ETV Bharat / elections

ট্রেনের কামরায় ভোটের প্রচার কংগ্রেস প্রার্থীর - লোকাল ট্রেন

লোকাল ট্রেনে ভোটের প্রচার সারলেন বসিরহাট দক্ষিণের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার ৷ ট্রেনের কামরায় কখনও হাতজোড় করে, আবার কখনও নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলে ভোটভিক্ষা করতে দেখা যায় তাঁকে ৷

bengal election 2021_wb_n24_01_local train vote campaign by cong candidate_vis_still_raju_10009
ট্রেনের কামরায় ভোটের প্রচার কংগ্রেস প্রার্থীর
author img

By

Published : Apr 8, 2021, 2:26 PM IST

বসিরহাট, 8 এপ্রিল : সাতসকালে লোকাল ট্রেনে ভোটের প্রচার সারলেন বসিরহাট দক্ষিণের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার ৷ বৃহস্পতিবার সকাল সকাল সংযুক্ত মোর্চার কর্মী, সমর্থকদের নিয়ে তিনি সোজা চলে আসেন হাসনাবাদ স্টেশনে ৷ এরপর শিয়ালদাগামী হাসনাবাদ লোকালে উঠে পড়েন কংগ্রেস প্রার্থী ৷ ট্রেনের কামরায় কখনও হাতজোড় করে, আবার কখনও নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলে ভোটভিক্ষা করতে দেখা যায় অমিত মজুমদারকে ৷ শুধু ট্রেনের কামরায় নয়, স্টেশনে নেমেও যাত্রীদের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগ সারেন সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী ৷

বিধানসভা ভোটের তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই সংযুক্ত মোর্চার প্রার্থীরা তাঁদের কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন ৷ তার থেকে ব্যতিক্রম নয় বসিরহাট দক্ষিণ কেন্দ্রও ৷ এই কেন্দ্রে এবার লড়াই মূলত ত্রিমুখী ৷ সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী অমিত মজুমদারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের চিকিৎসক প্রার্থী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তারকনাথ ঘোষ ৷

লড়াই যে কঠিন তা ভালই বুঝতে পারছেন, সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী ৷ তাই প্রচারে কোনও খামতি রাখছেন না তিনি ৷ এদিন সকালে প্রাতর্ভ্রমণের মাঝেই আচমকা কংগ্রেস প্রার্থী সংযুক্ত মোর্চার কর্মী, সমর্থকদের নিয়ে চলে আসেন হাসনাবাদ স্টেশনে ৷ এরপর,হাসনাবাদ থেকে বসিরহাট স্টেশন পর্যন্ত প্রায় 30 মিনিট লোকাল ট্রেনে চেপেই নির্বাচনী প্রচার সারেন কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার।

সাতসকালে ট্রেনযাত্রীদের কাছে ভোটভিক্ষা কংগ্রেস প্রার্থীর ৷

আরও পড়ুন : শাঁখের ধ্বনিতে, ঢাক বাজিয়ে বাইক চড়ে প্রচার অগ্নিমিত্রার

এদিকে,সংখ্যালঘু অধ্যুষিত হাড়োয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা এদিন সকাল সকাল ভোট প্রচার করেন নিজের বিধানসভার বিভিন্ন এলাকায় ৷ কখনও করজোড়ে,আবার কখনও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এদিন জনসংযোগ সারতে দেখা যায় বিজেপি প্রার্থীকে ৷

বসিরহাট, 8 এপ্রিল : সাতসকালে লোকাল ট্রেনে ভোটের প্রচার সারলেন বসিরহাট দক্ষিণের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার ৷ বৃহস্পতিবার সকাল সকাল সংযুক্ত মোর্চার কর্মী, সমর্থকদের নিয়ে তিনি সোজা চলে আসেন হাসনাবাদ স্টেশনে ৷ এরপর শিয়ালদাগামী হাসনাবাদ লোকালে উঠে পড়েন কংগ্রেস প্রার্থী ৷ ট্রেনের কামরায় কখনও হাতজোড় করে, আবার কখনও নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলে ভোটভিক্ষা করতে দেখা যায় অমিত মজুমদারকে ৷ শুধু ট্রেনের কামরায় নয়, স্টেশনে নেমেও যাত্রীদের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগ সারেন সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী ৷

বিধানসভা ভোটের তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই সংযুক্ত মোর্চার প্রার্থীরা তাঁদের কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন ৷ তার থেকে ব্যতিক্রম নয় বসিরহাট দক্ষিণ কেন্দ্রও ৷ এই কেন্দ্রে এবার লড়াই মূলত ত্রিমুখী ৷ সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী অমিত মজুমদারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের চিকিৎসক প্রার্থী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তারকনাথ ঘোষ ৷

লড়াই যে কঠিন তা ভালই বুঝতে পারছেন, সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী ৷ তাই প্রচারে কোনও খামতি রাখছেন না তিনি ৷ এদিন সকালে প্রাতর্ভ্রমণের মাঝেই আচমকা কংগ্রেস প্রার্থী সংযুক্ত মোর্চার কর্মী, সমর্থকদের নিয়ে চলে আসেন হাসনাবাদ স্টেশনে ৷ এরপর,হাসনাবাদ থেকে বসিরহাট স্টেশন পর্যন্ত প্রায় 30 মিনিট লোকাল ট্রেনে চেপেই নির্বাচনী প্রচার সারেন কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার।

সাতসকালে ট্রেনযাত্রীদের কাছে ভোটভিক্ষা কংগ্রেস প্রার্থীর ৷

আরও পড়ুন : শাঁখের ধ্বনিতে, ঢাক বাজিয়ে বাইক চড়ে প্রচার অগ্নিমিত্রার

এদিকে,সংখ্যালঘু অধ্যুষিত হাড়োয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা এদিন সকাল সকাল ভোট প্রচার করেন নিজের বিধানসভার বিভিন্ন এলাকায় ৷ কখনও করজোড়ে,আবার কখনও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এদিন জনসংযোগ সারতে দেখা যায় বিজেপি প্রার্থীকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.