ETV Bharat / elections

আজই পদ্ম শিবিরে জটু-দীপেন্দু  ? - জটু লাহিড়ি

একুশের ভোটের টিকিট না পেয়ে ক্ষুব্ধ তৃণমূলের দুই বিদায়ী বিধায়ক ৷ এঁরা হলেন শিবপুরের জটু লাহিড়ি এবং বসিরহাট উত্তরের দীপেন্দু বিশ্বাস ৷ সূত্রের খবর, সোমবারই বিজেপিতে যোগ দিচ্ছেন জটু ৷ ঘাসফুল ছেড়ে পদ্ম হাতে তুলে নিতে পারেন দীপেন্দুও ৷

west bengal assembly election 2021_Wb_kol_01_Dipendu Biswas and Jatu Lahiri will join BJP today
আজই বিজেপিতে যোগ জটু-দীপেন্দুর ?
author img

By

Published : Mar 8, 2021, 4:02 PM IST

কলকাতা, 8 মার্চ : ঘাসফুল শিবিরে রক্তক্ষরণ অব্যাহত ৷ সূত্রের খবর, সোমবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন ভোটের টিকিট না পাওয়া দলের দুই বিদায়ী বিধায়ক ৷ এঁরা হলেন শিবপুরের জটু লাহিড়ি এবং বসিরহাট উত্তরের দীপেন্দু বিশ্বাস ৷

গত 5 মার্চ একুশের বিধানসভা ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তারপর থেকেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে জেলায় জেলায় ৷ অভিযোগ ওঠে, এতদিন যাঁরা দলের হয়ে কাজ করেছেন, একুশের প্রার্থীতালিকায় তাঁদের অনেককেই বঞ্চিত করা হয়েছে ৷ বদলে সুযোগ দেওয়া হয়েছে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসাদের ৷ প্রার্থীতালিকার তারকার চমক রাখতে গিয়ে গায়ে গতরে খাটা কর্মীদের অবহেলা করেছেন মমতা ৷

বঞ্চিতদের এই তালিকায় নাম রয়েছে বহু বিদায়ী বিধায়কেরও ৷ তাঁদের মধ্যে অন্যতম বয়সে প্রবীণ, হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জটু লাহিড়ি ৷ আর অন্যজন তরুণ তুর্কী, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ৷ যিনি গত বিধানসভা নির্বাচন তৃণমূলের টিকিটে লড়েই জিতে নিয়েছিলেন বসিরহাট উত্তরের আসনটি ৷

আরও পড়ুন: ভাড়া করা লোক দিয়ে ভোটে জেতা যায় না : জটু লাহিড়ি

সূত্রের খবর, এবারের নির্বাচনে টিকিট না পেয়ে বেজায় চটেছেন জটু ৷ সোমবারই বিকেলে একটি সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ শোনা যাচ্ছে, সেখানেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করবেন তিনি ৷

অন্যদিকে, ভোটের টিকিট না পেয়ে প্রকাশ্যেই তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্য়াগ করার কথা ঘোষণা করেন দীপেন্দু ৷ শোনা যাচ্ছে, এরপরই তাঁকে দলে টানতে তৎপর হয় বিজেপি ৷ এই পরিস্থিতিতে ঘাসফুল ছেড়ে পদ্ম হাতে তুলে নিতে পারেন দীপেন্দুও ৷

কলকাতা, 8 মার্চ : ঘাসফুল শিবিরে রক্তক্ষরণ অব্যাহত ৷ সূত্রের খবর, সোমবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন ভোটের টিকিট না পাওয়া দলের দুই বিদায়ী বিধায়ক ৷ এঁরা হলেন শিবপুরের জটু লাহিড়ি এবং বসিরহাট উত্তরের দীপেন্দু বিশ্বাস ৷

গত 5 মার্চ একুশের বিধানসভা ভোটের প্রার্থীতালিকা ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তারপর থেকেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে জেলায় জেলায় ৷ অভিযোগ ওঠে, এতদিন যাঁরা দলের হয়ে কাজ করেছেন, একুশের প্রার্থীতালিকায় তাঁদের অনেককেই বঞ্চিত করা হয়েছে ৷ বদলে সুযোগ দেওয়া হয়েছে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসাদের ৷ প্রার্থীতালিকার তারকার চমক রাখতে গিয়ে গায়ে গতরে খাটা কর্মীদের অবহেলা করেছেন মমতা ৷

বঞ্চিতদের এই তালিকায় নাম রয়েছে বহু বিদায়ী বিধায়কেরও ৷ তাঁদের মধ্যে অন্যতম বয়সে প্রবীণ, হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জটু লাহিড়ি ৷ আর অন্যজন তরুণ তুর্কী, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ৷ যিনি গত বিধানসভা নির্বাচন তৃণমূলের টিকিটে লড়েই জিতে নিয়েছিলেন বসিরহাট উত্তরের আসনটি ৷

আরও পড়ুন: ভাড়া করা লোক দিয়ে ভোটে জেতা যায় না : জটু লাহিড়ি

সূত্রের খবর, এবারের নির্বাচনে টিকিট না পেয়ে বেজায় চটেছেন জটু ৷ সোমবারই বিকেলে একটি সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ শোনা যাচ্ছে, সেখানেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করবেন তিনি ৷

অন্যদিকে, ভোটের টিকিট না পেয়ে প্রকাশ্যেই তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্য়াগ করার কথা ঘোষণা করেন দীপেন্দু ৷ শোনা যাচ্ছে, এরপরই তাঁকে দলে টানতে তৎপর হয় বিজেপি ৷ এই পরিস্থিতিতে ঘাসফুল ছেড়ে পদ্ম হাতে তুলে নিতে পারেন দীপেন্দুও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.