ETV Bharat / elections

ভোটে দুষ্কৃতীদের হাতে জখম তৃণমূল কাউন্সিলরের স্বামীর মৃত্যু - Lok Sabha Election

এই নিয়ে তৃতীয় দফার নির্বাচনে মুর্শিদাবাদে দু'জনের প্রাণহানির ঘটনা ঘটল ।

মৃত
author img

By

Published : May 4, 2019, 6:16 PM IST

কলকাতা ও ডোমকল, 4 মে : ভোটের দিন ডোমকলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের স্বামী । আজ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হল । মৃতের নাম তোজাম্মেল আনসারি । এর ফলে তৃতীয় দফার নির্বাচনে মুর্শিদাবাদে দু'জনের প্রাণহানির ঘটনা ঘটল ।

23 এপ্রিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ ছিল । ভোটের দিন সকালে ডোমকল 10 নম্বর ওয়ার্ডে বুথ দখলের খবর পাওয়া যায় । সেই খবর পেয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ডোমকল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তোজাম্মেল । পরিবারের দাবি, বাড়ির বাইরে বেরোতেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে একদল দুষ্কৃতী । তার জেরে গুরুতর জখম হন তোজাম্মেল । তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । অবস্থার অবনতি হওয়ায় রাতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । 11 দিন পর আজ তাঁর মৃত্যু হয় ।

তোজাম্মেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ডোমকলে উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে ।

কলকাতা ও ডোমকল, 4 মে : ভোটের দিন ডোমকলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের স্বামী । আজ কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হল । মৃতের নাম তোজাম্মেল আনসারি । এর ফলে তৃতীয় দফার নির্বাচনে মুর্শিদাবাদে দু'জনের প্রাণহানির ঘটনা ঘটল ।

23 এপ্রিল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ ছিল । ভোটের দিন সকালে ডোমকল 10 নম্বর ওয়ার্ডে বুথ দখলের খবর পাওয়া যায় । সেই খবর পেয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ডোমকল পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তোজাম্মেল । পরিবারের দাবি, বাড়ির বাইরে বেরোতেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে একদল দুষ্কৃতী । তার জেরে গুরুতর জখম হন তোজাম্মেল । তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় । অবস্থার অবনতি হওয়ায় রাতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । 11 দিন পর আজ তাঁর মৃত্যু হয় ।

তোজাম্মেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ডোমকলে উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে ।

Intro:বেলডাঙ্গা- বহরমপুরের চার বারের সংসদ অধিরকে কড়া ভাষায় বেলডাঙ্গা র সভা থেকে আক্রমন করলেন মমতা ব্যানার্জি । মমতা ব্যানার্জি বলেন, আমাকে বেশি ঘাঁটিয়ে লাভ নেই ।জোড়া খুন থেকে শুরু করে সব জানি।প্যান্ডরা বক্স খুলতে বলবেন না । সকালে বিজেপি, দুপুরে কংগ্রেস আর রাতে সিপিএম করেন ।এত বড় যদি নেতা তবে সিপিএমের হাত ধরেছে কেন ? প্রণব মুখার্জির পাসঙ্গ টেনে আরএসএসের সঙ্গে অধীর যোগেরও উল্লেখ করেন ।


Body:বহরমপুর লোকসভা এবার টিএমসি কাছে পাখির চোখ অধীর চেহারাতেই মরিয়া তৃণমূল কংগ্রেস। সোমবার বেলডাঙ্গার স্কুল মাঠের নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী আরো স্পষ্ট করে দিলেন। তিনি বলেন 42 এ 42 চাই তার জন্য বহরমপুরও চাই ,জঙ্গিপুর মুর্শিদাবাদ চাই ।নির্বাচনী সভা থেকে মমতা ব্যানার্জি বলেন উনি সকালে বিজেপি করেন দুপুরে কংগ্রেস আর রাতে সিপিএম করেন।আমাকে বেশি ঘাটিয়ে লাভ নেই ।একবার আয়নার সামনে নিজেকে দাঁড় করান । জোড়া মার্ডার থেকে শুরু করে সব জানি । আমার প্যানডোরা বক্স প্লিজ খুলতে বলবেন না প্লিজ। মুর্শিদাবাদ আমার হাতের মুঠোর মধ্যে আছে। একই সঙ্গে তিনি বলেন আরএসএস কংগ্রেসের হয়ে কাজ করছে । প্রণব মুখার্জি আরএসএসের অফিসে গিয়েছিলেন। জঙ্গিপুর আর বহরমপুরে আরএসএস কংগ্রেসের হয়ে কাজ করছে। জেনে রাখুন এটা সত্যি সত্যি সত্যি। বাম আর রাম আর মাঝে ঢুকেছে শ্যাম। দুই পাশে দুই কলাগাছ মধ্যিখানে অধিরাজ ।খুব মজায় আছে । এই তৃণমূল কংগ্রেসকে অ্যারেস্ট করুন। এই এসপি কে বদলান । ডি এম কে বদলান । ওকে ওই কেস দিন। আবদার। তোমার বিরুদ্ধে কত কেস আছে বাবু । আমরা ভদ্র তাই কিছু করি না । তুমি যে জঘন্য রাজনীতি করো কত অত্যাচার করেছো । কেউ মুখ ফুটে কথা বলতে পারে না। একদিন বলবে । অনেক মা কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে । এত বড় তোমার ক্ষমতা । এত ক্ষমতা তাহলে সিপিএমের সঙ্গে কেন আঁতাত করেছিলে। ওরা সিপিএমের সঙ্গে আঁতাত করেছিল তাই আমরা কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলাম । তৃণমূল না করলে সিপিএমকে বাংলা থেকে সরানো যেত না।


Conclusion:বেলডাঙাই 40 মিনিটের ভাষণে আগাগোড়া অধীর চৌধুরী ও নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। মমতা ব্যানার্জি মানুষের কাছে অপূর্ব সরকার এর হয়ে ভোট কেন । বলেন অপূর্ব জিতলে বহরমপুরের জন্য যা চাইবেন তাই দেব।। বেলা আড়াইটা নাগাদ মুর্শিদাবাদ কেন্দ্রের ভগবানগোলা দিকে পরবর্তী সভার জন্য উড়ে যান।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.