ETV Bharat / elections

"আমি অর্জুন, লক্ষ্যভেদ করবই" - election

আজ মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন ব্যারাকপুর কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং। সেখানে তিনি বলেন, "২৩ মে দেখে নেবেন রাজনৈতিক মহাভারতের রেজ়াল্ট। BJP এই রাজ্যে ৩০টির বেশি আসন পাবে।"

অর্জুন
author img

By

Published : Apr 17, 2019, 4:46 PM IST

বারাসত, 17 এপ্রিল : "আমি অর্জুন। লক্ষ্যভেদ করবই।" আজ মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন ব্যারাকপুর কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং। তিনি আরও বলেন, "২৩ মে দেখে নেবেন রাজনৈতিক মহাভারতের রেজ়াল্ট।" এত আত্মবিশ্বাস কোথা থেকে পাচ্ছেন ? উত্তরে অর্জুন বলেন, "শ্রী রাম যার সঙ্গে রয়েছে, তাঁর তো আত্মবিশ্বাস থাকবেই।" পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, "ওরা তো দেখানোর জন্য রামনবমী করেছে। আসলে শ্রী রাম আমাদের সাথেই আছেন।"

ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী তাঁর মনোনয়ন জমা দেওয়ার দিন অর্জুন সিংয়ের ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজ সেই প্রশ্নের জবাবে অর্জুন বলেন, "ওঁর থেকে আমার ব্যাকগ্রাউন্ড ভালো। আমি ব্যারাকপুরের ভূমিপুত্র। উনি আকাশপুত্র।"

এদিকে গতকাল CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, BJP-কে রাজ্যে ১০-১২টা আসন পাইয়ে দেবে তৃণমূল। সেপ্রসঙ্গে অর্জুন বলেন, "কে কী বলেছেন, আমি জানি না। BJP এই রাজ্যে ৩০টির বেশি আসন পাবে। আমাদের দলে আরও ১০০ জন বিধায়ক যোগ দেবেন। আগামী দু'তিন দিনের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন।"

বারাসত, 17 এপ্রিল : "আমি অর্জুন। লক্ষ্যভেদ করবই।" আজ মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন ব্যারাকপুর কেন্দ্রের BJP প্রার্থী অর্জুন সিং। তিনি আরও বলেন, "২৩ মে দেখে নেবেন রাজনৈতিক মহাভারতের রেজ়াল্ট।" এত আত্মবিশ্বাস কোথা থেকে পাচ্ছেন ? উত্তরে অর্জুন বলেন, "শ্রী রাম যার সঙ্গে রয়েছে, তাঁর তো আত্মবিশ্বাস থাকবেই।" পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, "ওরা তো দেখানোর জন্য রামনবমী করেছে। আসলে শ্রী রাম আমাদের সাথেই আছেন।"

ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী তাঁর মনোনয়ন জমা দেওয়ার দিন অর্জুন সিংয়ের ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজ সেই প্রশ্নের জবাবে অর্জুন বলেন, "ওঁর থেকে আমার ব্যাকগ্রাউন্ড ভালো। আমি ব্যারাকপুরের ভূমিপুত্র। উনি আকাশপুত্র।"

এদিকে গতকাল CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, BJP-কে রাজ্যে ১০-১২টা আসন পাইয়ে দেবে তৃণমূল। সেপ্রসঙ্গে অর্জুন বলেন, "কে কী বলেছেন, আমি জানি না। BJP এই রাজ্যে ৩০টির বেশি আসন পাবে। আমাদের দলে আরও ১০০ জন বিধায়ক যোগ দেবেন। আগামী দু'তিন দিনের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.