ETV Bharat / elections

অনুমোদন ছাড়া নমো টিভিতে রাজনৈতিক অনুষ্ঠান নয় : কমিশন - Political Content

অনুমোদন ছাড়া নমো টিভিতে রাজনৈতিক অনুষ্ঠান সম্প্রচারিত হবে না : কমিশন

নির্বাচন কমিশন
author img

By

Published : Apr 12, 2019, 9:59 AM IST

দিল্লি, 12 এপ্রিল : অনুমোদন ছাড়া নমো টিভি কোনও রাজনৈতিক অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না। গতকাল নির্বাচন কমিশনের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

নির্বাচন কমিশনের তরফে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি লেখা হয়। তাতে লেখা হয়, "যেহেতু একটি রাজনৈতিক দল নমো টিভিকে স্পনসর করে, তাই সংশ্লিষ্ট চ্যানেলে সম্প্রচারিত রাজনৈতিক অনুষ্ঠানগুলি কমিশনের আদেশের আওতায় পড়ে।" পাশাপাশি, চিঠিতে আরও লেখা হয়, "আপনি (দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক) নিশ্চিত করছেন, নমো টিভিতে সম্প্রচারিত রাজনৈতিক অনুষ্ঠানের জন্য আপনার দপ্তরের MCMC কমিটির থেকে আগেভাগে কোনও অনুমোদন নেওয়া হয়নি।" দ্রুত এই নিয়ে পদক্ষেপের জন্য দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেয় কমিশন।

গতমাসের শেষের দিকে নমো টিভি আত্মপ্রকাশ করে। তা নিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলে বিরোধীরা। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

দিল্লি, 12 এপ্রিল : অনুমোদন ছাড়া নমো টিভি কোনও রাজনৈতিক অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না। গতকাল নির্বাচন কমিশনের তরফে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

নির্বাচন কমিশনের তরফে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি লেখা হয়। তাতে লেখা হয়, "যেহেতু একটি রাজনৈতিক দল নমো টিভিকে স্পনসর করে, তাই সংশ্লিষ্ট চ্যানেলে সম্প্রচারিত রাজনৈতিক অনুষ্ঠানগুলি কমিশনের আদেশের আওতায় পড়ে।" পাশাপাশি, চিঠিতে আরও লেখা হয়, "আপনি (দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক) নিশ্চিত করছেন, নমো টিভিতে সম্প্রচারিত রাজনৈতিক অনুষ্ঠানের জন্য আপনার দপ্তরের MCMC কমিটির থেকে আগেভাগে কোনও অনুমোদন নেওয়া হয়নি।" দ্রুত এই নিয়ে পদক্ষেপের জন্য দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেয় কমিশন।

গতমাসের শেষের দিকে নমো টিভি আত্মপ্রকাশ করে। তা নিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তোলে বিরোধীরা। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

Raebareli (UP), Apr 11 (ANI): UPA chairperson Sonia Gandhi filed her nomination from Uttar Pradesh's Raebareli today as the Congress party's candidate for the Lok Sabha polls. Congress president Rahul Gandhi, daughter Priyanka Gandhi Vadra and son-in-law Robert Vadra were also present while she filed her nomination. Ahead of filing the nomination, the UPA chairperson also held a roadshow and offered puja at the Congress central office there. Sonia is contesting from the seat for the fifth time in a row.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.