ETV Bharat / elections

তিন তালাক নিয়ে স্ববিরোধী মন্তব্য নুসরতের - tin talaq

তিন তালাক নিয়ে স্ববিরোধী মন্তব্য বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের। গতকাল সন্দেশখালির সুন্দরবনের ছোটো কলাগাছি নদী এলাকায় প্রচারে যান। জিপে রোড শোও করেন।

প্রচারে নুসরত জাহান
author img

By

Published : Apr 12, 2019, 5:19 AM IST

Updated : Apr 12, 2019, 6:46 AM IST

বসিরহাট, 12 এপ্রিল : তিন তালাক নিয়ে স্ববিরোধী বক্তব্য বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের। গতকাল ভোটপ্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তিন তালাকের দু'টি ভাগ আছে। আমার দল যেটুকু সমর্থন করে, আমি সেটুকু সমর্থন করি। বাকিটা করি না।" সন্দেশখালির সুন্দরবনের ছোটো কলাগাছি নদীতে প্রচার করেন তিনি। সঙ্গে কোরাকাটি রাস্তায় খোলা জিপে রোড শোও করেন। পরে সন্দেশখালি, বড় সেহারা ও ন্যাজাটে সভা করেন। কয়েকদিন আগেই এক সংবাদমাধ্যমে নুসরত জানিয়েছিলেন, তিন তালাক বিলকে তিনি সমর্থন করেন।

গতকালের নুসরতের প্রচার কর্মসূচিতে ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, বিধায়ক সুকুমার মাহাত, সাজান শেখ-সহ স্থানীয় নেতা-কর্মীরা। প্রার্থী নিজেই এই জনসভা থেকে একটি মোবাইল নম্বর দেন। বলেন, "২৪ ঘণ্টা নম্বরটা খোলা থাকবে আপনাদের জন্য। আপনাদের সুবিধা-অসুবিধা সব কিছু আমাকে জানাতে পারবেন। দ্রুত ব্যবস্থা নেব সুন্দরবন মানুষের জন্য। কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো দ্রুত শেষ হবে। যেহেতু নির্বাচনী বিধিনিষেধ রয়েছে। তাই, এখন বেশি কিছু বলব না।"

পাশাপাশি তিনি আরও বলেন, "সুন্দরবনে অনেক উন্নয়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উন্নয়নকে আরও বেশি অগ্রগতি দিতে মানুষের সুবিধা ও অসুবিধায় তৃণমূল দল আপনাদের পাশে আছে। সুন্দরবনের মানুষ যেন আরও বেশি করে দু'টাকা কেজি চাল ছাড়া আমার বাড়ি প্রকল্পে ঘর, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান তা দেখা হবে। আরও নতুন কী কী প্রকল্প গ্রহণ করা যায়, সেটাও নজর রাখছেন আমাদের দলনেত্রী।"

বসিরহাট, 12 এপ্রিল : তিন তালাক নিয়ে স্ববিরোধী বক্তব্য বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানের। গতকাল ভোটপ্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তিন তালাকের দু'টি ভাগ আছে। আমার দল যেটুকু সমর্থন করে, আমি সেটুকু সমর্থন করি। বাকিটা করি না।" সন্দেশখালির সুন্দরবনের ছোটো কলাগাছি নদীতে প্রচার করেন তিনি। সঙ্গে কোরাকাটি রাস্তায় খোলা জিপে রোড শোও করেন। পরে সন্দেশখালি, বড় সেহারা ও ন্যাজাটে সভা করেন। কয়েকদিন আগেই এক সংবাদমাধ্যমে নুসরত জানিয়েছিলেন, তিন তালাক বিলকে তিনি সমর্থন করেন।

গতকালের নুসরতের প্রচার কর্মসূচিতে ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, বিধায়ক সুকুমার মাহাত, সাজান শেখ-সহ স্থানীয় নেতা-কর্মীরা। প্রার্থী নিজেই এই জনসভা থেকে একটি মোবাইল নম্বর দেন। বলেন, "২৪ ঘণ্টা নম্বরটা খোলা থাকবে আপনাদের জন্য। আপনাদের সুবিধা-অসুবিধা সব কিছু আমাকে জানাতে পারবেন। দ্রুত ব্যবস্থা নেব সুন্দরবন মানুষের জন্য। কিছু কাজ বাকি আছে। সেই কাজগুলো দ্রুত শেষ হবে। যেহেতু নির্বাচনী বিধিনিষেধ রয়েছে। তাই, এখন বেশি কিছু বলব না।"

পাশাপাশি তিনি আরও বলেন, "সুন্দরবনে অনেক উন্নয়ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উন্নয়নকে আরও বেশি অগ্রগতি দিতে মানুষের সুবিধা ও অসুবিধায় তৃণমূল দল আপনাদের পাশে আছে। সুন্দরবনের মানুষ যেন আরও বেশি করে দু'টাকা কেজি চাল ছাড়া আমার বাড়ি প্রকল্পে ঘর, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পান তা দেখা হবে। আরও নতুন কী কী প্রকল্প গ্রহণ করা যায়, সেটাও নজর রাখছেন আমাদের দলনেত্রী।"

Intro:সৌগত রায়ের সমর্থনে বিরাটি তে মিছিলের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিলে কয়েক হাজার মহিলা কর্মীরা মিছিলে পা মেলায়। মিছিলে নেতৃত্ব দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।


Body:তিনি বলেন দমদম থেকে সৌগত রায়ের জয় নিশ্চিত। মহিলা পুরুষ বয়স নির্বিশেষে সৌগত রায়ের সমর্থনে নেমেছে। বিরাটি পাঠান পুর মোড় থেকে মহাজাতি অব্দি প্রায় দুই কিলোমিটার মিছিলে পা মেলান কয়েক হাজার মহিলা ও পুরুষ। মহাজাতি মাঠে এদিন মিছিল শেষে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয় সেই সভায় বক্তব্য রাখেন চন্দ্রিমা ভট্টাচার্য সৌগত রায় প্রমূখ।


Conclusion:গতকাল দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য এর উপর হামলা করা হয়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওই মিছিলে হামলা চালায় । এ বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্য কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন গতকাল আমি অযোধ্যায় ছিলাম সেখানেই খবর পেয়েছি খোঁজ নিয়ে দেখছি।
Last Updated : Apr 12, 2019, 6:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.