ETV Bharat / elections

প্রত্যেক পরিবারকে ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি মমতার

সোমবার ঝাড়গ্রামে একের পর এক সভা সেরে কালীঘাটে ফিরেই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ জানান, আগামী দিনে তাঁদের সরকার ফের ক্ষমতায় এলে রাজ্যের প্রত্য়েকটি পরিবারকেই নিশ্চিত ন্যূনতম আয়ের আওতায় আনা হবে ৷ সাধারণ সম্প্রদায়ের (জেনারেল কাস্ট) প্রত্য়েকটি পরিবারকে বছরে 6 হাজার টাকা এবং অন্যান্য সম্প্রদায়ের (তপশিলি জাতি ও উপজাতি-সহ পিছিয়ে পড়া সমস্ত সম্প্রদায়) প্রত্য়েকটি পরিবারকে বছরে 12 হাজার টাকা দেওয়া হবে ৷

west bengal assembly election 2021_mamata banerjee announce minimum income scheme for all family of West Bengal in party manifesto
রাজ্য়ের প্রত্য়েক পরিবারকে ন্যূনতম আয়ের প্রতিশ্রুতি মমতার
author img

By

Published : Mar 17, 2021, 10:07 PM IST

কলকাতা, 17 মার্চ : ভোটে জিতে ফের ক্ষমতায় এলে রাজ্যের প্রত্য়েকটি পরিবারকেই নিশ্চিত ন্যূনতম আয়ের আওতায় আনা হবে ৷ দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশের সময়েই নয়া প্রতিশ্রুতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ বুধবার এই প্রসঙ্গে তিনি জানান, রাজ্য়ে ফের তৃণমূলের সরকার গঠিত হলে সাধারণ সম্প্রদায়ের (জেনারেল কাস্ট) প্রত্য়েকটি পরিবারকে বছরে 6 হাজার টাকা নিশ্চিত ন্য়ূনতম রোজগার হিসাবে দেওয়া হবে ৷ অন্যান্য সম্প্রদায়ের (তপশিলি জাতি ও উপজাতি-সহ পিছিয়ে পড়া সমস্ত সম্প্রদায়) প্রত্য়েকটি পরিবার পাবে বছরে 12 হাজার টাকা ৷

নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর হুইল চেয়ারেই গোটা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ চাকাওয়ালা চেয়ারে বসেই সারছেন প্রচার ৷ তাঁর এই উদ্যোগ নজর কেড়েছে গোটা ভারতের ৷ প্রশংসা করুন বা সমালোচনা, আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ‘বাংলার মেয়ে’ই ৷ এমন একটা অবস্থায় দাঁড়িয়ে কি মাস্টার স্ট্রোক দিলেন মমতা ? রাজ্য়ের প্রত্য়েক পরিবারের জন্য নিশ্চিত ন্য়ূনতম আয় ঘোষণা করে জয়ের পথ আরও প্রশস্ত করলেন তিনি ? ইতিমধ্যেই এ নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া ৷ মমতার নিজের দাবি, তাঁর সরকার বাংলার মানুষের জন্য বিনামূল্যে খাদ্য়, স্বাস্থ্য ও শিক্ষার বন্দোবস্ত করেছে ৷ কিন্তু হাতে টাকা না থাকলে যে কোনও পরিবারকেই সমস্য়ায় পড়তে হয় ৷ সেই কথা মাথায় রেখেই মমতার নয়া দাওয়াই নিশ্চিত ন্য়ূনতম রোজগার ৷

তবে ভোটের বাজারে এমন প্রতিশ্রুতি নতুন নয় ৷ উনিশের লোকসভা নির্বাচনের আগে প্রায় এমনই কথা বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তিনি কথা দিয়েছিলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ দিল্লির ক্ষমতায় ফিরলে গরিব পরিবারগুলিকে বছরে 72 হাজার টাকা ন্য়ূনতম রোজগারের নিশ্চয়তা দেওয়া হবে ৷ তবে রাহুলের এই প্রয়াসে চিঁড়ে যে ভেজেনি, ভোটের ফলাফলই তার প্রমাণ ৷

