গবরু, 14 মার্চ : গবরুর প্রার্থী সমিত দাসের সমর্থনে প্রচারে এলেন স্মৃতি ইরানি । এদিন তিনি স্বভাবসিদ্ধ এবং অনর্গল বাংলা ভাষায় তীব্রভাবে কটাক্ষ করে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে । বলেন, "কেন্দ্রীয় প্রকল্পে নিজের ছবি দিয়ে বাংলার প্রকল্প বলে চালাচ্ছেন দিদিমণি, আর ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন ।
একুশের নির্বাচনে বিজেপি প্রার্থীদের জেতাতে হেভিওয়েট প্রার্থীদের আগমণ বাংলায় । একদিনে পরপর জনসভা । পুরুলিয়ার পর এবার মেদিনীপুরের জনসভায় বিজেপি নেত্রী স্মৃতি ইরানি । গোবরুতে মেদিনীপুরের প্রার্থী সমিত দাসের সমর্থনে প্রচারে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । এদিন তিনি অনর্গল বাংলা ভাষায় তীব্রভাবে কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে । তিনি বলেন,"খেলা তো হবে, তবে দিদির খেলাটা এখন বন্ধ হবে । এখন টিএমসি ভাগাও বিজেপি লাও এই বাংলায় ।" মমতা দিদি, মানুষের জীবনের সঙ্গে খেলা করেছেন বলে অভিযোগ করেন স্মৃতি । বলেন মহিলাদের সম্মান, তাঁদের জীবন-জীবিকা নিয়েও খেলা করছেন তৃণমূল নেত্রী । মোদি সরকারের প্রকল্প নিয়ে বলতে গিয়ে স্মৃতি ইরানি বলেন, "যেখানে মোদি সরকার 2 টাকা কেজি দরে চাল বাংলায় পৌঁছে দিচ্ছেন সেখানে দিদি স্কিমের নাম বদলে বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন । বলছেন আমি চাল দিচ্ছি দুই টাকা কেজি দরে ।"
আরও পড়ুন : পদ্মবন ছাড়ার ইচ্ছেপ্রকাশ করে চিঠি শোভন-বৈশাখীর
কিছু সময় আগে পুরুলিয়ার জনসভায় বলা কথার পুনরাবৃত্তি করেন বিজেপি নেত্রী । বলেন, "কাজ করছে মোদি, ছবি দিচ্ছে মমতা । প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও একই রকম কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । নিজের ফটো লাগিয়ে বলছেন নাকি নিজে আবাস যোজনার ঘর করে দিচ্ছেন ।" বাংলার মানুষই বলছেন পিসি ভাইপো হটাও, বাংলা বাঁচাও । এরই পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনে বাংলার উন্নয়ন এবং আর নয় অন্যায় স্লোগানকে সামনে রেখে আপনারা বিজেপির প্রার্থী সমিত দা কে পদ্মফুল চিহ্নে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করার আবেদন করেন স্মৃতি ইরানি ।