ETV Bharat / elections

রাজীব কুমার আর রাজ্যে ফিরতে পারবেন না : রাহুল - Mamata Banerjee

রাহুল সিনহা
author img

By

Published : May 15, 2019, 9:39 PM IST

Updated : May 15, 2019, 10:08 PM IST

2019-05-15 21:04:12

কলকাতা, 15 মে : রাজ্যর স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার পর কালীঘাটে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । নির্বাচন কমিশন BJP-র মুখপাত্র হয়ে গেছে বলে দাবি করেন মমতা । পালটা সাংবাদিক বৈঠক করেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাহুল সিনহা ।

রাহুল সিনহার বক্তব্য : 

  • পুরো সিস্টেমকে তো ঠিক করতে হবে, তবে তো ভোট ঠিক হবে
  • নিজের বিদায় শঙ্খ ধ্বনি বাজিয়ে দিয়েছেন
  • মমতা হার স্বীকার করে নিয়েছেন
  • EVM থেকে শুধু পদ্মফুল বেরোবে, ঘাসফুল বেরোবে না
  • মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের উপনির্বাচন জিতত না
  • EVM-এ যদি কারচুপি হলে তিনটি রাজ্যে BJP-র সরকার চলে যেত না
  • রাজীব কুমারের জন্য টাকা পাচ্ছেন না মানুষ
  • আর কমিশন ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকবে ?
  • সাংবাদিক বৈঠকের সময় 17 তারিখের কর্মসূচি এগিয়ে আনবেন
  • তাই মমতা ভাবছেন, মোদি ও অমিত শাহ কমিশনের সঙ্গে সেরকম করবেন
  • উনি রাজীব কুমার ও স্বরাষ্ট্র সচিবকে যা বলেন, তাঁরা তাই করেন
  • কারণ নির্বাচন কমিশন সেটা প্রকাশ করেছে
  • এখন CCTV ফুটেজ প্রকাশ করতে হবে না
  • কেন CCTV ফুটেজ প্রকাশ করা হচ্ছে না?
  • কালকের ঘটনা নিয়ে তৃণমূল নাটক করছে
  • মানুষের রক্ত নিয়ে হোলি খেলছেন । আবার মুখে বড় বড় কথা বলছেন । ভোটে মানুষ মারা গেছে । অনেকে জখম হয়েছে । আর আপনি বড় বড় কথা বলছেন । আপনি বিরোধী নেত্রী থাকার সময় কথায় কথায় ফোর্স চাইতেন । আর এখন বিরোধিতা করছেন 
  • এতদিন রাজীব কুমারদের জন্য পুলিশ কাজ করতে পারত না । মাত্র তিন ঘণ্টার মধ্যে আমাকে অন্তত চারজন ফোন করে বলেছেন, তাঁদের চাপ কমে গেল । এবার নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন 
  • গুন্ডাদের কোথায় রেখেছেন, কোথায় কোথায় দুষ্কৃতীদের লুকিয়ে রেখেছেন । তাদের খুঁজে বের করতে হবে তো ? সেকারণেই কমিশন ভোটের সময় কমিয়ে দিয়েছেন 
  • মমতা ব্যানার্জি আজ আপনি যে মিছিল করেছেন তা করা যায় না । আপনি কমিশনকে অবমাননা করেছেন । আপনার আজকের মিছিল নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন 
  • ওখানে সমস্ত গুন্ডা-বদমায়েশকে কেন রেখেছিলেন?
  • এই সিদ্ধান্ত 9 টি কেন্দ্রের মানুষকে কিছুটা আশার আলো দেখাবে
  • প্রধানমন্ত্রীকে যে সব ভাষা বলছেন, অমিত শাহকে তুই করে বলছেন
  • আজকের কমিশনের সিদ্ধান্ত তৃণমূলকে পথে বসিয়েছে
  • কাল অমিত শাহর মিছিলের জন্য রাজীব কুমারের বদল হয়নি । আপনার স্বেচ্ছাতচারিতার জন্য হয়েছে
  • এটা কমিশনকে অবমাননার সামিল আর সেজন্যই এই বদল হয়েছে
  • কাল থেকে কমিশন রাশ না ধরলে আর রাশ ধরতে পারবে না
  • পঞ্চায়েতে যা গায়ের জোরি করেছেন, তা এখনও করবেন?
  • কমিশনকে অনুনয়-বিনয় করবেন না
  • আপনি কমিশন হয়ে গেছেন যে 17 তারিখের মিটিং 16 তারিখ করবেন?
  • মিছিলের 48 ঘণ্টা আগে অনুমতি নিতে হয়
  • এটা নির্বাচনী বিধিভঙ্গের সামিল
  • এটা বেআইনি মিছিল
  • আপনার কালকের মিছিলের নিষিদ্ধ মিছিল, কোনও অনুমতি ছিল না
  • আজকের মিছিল নিয়ে বড় বড় কথা বলছেন
  • সে কারণে সময় চাই, তাই এই সিদ্ধান্ত
  • 16 তারিখ রাত থেকে তৃণমূলের গুন্ডাদের খুঁজে করে করতে হবে
  • মমতা বলছেন, মোদির সভার জন্য কাল পর্যন্ত প্রচার করা হয়েছে
  • আর রাজ্যে ক্ষমতায় আসার পর আর কেন্দ্রীয় বাহিনী, পুলিশ চাই না
  • বিরোধী থাকার সময় কেন্দ্রীয় বাহিনী চাই করে মাথা করে দিয়েছেন 
  • পাপের শাস্তি পেয়েছেন অফিসাররা  
  • আজ মমতা বলছেন রাজীব কুমারের প্রতি অন্যায় হয়েছে । এত বিলাপ করছেন কেন ? 
  • রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হল । এবার আপনি কী করবেন ? আপনি প্রশংসা করছেন এত । তাই পুরস্কার পেয়েছেন । রাজীব কুমার আর রাজ্যে ফিরতে পারবেন না

