6 এপ্রিল : "এখন মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরে (রাজ্য) চালাচ্ছেন। ভোটের পর তাঁর সাদা শাড়ি কালো হয়ে যাবে।" আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করেন BJP-র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের BJP প্রার্থী দিলীপ ঘোষ।

"চায়ে পে চর্চা"-র কর্মসূচিতে অংশ নিতে গতরাতে দিলীপ মালদায় আসেন। আজ ভোরে হোটেল থেকে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন মালদা (দক্ষিণ)-র BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি সহ অন্য নেতারা। তারপর সুকান্ত মোড়ের কাছে একটি চায়ের দোকানেও স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা করেন। সেখানে তিনি ETV ভারতের মুখোমুখি হন।

Dilip Ghosh
দিলীপ ঘোষ

ETV ভারত : নকশালবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কাছে ভোটের ঋণ চেয়েছেন। সে প্রসঙ্গে কী বলবেন?

দিলীপ ঘোষ : মুখ্যমন্ত্রী এতদিন জনগণের থেকে টাকা চেয়েছেন। রাজনৈতিক অধিকার চেয়েছেন। এখন ভোটের ঋণ চাইছেন! পশ্চিমবঙ্গের মানুষ কি পাগল হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তারপর ফুটপাথ ও গলিতে নামবেন। আরও দুর্ভাগ্যের বিষয়, তাঁর সাঙ্গপাঙ্গরা চোর-ডাকাত। তাঁদের কেউ বিশ্বাস করে না। মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরে (রাজ্য) চালাচ্ছেন। ভোটের পর তাঁর সাদা শাড়ি কালো হয়ে যাবে। কেউ বিশ্বাস করবে না।

ETV ভারত : গতকাল আপনি বালুরঘাটে ছিলেন। আপনি এখানে আসার BJP কর্মীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ।

দিলীপ ঘোষ : আমার কাছে কোনও খবর নেই। রাত পর্যন্ত আমি সভায় ছিলাম। তবে গতকাল দক্ষিণ দিনাজপুরে ব্যাপক প্রচার হয়েছে। তা দেখে তৃণমূল ভয় পেয়েছে। তাই এমন কাজ করতেই পারে।

ETV ভারত : গতকাল নির্বাচন কমিশন রাজ্যের চার পুলিশকর্তাকে সরিয়ে দিয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দিলীপ ঘোষ : মাত্র চারজনকে সরিয়েছে। কমপক্ষে ৪০ জন সরানোর দরকার রয়েছে। তাহলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

ETV ভারত : মালদা জেলাশাসক ও পুলিশ সুপারকে সরানোর জন্য আপনারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, সে প্রসঙ্গে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কোনও নির্দেশ দেয়নি। কী বলবেন?

দিলীপ ঘোষ : আমরা নির্বাচন কমিশনকে লম্বা লিস্ট দিয়েছি। আগের সব খবর, রেকর্ড নির্বাচন কমিশনের কাছে রয়েছে। তারা নিশ্চয়ই ধীরে ধীরে কাজ শুরু করবেন। নির্বাচন কমিশনের তরফে এখন বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। কে কতটা প্রভাবিত করছে, তার উপর লক্ষ্য রাখছেন। যদি একটু এদিক ওদিক হয়, অবশ্যই নির্বাচন কমিশনের তরফে ব্যবস্থা নেওয়া হবে।

ETV ভারত : লোকসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান 42-এ 42। আর BJP-র মিশন 23।

দিলীপ ঘোষ : 42-এ 42 আওয়াজটা তৃণমূলের 23 মে পর্যন্তই থাকবে। তারপর আওয়াজ পালটে যাবে। আওয়াজ আর শুনতে পাবেন না। এখন আমাদের কর্মীরা রাস্তায় নেমেছেন। দেওয়াল লিখছেন। মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। এখন ঘুঁটি সাজানোর কাজ চলছে। তা দেখেই দিদিমণির হুঁশ উড়ে গেছে। আবোল-তাবোল বকতে শুরু করেছেন। ভোট শেষ হতে হতে অর্ধেক লোক পাগল হয়ে যাবেন।

ETV ভারত : BJP-র তরফে অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের লোকেরা ভোটের আগেই দাপিয়ে বেড়াচ্ছে। ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। সে প্রসঙ্গে কী বলবেন?

