কলকাতা, 19 মে : ভোট গণতন্ত্রের উৎসব । আর এত বড় দেশের নির্বাচনী প্রক্রিয়া কীভাবে হয়, তা দেখতে একাধিকবার বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিদল এসেছে । কলকাতায় কীভাবে ভোট হচ্ছে তা আজ ঘুরে দেখল বাংলাদেশ হাই-কমিশনারের একটি প্রতিনিধি দল ।
আজ সপ্তম দফার নির্বাচনে রাজ্যের 9টি আসনে ভোটগ্রহণ চলছে । কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে একাধিক বুথ ঘুরে দেখে প্রতিনিধি দলটি । কীভাবে ভোট প্রক্রিয়া চলছে, তা দেখে ।
পরে বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনারের কাউন্সিলর জামাল হোসেন বলেন, "খুব ভালো লেগেছে । আমি এতক্ষণ যতগুলি পোলিং স্টেশন দেখলাম, প্রতিটি জায়গায় মানুষ শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন । এখানের নির্বাচনী প্রক্রিয়া খুব ভালো লেগেছে । ভারত যে পৃথিবীর শ্রেষ্ঠ গণতন্ত্র, তা নির্বাচনী প্রক্রিয়া দেখে বোঝা যাচ্ছে ।"
বাংলাদেশেও কি এই ভোট প্রক্রিয়া কাজে লাগানো হবে ? সে প্রসঙ্গে ডেপুটি হাই-কমিশনারের কাউন্সিলর বলেন, "কাজে লাগানোর সুযোগ রয়েছে । গত ডিসেম্বরে বাংলাদেশেও শান্তিপূর্ণ ভোট হয়েছিল । উভয় দেশের জন্যই সুযোগ রয়েছে । দু'দেশ অপর দেশের ভালো দিকগুলি কাজে লাগাতে পারে ।"