নাটাবাড়ি, 10 এপ্রিল : ধর্নায় বসলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ তাঁর অভিযোগ, 200 জন সংখ্যালঘু পরিবারের ভোটারদের ভোট দিতে দিচ্ছে না বিজেপির হার্মাদরা ৷ তিনি নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছেন ৷ এরপর কমিশন থেকে সংখ্যালঘু ভোটারদের আনতে ফোর্স পাঠানো হয়েছে ৷ কিন্তু তারা না আসা পর্যন্ত, আর ভোট না দেওয়া পর্যন্ত 'অপেক্ষা করব এখানে '৷
আরও পড়ুন: শীতলকুচির 126 নম্বর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করল কমিশন
তাই নাটাবাড়ি বিধানসভার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে এর উত্তর জায়গীর চিলাখানা 8/23 নং বুথে স্বামীজী স্মৃতি চতুর্থ পরিকল্পনা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে রয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ।
এদিন স্থানীয় বিজেপি কর্মীরা উত্তেজনা সৃষ্টি করে ও বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য় হয় ।