দিলীপ ঘোষ : পঞ্চায়েত নির্বাচন সহ গত কয়েকটি নির্বাচন গুন্ডা ও পুলিশকে দিয়ে জিতেছে তৃণমূল। এবার পুলিশকে নির্বাচন কমিশন বুঝে নেবে। আর গুন্ডাদের আমরা টাইট করব। এবার আর ফাঁকা মাঠে গোল করা যাবে না।

মালদা, 6 এপ্রিল : "এখন মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরে (রাজ্য) চালাচ্ছেন। ভোটের পর তাঁর সাদা শাড়ি কালো হয়ে যাবে।" আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করেন BJP-র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের BJP প্রার্থী দিলীপ ঘোষ।

"চায়ে পে চর্চা"-র কর্মসূচিতে অংশ নিতে গতরাতে দিলীপ মালদায় আসেন। আজ ভোরে হোটেল থেকে বেরিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন মালদা (দক্ষিণ)-র BJP প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি সহ অন্য নেতারা। তারপর সুকান্ত মোড়ের কাছে একটি চায়ের দোকানেও স্থানীয়দের সঙ্গে আলাপচারিতা করেন। সেখানে তিনি ETV ভারতের মুখোমুখি হন।

Dilip Ghosh
দিলীপ ঘোষ

ETV ভারত : নকশালবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কাছে ভোটের ঋণ চেয়েছেন। সে প্রসঙ্গে কী বলবেন?

দিলীপ ঘোষ : মুখ্যমন্ত্রী এতদিন জনগণের থেকে টাকা চেয়েছেন। রাজনৈতিক অধিকার চেয়েছেন। এখন ভোটের ঋণ চাইছেন! পশ্চিমবঙ্গের মানুষ কি পাগল হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তারপর ফুটপাথ ও গলিতে নামবেন। আরও দুর্ভাগ্যের বিষয়, তাঁর সাঙ্গপাঙ্গরা চোর-ডাকাত। তাঁদের কেউ বিশ্বাস করে না। মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরে (রাজ্য) চালাচ্ছেন। ভোটের পর তাঁর সাদা শাড়ি কালো হয়ে যাবে। কেউ বিশ্বাস করবে না।

ETV ভারত : গতকাল আপনি বালুরঘাটে ছিলেন। আপনি এখানে আসার BJP কর্মীদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ।

দিলীপ ঘোষ : আমার কাছে কোনও খবর নেই। রাত পর্যন্ত আমি সভায় ছিলাম। তবে গতকাল দক্ষিণ দিনাজপুরে ব্যাপক প্রচার হয়েছে। তা দেখে তৃণমূল ভয় পেয়েছে। তাই এমন কাজ করতেই পারে।

ETV ভারত : গতকাল নির্বাচন কমিশন রাজ্যের চার পুলিশকর্তাকে সরিয়ে দিয়েছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দিলীপ ঘোষ : মাত্র চারজনকে সরিয়েছে। কমপক্ষে ৪০ জন সরানোর দরকার রয়েছে। তাহলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে।

ETV ভারত : মালদা জেলাশাসক ও পুলিশ সুপারকে সরানোর জন্য আপনারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, সে প্রসঙ্গে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কোনও নির্দেশ দেয়নি। কী বলবেন?

দিলীপ ঘোষ : আমরা নির্বাচন কমিশনকে লম্বা লিস্ট দিয়েছি। আগের সব খবর, রেকর্ড নির্বাচন কমিশনের কাছে রয়েছে। তারা নিশ্চয়ই ধীরে ধীরে কাজ শুরু করবেন। নির্বাচন কমিশনের তরফে এখন বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। কে কতটা প্রভাবিত করছে, তার উপর লক্ষ্য রাখছেন। যদি একটু এদিক ওদিক হয়, অবশ্যই নির্বাচন কমিশনের তরফে ব্যবস্থা নেওয়া হবে।

ETV ভারত : লোকসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান 42-এ 42। আর BJP-র মিশন 23।

দিলীপ ঘোষ : 42-এ 42 আওয়াজটা তৃণমূলের 23 মে পর্যন্তই থাকবে। তারপর আওয়াজ পালটে যাবে। আওয়াজ আর শুনতে পাবেন না। এখন আমাদের কর্মীরা রাস্তায় নেমেছেন। দেওয়াল লিখছেন। মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন। এখন ঘুঁটি সাজানোর কাজ চলছে। তা দেখেই দিদিমণির হুঁশ উড়ে গেছে। আবোল-তাবোল বকতে শুরু করেছেন। ভোট শেষ হতে হতে অর্ধেক লোক পাগল হয়ে যাবেন।

ETV ভারত : BJP-র তরফে অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের লোকেরা ভোটের আগেই দাপিয়ে বেড়াচ্ছে। ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। সে প্রসঙ্গে কী বলবেন?

দিলীপ ঘোষ : পঞ্চায়েত নির্বাচন সহ গত কয়েকটি নির্বাচন গুন্ডা ও পুলিশকে দিয়ে জিতেছে তৃণমূল। এবার পুলিশকে নির্বাচন কমিশন বুঝে নেবে। আর গুন্ডাদের আমরা টাইট করব। এবার আর ফাঁকা মাঠে গোল করা যাবে না।

