ETV Bharat / elections

বারাবনি-পাণ্ডবেশ্বরের সব বুথে চাই পুনর্নির্বাচন : বাবুল - BJP

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় খুশি নন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় ।

বাবুল সুপ্রিয়
author img

By

Published : Apr 29, 2019, 5:35 PM IST

Updated : Apr 29, 2019, 6:27 PM IST

আসানসোল, 29 এপ্রিল : "কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় আমি হতাশ । কেন্দ্রীয় বাহিনী তাদের কাজ ঠিকভাবে করেননি ।" আজ একথা বললেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় ।

তিনি বলেন, "গণতন্ত্রকে বাঁচাতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নজরকাড়া ছিল না । যা আশা করেছিলাম কেন্দ্রীয় বাহিনী তার থেকে খারাপ কাজ করেছে । সিস্টেমেই গলদ রয়েছে । রাজ্য সরকারের উপর কেন্দ্রীয় বাহিনীর থাকা খাওয়ার দায়িত্ব থাকে । কিন্তু রাজ্য সরকার সেই দায়িত্ব ক্লাব, বিধায়ক ও পার্টির উপর ছেড়ে দিয়েছে । তৃণমূলের ক্যাম্পে কেন্দ্রীয় বাহিনী খাওয়া দাওয়া করেছে । বহু সাংবাদিকদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে । একজন মহিলার প্ররোচনায় এইসব ঘটনা ঘটছে । বাংলার পিসি এখন PC (পুলিশ কমিশনার)-দের ভোটের বিষয়ে সামলাচ্ছেন । পুনর্নির্বাচন চাইব । বারাবনি এবং পাণ্ডবেশ্বরের সকল বুথেই পুর্নির্বাচন চাইছি । ওরা ছাপ্পা ভোট মেরেছে । তবুও মনে হয় জিতব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বাবুল সুপ্রিয় আসানসোলের একাধিক বুথে গিয়ে ভোট কেমন হচ্ছে দেখলেন । কিন্তু তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে আজ এলাকায় দেখা যায়নি । এই প্রসঙ্গে তিনি বলেন, "তাঁকে যদি বেড টি দেরি করে দেওয়া হয় তাহলে তিনি ঘুম থেকে কীভাবে উঠবেন ? মুনমুন সেনকে বদনাম করবেন না । তিনি নিজের জন্য ভোট চাননি। তাঁর মায়ের আত্মার শান্তির জন্য আসানসোলে ভোট চেয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলবেন মুনমুনকে হোটেলে বেড টি দেরি করে দেওয়ার ঘটনায় BJP-র হাত রয়েছে !"

আসানসোল, 29 এপ্রিল : "কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় আমি হতাশ । কেন্দ্রীয় বাহিনী তাদের কাজ ঠিকভাবে করেননি ।" আজ একথা বললেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় ।

তিনি বলেন, "গণতন্ত্রকে বাঁচাতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নজরকাড়া ছিল না । যা আশা করেছিলাম কেন্দ্রীয় বাহিনী তার থেকে খারাপ কাজ করেছে । সিস্টেমেই গলদ রয়েছে । রাজ্য সরকারের উপর কেন্দ্রীয় বাহিনীর থাকা খাওয়ার দায়িত্ব থাকে । কিন্তু রাজ্য সরকার সেই দায়িত্ব ক্লাব, বিধায়ক ও পার্টির উপর ছেড়ে দিয়েছে । তৃণমূলের ক্যাম্পে কেন্দ্রীয় বাহিনী খাওয়া দাওয়া করেছে । বহু সাংবাদিকদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে । একজন মহিলার প্ররোচনায় এইসব ঘটনা ঘটছে । বাংলার পিসি এখন PC (পুলিশ কমিশনার)-দের ভোটের বিষয়ে সামলাচ্ছেন । পুনর্নির্বাচন চাইব । বারাবনি এবং পাণ্ডবেশ্বরের সকল বুথেই পুর্নির্বাচন চাইছি । ওরা ছাপ্পা ভোট মেরেছে । তবুও মনে হয় জিতব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বাবুল সুপ্রিয় আসানসোলের একাধিক বুথে গিয়ে ভোট কেমন হচ্ছে দেখলেন । কিন্তু তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে আজ এলাকায় দেখা যায়নি । এই প্রসঙ্গে তিনি বলেন, "তাঁকে যদি বেড টি দেরি করে দেওয়া হয় তাহলে তিনি ঘুম থেকে কীভাবে উঠবেন ? মুনমুন সেনকে বদনাম করবেন না । তিনি নিজের জন্য ভোট চাননি। তাঁর মায়ের আত্মার শান্তির জন্য আসানসোলে ভোট চেয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলবেন মুনমুনকে হোটেলে বেড টি দেরি করে দেওয়ার ঘটনায় BJP-র হাত রয়েছে !"

Last Updated : Apr 29, 2019, 6:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.