দার্জিলিং, 18 এপ্রিল : সকাল সকাল ভোট দিলেন দার্জিলিং কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রাই। ভোট দিলেন GTA চেয়ারম্যান বিনয় তামাংও।
ভোট দিয়ে বেরিয়ে অমর সিং রাই বলেন, "সবকটা বুথ দেখব। আমি আত্মবিশ্বাসী। পাহাড় ঘুরলাম। এবার শিলিগুড়িতে যাব। এত সংখ্যক মানুষ ভোট দিতে এসেছে। দেখে খুশি হলাম।"
বিনয় বলেন, "সব প্রার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। 23 মে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে এবার। আমি খুব খুশি। স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি মানুষের।"