ETV Bharat / elections

তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে রাহুলকে ঘিরে "গো ব্যাক" স্লোগান - Lok Sabha Election

সকালের পর ফের বিকেলে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাহুল সিনহা ।

রাহুল সিনহা
author img

By

Published : May 19, 2019, 4:47 PM IST

Updated : May 19, 2019, 5:34 PM IST

কলকাতা, 19 মে : সকালে পার্ক সার্কাসে । দুপুরে মসজিদবাড়ি । ফের তৃণমূল কংগ্রেস কর্মীদের গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন রাহুল সিনহা । শতাধিক লোক তাঁর গাড়ি ঘিরে ধরে । এলাকায় উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কেন্দ্রীয় বাহিনী ।

আজ দুপুরে মসজিদবাড়ি এলাকায় একটি বুথ পরিদর্শনে যান কলকাতা উত্তরের BJP প্রার্থী । সেই সময় স্থানীয় কাউন্সিলর সুনন্দা সরকারের নেতৃত্বে রাহুলকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা । রাহুলের গাড়ি ঘিরে ধরে তারা । এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কেন্দ্রীয় বাহিনী । তাদের উপস্থিতিতে এলাকা ছাড়েন রাহুল ।

দেখুন ভিডিয়ো

এর আগে, আজ সকালে পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে আম্বেদকর বিদ্যালয়ের সামনে যান রাহুল । সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ । দেওয়া হয় গো ব্যাক স্লোগান ।

কলকাতা, 19 মে : সকালে পার্ক সার্কাসে । দুপুরে মসজিদবাড়ি । ফের তৃণমূল কংগ্রেস কর্মীদের গো ব্যাক স্লোগানের মুখে পড়লেন রাহুল সিনহা । শতাধিক লোক তাঁর গাড়ি ঘিরে ধরে । এলাকায় উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় কেন্দ্রীয় বাহিনী ।

আজ দুপুরে মসজিদবাড়ি এলাকায় একটি বুথ পরিদর্শনে যান কলকাতা উত্তরের BJP প্রার্থী । সেই সময় স্থানীয় কাউন্সিলর সুনন্দা সরকারের নেতৃত্বে রাহুলকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরা । রাহুলের গাড়ি ঘিরে ধরে তারা । এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কেন্দ্রীয় বাহিনী । তাদের উপস্থিতিতে এলাকা ছাড়েন রাহুল ।

দেখুন ভিডিয়ো

এর আগে, আজ সকালে পার্ক সার্কাস 4 নম্বর ব্রিজের কাছে আম্বেদকর বিদ্যালয়ের সামনে যান রাহুল । সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে ইট ছোড়ে বলে অভিযোগ । দেওয়া হয় গো ব্যাক স্লোগান ।

Intro:ছবি Body:ছবিConclusion:
Last Updated : May 19, 2019, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.