বসিরহাট, 17 এপ্রিল: পঞ্চম দফার নির্বাচন আগের তুলনায় শান্তিপূর্ণ হলেও বিরোধী দলের হামলার খবর এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৷ বসিরহাটে আইএসএফ প্রার্থী বাইজিদ আমিনের অভিযোগ তাঁর গাড়িতে হামলা চালায় এলাকার তৃণমূল সমর্থকরা ৷
আরও পড়ুন: ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য রামধনুকে বদলে রংধনু করেছেন মমতা : মোদি
উত্তর চব্বিশ পরগনার বসিরহাট উত্তর বিধানসভার সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী বাইজিদ আমিনের দাবি "আজ সকালে মুরারী শাহ পঞ্চায়েতে রাজাপুর গ্রামে 9টি বুথে আমাদের এজেন্ট বসতে দেওয়া হয়নি ৷ নির্বাচিত এজেন্টদের বাড়ি গিয়ে কাল রাতে হুমকি দিয়ে ভয় দেখিয়ে তাদের বুথে বসাটা ক্যানসেল করা হয় ৷ আমি সেই বুথের সামনে এজেন্টদের বাড়ি গিয়েছিলাম তাদের সঙ্গে দেখা করতে ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার গাড়ির উপর চড়াও হয় ৷ গাড়িতে আক্রমণ চালিয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে ৷" পরিস্থিতি আশঙ্কাজনক বুঝে ড্রাইভার গাড়ি নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে ৷ পুরো বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন, এর পর তাঁর কথায়, "তাঁরা বিবেচনা করে ব্যবস্থা নেবেন ৷"