দিল্লি, 20 মে : বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা সামনে আসার পর থেকেই বাংলার BJP-র অন্দরে উচ্ছ্বাসের হাওয়া বইছে । তার রেশ ছড়িয়েছে দিল্লিতেও । BJP নেতাদের দাবি, রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিয়েছেন । এনিয়ে আজ একধাপ এগিয়ে BJP নেতা মনোজ তিওয়ারি বলেন, "মমতা দিদি এখন মমতা দাদাগিরি হয়েছেন ।"
একটি সংবাদসংস্থাকে উত্তর-পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে বিশ্বাস করতে পারেন না । ভোটের সময় তিনি আমাদের দলের কর্মীদের উপর হামলা চালিয়েছেন । মানুষকে ভোট দিতে দেননি । "
বুথ ফেরত সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে গতকাল প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এনিয়ে মমতাকে কটাক্ষ করে মনোজ বলেন, "তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যদি বাংলার মানুষকে বিশ্বাস করতে না পারেন, তাহলে তিনি কী ভাবে এগজ়িট পোল বিশ্বাস করবেন ? " পাশাপাশি তাঁর দাবি, "এগজ়িট পোলে আমরা 17টি আসন দেখেছি । আমার বিশ্বাস, আমরা 20টির বেশি আসন পাব । "