আলিপুরদুয়ার, 11 এপ্রিল : প্রথম দফার লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। রাজ্যের দুটি লোকসভাকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের কুমারগ্রামের সংকোশ বনবস্তির বুথে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।
একদিকে বাংলা-অসম সীমান্ত ও অন্যদিকে ভারত- ভুটান সীমান্ত। মাঝে পাহাড়ের কোলে কুমারগ্রামে অবস্থিত সংকোশ বনবস্তি। জঙ্গলের মাঝখান দিয়ে দীর্ঘপথ পেরিয়ে যেতে হয় এই গ্রামে। আগে এখানে ছিল কামতাপুর লিবারেশন অর্গানাইজ়েশন (KLO)-এর শক্ত ঘাঁটি। একদিন যেখানে কথায় কথায় গুলি চালাত KLO এর জঙ্গিরা। তাদের সন্ত্রাসে মানুষ সবসময় ভয়ে থাকত। আজ সেখানেই আধা সামরিক বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ। সেখানে এখনও পর্যন্ত কোনও গন্ডগোলের খবর নেই।
সংকোশ বনবস্তির ভোটগ্রহণ কেন্দ্র থেকেই এক ভোটার বলেন, "এখন পরিবেশ শান্তিপূর্ণই আছে। কোনও দাঙ্গা হয়নি এখনও পর্যন্ত। পঞ্চায়েত ভোটে যেরকম হত, সেরকম কোনও কিছু দেখতে পাচ্ছি না। আগে যখন KLO-র প্রভাব ছিল এই এলাকায়, তার থেকে এখন পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। আশা ভোট শেষ হওয়া পর্যন্ত পরিবেশ শান্তই থাকবে।"