2019-05-15 21:04:12

কলকাতা, 15 মে : রাজ্যর স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার পর কালীঘাটে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো । নির্বাচন কমিশন BJP-র মুখপাত্র হয়ে গেছে বলে দাবি করেন মমতা । পালটা সাংবাদিক বৈঠক করেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাহুল সিনহা ।

রাহুল সিনহার বক্তব্য : 

  • পুরো সিস্টেমকে তো ঠিক করতে হবে, তবে তো ভোট ঠিক হবে
  • নিজের বিদায় শঙ্খ ধ্বনি বাজিয়ে দিয়েছেন
  • মমতা হার স্বীকার করে নিয়েছেন
  • EVM থেকে শুধু পদ্মফুল বেরোবে, ঘাসফুল বেরোবে না
  • মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের উপনির্বাচন জিতত না
  • EVM-এ যদি কারচুপি হলে তিনটি রাজ্যে BJP-র সরকার চলে যেত না
  • রাজীব কুমারের জন্য টাকা পাচ্ছেন না মানুষ
  • আর কমিশন ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকবে ?
  • সাংবাদিক বৈঠকের সময় 17 তারিখের কর্মসূচি এগিয়ে আনবেন
  • তাই মমতা ভাবছেন, মোদি ও অমিত শাহ কমিশনের সঙ্গে সেরকম করবেন
  • উনি রাজীব কুমার ও স্বরাষ্ট্র সচিবকে যা বলেন, তাঁরা তাই করেন
  • কারণ নির্বাচন কমিশন সেটা প্রকাশ করেছে
  • এখন CCTV ফুটেজ প্রকাশ করতে হবে না
  • কেন CCTV ফুটেজ প্রকাশ করা হচ্ছে না?
  • কালকের ঘটনা নিয়ে তৃণমূল নাটক করছে
  • মানুষের রক্ত নিয়ে হোলি খেলছেন । আবার মুখে বড় বড় কথা বলছেন । ভোটে মানুষ মারা গেছে । অনেকে জখম হয়েছে । আর আপনি বড় বড় কথা বলছেন । আপনি বিরোধী নেত্রী থাকার সময় কথায় কথায় ফোর্স চাইতেন । আর এখন বিরোধিতা করছেন 
  • এতদিন রাজীব কুমারদের জন্য পুলিশ কাজ করতে পারত না । মাত্র তিন ঘণ্টার মধ্যে আমাকে অন্তত চারজন ফোন করে বলেছেন, তাঁদের চাপ কমে গেল । এবার নিরপেক্ষভাবে কাজ করতে পারবেন 
  • গুন্ডাদের কোথায় রেখেছেন, কোথায় কোথায় দুষ্কৃতীদের লুকিয়ে রেখেছেন । তাদের খুঁজে বের করতে হবে তো ? সেকারণেই কমিশন ভোটের সময় কমিয়ে দিয়েছেন 
  • মমতা ব্যানার্জি আজ আপনি যে মিছিল করেছেন তা করা যায় না । আপনি কমিশনকে অবমাননা করেছেন । আপনার আজকের মিছিল নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন 
  • ওখানে সমস্ত গুন্ডা-বদমায়েশকে কেন রেখেছিলেন?
  • এই সিদ্ধান্ত 9 টি কেন্দ্রের মানুষকে কিছুটা আশার আলো দেখাবে
  • প্রধানমন্ত্রীকে যে সব ভাষা বলছেন, অমিত শাহকে তুই করে বলছেন
  • আজকের কমিশনের সিদ্ধান্ত তৃণমূলকে পথে বসিয়েছে
  • কাল অমিত শাহর মিছিলের জন্য রাজীব কুমারের বদল হয়নি । আপনার স্বেচ্ছাতচারিতার জন্য হয়েছে
  • এটা কমিশনকে অবমাননার সামিল আর সেজন্যই এই বদল হয়েছে
  • কাল থেকে কমিশন রাশ না ধরলে আর রাশ ধরতে পারবে না
  • পঞ্চায়েতে যা গায়ের জোরি করেছেন, তা এখনও করবেন?
  • কমিশনকে অনুনয়-বিনয় করবেন না
  • আপনি কমিশন হয়ে গেছেন যে 17 তারিখের মিটিং 16 তারিখ করবেন?
  • মিছিলের 48 ঘণ্টা আগে অনুমতি নিতে হয়
  • এটা নির্বাচনী বিধিভঙ্গের সামিল
  • এটা বেআইনি মিছিল
  • আপনার কালকের মিছিলের নিষিদ্ধ মিছিল, কোনও অনুমতি ছিল না
  • আজকের মিছিল নিয়ে বড় বড় কথা বলছেন
  • সে কারণে সময় চাই, তাই এই সিদ্ধান্ত
  • 16 তারিখ রাত থেকে তৃণমূলের গুন্ডাদের খুঁজে করে করতে হবে
  • মমতা বলছেন, মোদির সভার জন্য কাল পর্যন্ত প্রচার করা হয়েছে
  • আর রাজ্যে ক্ষমতায় আসার পর আর কেন্দ্রীয় বাহিনী, পুলিশ চাই না
  • বিরোধী থাকার সময় কেন্দ্রীয় বাহিনী চাই করে মাথা করে দিয়েছেন 
  • পাপের শাস্তি পেয়েছেন অফিসাররা  
  • আজ মমতা বলছেন রাজীব কুমারের প্রতি অন্যায় হয়েছে । এত বিলাপ করছেন কেন ? 
  • রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হল । এবার আপনি কী করবেন ? আপনি প্রশংসা করছেন এত । তাই পুরস্কার পেয়েছেন । রাজীব কুমার আর রাজ্যে ফিরতে পারবেন না

Indore (Madhya Pradesh), May 12 (ANI): Amid the Lok Sabha elections, while addressing a public meeting in Madhya Pradesh's Indore today, Prime Minister Narendra Modi said, "I am thankful to both Madhya Pradesh and Indore. You have made one of my initiatives a great success. If the initiative of 'Swachh Bharat Mission' has reached to the common man, it is because of my brothers and sisters from Indore."
Last Updated : May 15, 2019, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.