কলকাতা, 17 মে : রবিবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের শালতোড়ার 1 নম্বর বুথে পুনর্নির্বাচন হবে । আজ নির্বাচন কমিশন তরফে এই খবর জানানো হয় ।
12 মে বাঁকুড়ায় ভোটগ্রহণ হয় । শালতোড়ার 1 নম্বর বুথে ছাপ্পা ভোটের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায় । বিষয়টি কমিশনের নজরে আসে । তারপর আজ পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন ।