ETV Bharat / elections

গাড়িতে উদ্ধার লাখ টাকা, ভারতীর বিরুদ্ধে মামলা দায়ের - Election Commission asks for report on Bharati Ghosh

নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থীর কাছে নথি ছাড়া 50 হাজার টাকার বেশি থাকতে পারে না । ভারতীর কাছে কত টাকা তা খতিয়ে দেখা হচ্ছে ।

নির্বাচন কমিশন
author img

By

Published : May 10, 2019, 3:33 PM IST

Updated : May 10, 2019, 9:04 PM IST

কলকাতা, 10 মে : ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষের গাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন । দ্রুত সেই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে । সেইসঙ্গে ভারতী ঘোষের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে জেলা পুলিশ ।

গতরাতে পিংলা থেকে প্রচার সেরে ফেরার সময় ভারতী ঘোষের গাড়িতে তল্লাশি চালায় পুলিশ । 1 লাখ 13 হাজার টাকা উদ্ধার করা হয় । তৃণমূলের অভিযোগ, ভোটারদের টাকা বিলোচ্ছেন ভারতী ঘোষ । রাস্তা অবরোধ করে তারা । পুলিশকে খবর দেওয়া হয় । গাড়িতে ভারতীসহ চারজন ছিলেন । পুলিশ গাড়িটি আটকে 1 লাখ 13 হাজার টাকা বাজেয়াপ্ত করে । যদিও ভারতী ঘোষ বলেন, "আমার কাছে 50 হাজার টাকা ছিল । আমার কনভেনরের কাছে কিছু টাকা ছিল । গাড়ি চালকের কাছে কিছু টাকা ছিল । সব টাকা এক সঙ্গে করে ওরা বাজেয়াপ্ত করেছে । চারজনের কাছে সব মিলিয়ে 1 লাখ 13 হাজার টাকা থাকতে পারে না ? আমাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে ।"

বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয় । তারপরই পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে কমিশন । বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে । নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থীর কাছে নথি ছাড়া 50 হাজার টাকার বেশি থাকতে পারে না । ভারতীর কাছে কত টাকা তা খতিয়ে দেখা হচ্ছে ।

কলকাতা, 10 মে : ঘাটাল লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ভারতী ঘোষের গাড়িতে টাকা উদ্ধারের ঘটনায় পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন । দ্রুত সেই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে । সেইসঙ্গে ভারতী ঘোষের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে জেলা পুলিশ ।

গতরাতে পিংলা থেকে প্রচার সেরে ফেরার সময় ভারতী ঘোষের গাড়িতে তল্লাশি চালায় পুলিশ । 1 লাখ 13 হাজার টাকা উদ্ধার করা হয় । তৃণমূলের অভিযোগ, ভোটারদের টাকা বিলোচ্ছেন ভারতী ঘোষ । রাস্তা অবরোধ করে তারা । পুলিশকে খবর দেওয়া হয় । গাড়িতে ভারতীসহ চারজন ছিলেন । পুলিশ গাড়িটি আটকে 1 লাখ 13 হাজার টাকা বাজেয়াপ্ত করে । যদিও ভারতী ঘোষ বলেন, "আমার কাছে 50 হাজার টাকা ছিল । আমার কনভেনরের কাছে কিছু টাকা ছিল । গাড়ি চালকের কাছে কিছু টাকা ছিল । সব টাকা এক সঙ্গে করে ওরা বাজেয়াপ্ত করেছে । চারজনের কাছে সব মিলিয়ে 1 লাখ 13 হাজার টাকা থাকতে পারে না ? আমাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে ।"

বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনা হয় । তারপরই পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে কমিশন । বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে । নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থীর কাছে নথি ছাড়া 50 হাজার টাকার বেশি থাকতে পারে না । ভারতীর কাছে কত টাকা তা খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:কলকাতা, ১০ মে: দাবি ছিল বিরোধী দলগুলির। সক্রিয় হয়েছিলেন বিবেক দুবে। তাঁর জেরে রেকর্ড ৭৭০ কম্পানি বাহিনী পাওয়া গেছে ষষ্ঠ দফার জন্য। তবে ১০০ শতাংশ বুথেই বাহিনী মোতায়েন হবে কি না তা নিয়ে সংশয় ছিল। সরকারি ভাবে কমিশনের তরফে এ বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়নি। কিন্তু আজ অজয় নায়েক জানিয়ে দিলেন, পাওয়া গেছে পর্যাপ্ত ফোর্স। ১০০ শতাংশ বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।

Body:প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, বাঁকুড়া জেলায় ১৩১ কম্পানি, ঝাড়গ্রামে ১১৪ কম্পানি, পশ্চিম মেদিনীপুরে ১৫৮ কম্পানি, পূর্ব বর্ধমান (পার্ট) ৯ কম্পানি, পূর্ব মেদিনীপুরের ১৭২ কম্পানি, পুরুলিয়ায় ৯৯ কম্পানি রেখে হবে ভোট। তার সঙ্গে ১৫, ০৬৩ রাজ্য সশস্ত্র পুলিশ থাকবে। পুরো বিষয়টি দেখভাল করবেন ৪১৭ জন ইন্সপেক্টর। কিন্তু পরে সেই প্ল্যান বদলে যায়। চূড়ান্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনা আজ ঠিক হতে পারে বলে খবর।Conclusion:100% বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মঙ্গলবার রাত থেকে মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তরের সামনে ধরণায় বসে একটি বিজেপির প্রতিনিধি দল। ধরণায় রয়েছেন বিষ্ণুপুরের বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ, শঙ্কুদেব পান্ডা সহ আরো কয়েকজন। গতকাল দুপুরে মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করেন তারা। দাবি জানান, বিষ্ণুপুর সহ সব কটি লোকসভা কেন্দ্রে 100% কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের। একই সঙ্গে শঙ্কুদেব পান্ডার দাবি, বলা হচ্ছে 100% বুথে থাকবে বাহিনী। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা 60-65 শতাংশে গিয়ে ঠেকছে। বলেন, “ আমরা 100% বুথে এফেক্টিভ কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাচ্ছি।"

আজ অজয় নায়েক বলেন, “ পর্যাপ্ত বাহিনী পাওয়া গেছে। ১০০ শতাংশ বুথেই থাকবে বাহিনী।"
Last Updated : May 10, 2019, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.