Intro:মালদা, ৬ এপ্রিল : এখন মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরে চালাচ্ছেন৷ ভোটের পর তাঁর সাদা শাড়িটা কালো হয়ে যাবে৷ আজ সকালে মালদা শহরের সুকান্ত মোড়ে চায়ে পে চর্চায় এই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷Body:নির্বাচনি প্রচারে গতকাল রাতে দক্ষিণ দিনাজপুর থেকে মালদায় আসেন দিলীপবাবু৷ আজ ভোরে হোটেল থেকে বেরিয়ে পড়েন সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে৷ সঙ্গে ছিলেন দক্ষিণ মালদার দলীয় প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরি সহ অন্যান্য নেতানেত্রীরা৷ হোটেল থেকে সামান্য দূরে সুকান্ত মোড়ে একটি টায়ের দোকানে বসে পড়েন তিনি৷ কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে৷ সেখানেই ইটিভি ভারতের মুখোমুখি হন তিনি৷
         গতকাল নকশালবাড়িতে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কাছে ভোটের ঋণ চেয়েছেন৷ এপ্রসঙ্গে দিলীপবাবু প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, "মুখ্যমন্ত্রী এতদিন জনগণের কাছ থেকে টাকা চেয়েছেন৷ তাদের রাজনৈতিক অধিকার চেয়েছেন৷ এখন ভোটের ঋণ চাইছেন! পশ্চিমবঙ্গে মানুষ কি পাগল হয়ে গেছে যে টিএমসিকে ভোট দেবে! মমতা ব্যানার্জি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন৷ এখন তো সবে রাস্তায় নেমেছেন৷ এরপর ফুটপাথ আর গলিতে নামবেন৷ সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, তাঁর যারা সাঙ্গপাঙ্গ, সবাই চোর-ডাকাত৷ একটাকেও কেউ বিশ্বাস করে না৷ উনি ওই সাদা শাড়ি পরে চালাচ্ছেন, এই ভোটের পর শাড়িটাই কালো হয়ে যাবে৷" গতকাল রাতে দক্ষিণ দিনাজপুরের বিজেপি প্রার্থীর উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগ ওঠে৷ সেপ্রসঙ্গে দিলীপবাবু বলেন, গতকাল রাত পর্যন্ত তিনি বৈঠক করেছেন৷ এই খবর এখনও তিনি পাননি৷ তবে গতকাল দক্ষিণ দিনাজপুরে ব্যপক প্রচার হয়েছে৷ হাজার হাজার মানুষ সেখানে রাস্তায় নেমে পড়েছেন৷ তা দেখে টিএমসি ভয় পেয়েছে৷ তাই তারা এমন কাজ করতেই পারে৷ গতকাল নির্বাচন কমিশন রাজ্যের ৪ পুলিশকর্তাকে সরিয়ে দিয়েছে৷ এপ্রসঙ্গে দিলীপবাবু বলেন, "মাত্র ৪ হয়েছে৷ কমপক্ষে ৪০ জন সরানোর দরকার রয়েছে৷ তাহলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে৷ এমন পুলিশকর্তাদের কুণ্ডলি আমাদের কাছে আছে৷ আমরা নির্বাচন কমিশনে লম্বা লিস্ট দিয়েছি৷ এর আগের সমস্ত রেকর্ড নির্বাচন কমিশনের কাছে আছে৷ তারা এখন দেখছে, লক্ষ রাখছে কে কতটা প্রভাবিত করছে৷ যদি একটু এদিক ওদিক হয়, অবশ্যই তারা ব্যবস্থা নেবে৷ এই ব্যবস্থা আগেই নেওয়া উচিত ছিল৷ তবে দাগি পুলিশ অফিসারদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷ এবার আর কোনও চামচা পুলিশ অফিসার ভোটে থাকবে না৷" এবার তৃণমূলের স্লোগান বিয়াল্লিশে বিয়াল্লিশ, বিজেপির তেইশে তেইশ৷ বর্তমান পরিস্থিতিতে তাঁদের এই স্লোগান কোন পর্যায়ে রয়েছে? উত্তরে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, "এই আওয়াজটা ওদের ২৩ মে পর্যন্তই থাকবে৷ তারপর আওয়াজ পালটে যাবে৷ আওয়াজ আর শুনতে পাবেন না৷" দিলীপবাবু আরও বলেন, এই রাজ্যে এখনও পর্যন্ত সেভাবে তাঁদের প্রচার শুরু হয়নি৷ এখন সবেমাত্র কর্মীরা দেয়াল লিখছেন, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন৷ এখন ঘুঁটি সাজানোর কাজ চলছে৷ এ দেখেই দিদিমণির হুঁশ উড়ে গেছে৷ আবোলতাবোল বকছেন৷ ভোট শেষ হতে হতে উনি পাগল হয়ে যাবেন৷ পঞ্চায়েত নির্বাচনে পুলিশ দিয়ে উনি জিতেছেন৷ এবার পুলিশকে নির্বাচন কমিশন বুঝে নেবে৷ আর গুণ্ডা-বদমাইশদের তাঁরা টাইট করবেন৷ এবার আর ফাঁকা মাঠে গোল করা যাবে না৷
         গতকাল সন্ধেয় মালদা শহরে ভোটকর্মীরা আওয়াজ তুলেছেন, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট নয়৷ শুধু মালদা নয়, রাজ্যের অন্যান্য জেলা থেকেও এই আওয়াজ উঠতে শুরু করেছে৷ এনিয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, "গতকাল আমি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ছিলাম৷ সেখানেও দেখেছি ভোটকর্মীরা ভয়ের মধ্যে রয়েছেন৷ কারণ, পঞ্চায়েত নির্বাচনের সময় রাজকুমার রায়কে হত্যা করা হয়েছিল৷ একজন ভোটকর্মী যদি এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ভোটগ্রহণ করতে যান, তবে কীভাবে ভোট হবে?" আর বীরভূমে অনুব্রতর শলাকা দাওয়াই! "অনুব্রতর জন্য দাওয়াই বীরভূমের লোকরা দিয়ে দেবে৷ বাকিটা দুধকুমার মণ্ডল দিয়ে দেবেন৷"
Conclusion:সুকান্ত মোড় থেকে দিলীপবাবু যান শহরের বৃন্দাবনি ময়দানে৷ প্রতিদিন সকালে সেখানে আরএসএস-এর শাখা বসে৷ আজ সেই যোগ ও প্রাণায়ামের আসরে অংশ নেন তিনি৷ মাঠ থেকে চলে যান গৌড় রোড মোড়ে৷ সেখান থেকে শহরের নেতাজি মোড় পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পদযাত্রা করেন তিনি৷
Last Updated : Apr 6, 2019, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.