আয়ের প্রতিশ্রুতি মমতার

এই ঘটনার পাঁচ বছর আগে সবথেকে ওজনদার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির তরফে ৷ প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷ তাঁর আশ্বাস ছিল, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় এলে প্রত্য়েক ভারতীয়র ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে 15 লাখ টাকা দেবে কেন্দ্রীয় সরকার ৷ বিদেশে গচ্ছিত ভারতীয়দের কালো টাকা উদ্ধার করে এর বন্দোবস্ত করা হবে ৷ সেই প্রতিশ্রুতি যে আজও দিনের আলো দেখেনি, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন : মাহিষ্য-তিলি-তামুল-সাহাদের ওবিসির সুবিধা, ঘোষণা মমতার

এদিকে, রাজ্য়ের মমতা সরকারের অভিযোগ, ঋণের দায়ে তাদের হাঁড়ির হাল ৷ 2011 সালের আদম সুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গের জনসংখ্য়া 9 কোটি 13 লাখ (2001 সালে ছিল 8 কোটি 2 লাখ) ৷ আর পরিবারের সংখ্যা ছিল 2 কোটির কিছু বেশি ৷ সেক্ষেত্রে এতগুলি পরিবারকে নিশ্চিত ন্য়ূনতম রোজগারের আওতায় আনলে যে বিপুল পরিমাণ আর্থিক বোঝা সরকারের ঘাড়ে চাপবে, তার মোকাবিলা কীভাবে করা হবে, সেই ব্যাখ্য়া মমতা বন্দ্য়োপাধ্য়ায় দেননি ৷ উপরন্তু তাঁর আশ্বাস, এতদিন কন্যাশ্রী, রূপশ্রী-সহ বিভিন্ন সম্প্রদায়ের জন্য যে সব ভাতা চালু রয়েছে, সেসবও চলবে আগের মতোই ৷

এর পাশাপাশি, কৃষকবন্ধু প্রকল্পে আর্থিক সাহায্য বাড়ানোর কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, যাঁদের কৃষিজমির পরিমাণ 1 কাঠা থেকে 1 একর, তাঁরা বছরে (একর পিছু) 10 হাজার টাকা অনুদান পাবেন ৷ মে মাস থেকে মাসিক বিধবা ভাতা বাড়িয়ে করা হবে 1 হাজার টাকা ৷

কলকাতা, 17 মার্চ : ভোটে জিতে ফের ক্ষমতায় এলে রাজ্যের প্রত্য়েকটি পরিবারকেই নিশ্চিত ন্যূনতম আয়ের আওতায় আনা হবে ৷ দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশের সময়েই নয়া প্রতিশ্রুতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ৷ বুধবার এই প্রসঙ্গে তিনি জানান, রাজ্য়ে ফের তৃণমূলের সরকার গঠিত হলে সাধারণ সম্প্রদায়ের (জেনারেল কাস্ট) প্রত্য়েকটি পরিবারকে বছরে 6 হাজার টাকা নিশ্চিত ন্য়ূনতম রোজগার হিসাবে দেওয়া হবে ৷ অন্যান্য সম্প্রদায়ের (তপশিলি জাতি ও উপজাতি-সহ পিছিয়ে পড়া সমস্ত সম্প্রদায়) প্রত্য়েকটি পরিবার পাবে বছরে 12 হাজার টাকা ৷

নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর হুইল চেয়ারেই গোটা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ চাকাওয়ালা চেয়ারে বসেই সারছেন প্রচার ৷ তাঁর এই উদ্যোগ নজর কেড়েছে গোটা ভারতের ৷ প্রশংসা করুন বা সমালোচনা, আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ‘বাংলার মেয়ে’ই ৷ এমন একটা অবস্থায় দাঁড়িয়ে কি মাস্টার স্ট্রোক দিলেন মমতা ? রাজ্য়ের প্রত্য়েক পরিবারের জন্য নিশ্চিত ন্য়ূনতম আয় ঘোষণা করে জয়ের পথ আরও প্রশস্ত করলেন তিনি ? ইতিমধ্যেই এ নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া ৷ মমতার নিজের দাবি, তাঁর সরকার বাংলার মানুষের জন্য বিনামূল্যে খাদ্য়, স্বাস্থ্য ও শিক্ষার বন্দোবস্ত করেছে ৷ কিন্তু হাতে টাকা না থাকলে যে কোনও পরিবারকেই সমস্য়ায় পড়তে হয় ৷ সেই কথা মাথায় রেখেই মমতার নয়া দাওয়াই নিশ্চিত ন্য়ূনতম রোজগার ৷

তবে ভোটের বাজারে এমন প্রতিশ্রুতি নতুন নয় ৷ উনিশের লোকসভা নির্বাচনের আগে প্রায় এমনই কথা বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ তিনি কথা দিয়েছিলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ দিল্লির ক্ষমতায় ফিরলে গরিব পরিবারগুলিকে বছরে 72 হাজার টাকা ন্য়ূনতম রোজগারের নিশ্চয়তা দেওয়া হবে ৷ তবে রাহুলের এই প্রয়াসে চিঁড়ে যে ভেজেনি, ভোটের ফলাফলই তার প্রমাণ ৷

আয়ের প্রতিশ্রুতি মমতার

এই ঘটনার পাঁচ বছর আগে সবথেকে ওজনদার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির তরফে ৷ প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বয়ং নরেন্দ্র মোদি ৷ তাঁর আশ্বাস ছিল, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় এলে প্রত্য়েক ভারতীয়র ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে 15 লাখ টাকা দেবে কেন্দ্রীয় সরকার ৷ বিদেশে গচ্ছিত ভারতীয়দের কালো টাকা উদ্ধার করে এর বন্দোবস্ত করা হবে ৷ সেই প্রতিশ্রুতি যে আজও দিনের আলো দেখেনি, তা বলাই বাহুল্য ৷

আরও পড়ুন : মাহিষ্য-তিলি-তামুল-সাহাদের ওবিসির সুবিধা, ঘোষণা মমতার

এদিকে, রাজ্য়ের মমতা সরকারের অভিযোগ, ঋণের দায়ে তাদের হাঁড়ির হাল ৷ 2011 সালের আদম সুমারি অনুযায়ী, পশ্চিমবঙ্গের জনসংখ্য়া 9 কোটি 13 লাখ (2001 সালে ছিল 8 কোটি 2 লাখ) ৷ আর পরিবারের সংখ্যা ছিল 2 কোটির কিছু বেশি ৷ সেক্ষেত্রে এতগুলি পরিবারকে নিশ্চিত ন্য়ূনতম রোজগারের আওতায় আনলে যে বিপুল পরিমাণ আর্থিক বোঝা সরকারের ঘাড়ে চাপবে, তার মোকাবিলা কীভাবে করা হবে, সেই ব্যাখ্য়া মমতা বন্দ্য়োপাধ্য়ায় দেননি ৷ উপরন্তু তাঁর আশ্বাস, এতদিন কন্যাশ্রী, রূপশ্রী-সহ বিভিন্ন সম্প্রদায়ের জন্য যে সব ভাতা চালু রয়েছে, সেসবও চলবে আগের মতোই ৷

এর পাশাপাশি, কৃষকবন্ধু প্রকল্পে আর্থিক সাহায্য বাড়ানোর কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি জানান, যাঁদের কৃষিজমির পরিমাণ 1 কাঠা থেকে 1 একর, তাঁরা বছরে (একর পিছু) 10 হাজার টাকা অনুদান পাবেন ৷ মে মাস থেকে মাসিক বিধবা ভাতা বাড়িয়ে করা হবে 1 হাজার টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.