কলকাতা, 12 মে : "শাসকদলের হয়ে এই ভোট করানো হল । পুরো ইলেকশন মেশিনারি শাসকদলকে সাহায্য করছে । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দেখালেন, তিনি শাসকদলের কাছে সবকিছু সঁপে দিয়েছেন । " আজ এই অভিযোগ করলেন CPI(M) নেতা রবীন ঘোষ ।
আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসেন তিনি । সেখান থেকে বেরিয়ে রবীনবাবু বলেন, "শুভেন্দু অধিকারী নিজে 151 ও 152 নম্বর বুথে ঢুকে গেলেন । নিজের দলের পোলিং এজেন্ট সহ সবাইকে বের করে দিয়ে নিজের দু'জনকে বসিয়ে দিলেন । আর তৃণমূলের হয়ে কাজ করতে বললেন । 145 ও 146 নম্বর বুথে তালা লাগিয়ে দিয়েছেন । মন্ত্রী তিনটে গাড়ি নিয়ে বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন । আর ছাপ্পার ব্যবস্থা করছেন । পঞ্চায়েত ও পৌরসভার ভোটের মতো নির্লজ্জভাবে ভোট লুট করা হচ্ছে । " শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেন, "অধিকারীদের এমন অবস্থা যে মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা ও বীরভূম থেকে লোক এনে ভোট করাতে হচ্ছে । "
রবীনবাবুর বক্তব্য, "নন্দীগ্রামে ভোট লুট হচ্ছে । আমাদের প্রার্থী গেলেই পুলিশ তৎপর হচ্ছে । তারপরই নিরাপত্তা শিথিল হয়ে যাচ্ছে । DM, SP-কে বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । " তমলুক লোকসভা কেন্দ্রের হলদিয়া ও নন্দীগ্রাম বিধানসভায় নির্বাচন বাতিলের দাবি তোলেন রবীনবাবু ।
কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তিনি । বলেন, কমিশনের কাছে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি । রবীনবাবুর কথায়, "আমরা জিজ্ঞাসা করলাম, এটা প্রহসন না ভোট ? নির্বাচন কমিশন ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্র ও বাঁকুড়ার বেশ কয়েকটি বুথে মানি ও মাসল পাওয়ারের কাছে যেভাবে আত্মসমর্পণ করেছে তা নজিরবিহীন । কোনও কথা শুনছে না । রাজ্যের বিশেষ পর্যবেক্ষককে ফোন করলে তিনি বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে কথা বলতে বলছেন । তমলুক ও কাঁথির দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের সকালে ফোন করলাম । বারবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেননি । "