কলকাতা ও ডোমকল, 4 মে : ভোটের দিন ডোমকলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের স্বামী । আজ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হল । মৃতের নাম তোজাম্মেল আনসারি । এর ফলে তৃতীয় দফার নির্বাচনে মুর্শিদাবাদে দু'জনের প্রাণহানির ঘটনা ঘটল ।
23 এপ্রিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ ছিল । ভোটের দিন সকালে ডোমকল 10 নম্বর ওয়ার্ডে বুথ দখলের খবর পাওয়া যায় । সেই খবর পেয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ডোমকল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তোজাম্মেল । পরিবারের দাবি, বাড়ির বাইরে বেরোতেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে একদল দুষ্কৃতী । তার জেরে গুরুতর জখম হন তোজাম্মেল । তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । অবস্থার অবনতি হওয়ায় রাতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । 11 দিন পর আজ তাঁর মৃত্যু হয় ।
তোজাম্মেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ডোমকলে উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে ।