ETV Bharat / elections

বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম-সহ গ্রেফতার 2

বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম-সহ গ্রেফতার দুই ৷ বাজেয়াপ্ত একটি মোটরবাইক ৷ মুর্শিদাবাদের সালারের ঘটনা ৷

bengal election 2021_wb-msd-arrested-with explosives-02-wb10031
বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম-সহ গ্রেফতার 2
author img

By

Published : Apr 21, 2021, 3:23 PM IST

কান্দি, 21 এপ্রিল : প্রচুর পরিমাণে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম-সহ দু’জনকে গ্রেফতার করল মুর্শিদাবাদের সালার থানার পুলিশ ৷ মঙ্গলবার রাতে কান্দি-কাটোয়া রাজ্য সড়কের উপর নাকাচেকিংয়ের সময় ওই দু’জনকে বিস্ফোরক-সহ পাকড়াও করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় একটি মোটরবাইকও ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম জয়ন্ত ঘোষ ও বুদ্ধদেব মাঝি ৷ দু’জনেরই বাড়ি কেতুগ্রাম থানার মালগ্রাম এলাকায় ৷ বুধবার দু’জনকেই কান্দি মহকুমা আদালতে পেশ করা হয় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কান্দি-কাটোয়া রাজ্য সড়কের উপর আলেপুরে নাকাচেকিং চলছিল ৷ মধ্যরাতের পর রাত সাড়ে বারোটা নাগাদ মোটরবাইক-সহ দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ ৷ তাদের তল্লাশি করে উদ্ধার করা হয় 15 কেজি বিস্ফোরক ৷ একইসঙ্গে উদ্ধার হয় 67টি বোমা তৈরির খোল ৷

বোমা তৈরির জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক ও খোল, অনুমান পুলিশের ৷

আরও পড়ুন : তাজা বোমা-সহ ইটাহারে গ্রেফতার 2 দুষ্কৃতী

ধৃতদের প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, বোমা তৈরির উদ্দেশ্যেই বিস্ফোরক ও বোমা তৈরির খোল সঙ্গে করে নিয়ে যাচ্ছিল ধৃতরা ৷ নির্বাচনে অশান্তি পাকাতেই বোমা তৈরি করা হত বলে অনুমান পুলিশের ৷ এই ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

কান্দি, 21 এপ্রিল : প্রচুর পরিমাণে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম-সহ দু’জনকে গ্রেফতার করল মুর্শিদাবাদের সালার থানার পুলিশ ৷ মঙ্গলবার রাতে কান্দি-কাটোয়া রাজ্য সড়কের উপর নাকাচেকিংয়ের সময় ওই দু’জনকে বিস্ফোরক-সহ পাকড়াও করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় একটি মোটরবাইকও ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম জয়ন্ত ঘোষ ও বুদ্ধদেব মাঝি ৷ দু’জনেরই বাড়ি কেতুগ্রাম থানার মালগ্রাম এলাকায় ৷ বুধবার দু’জনকেই কান্দি মহকুমা আদালতে পেশ করা হয় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কান্দি-কাটোয়া রাজ্য সড়কের উপর আলেপুরে নাকাচেকিং চলছিল ৷ মধ্যরাতের পর রাত সাড়ে বারোটা নাগাদ মোটরবাইক-সহ দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ ৷ তাদের তল্লাশি করে উদ্ধার করা হয় 15 কেজি বিস্ফোরক ৷ একইসঙ্গে উদ্ধার হয় 67টি বোমা তৈরির খোল ৷

বোমা তৈরির জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক ও খোল, অনুমান পুলিশের ৷

আরও পড়ুন : তাজা বোমা-সহ ইটাহারে গ্রেফতার 2 দুষ্কৃতী

ধৃতদের প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, বোমা তৈরির উদ্দেশ্যেই বিস্ফোরক ও বোমা তৈরির খোল সঙ্গে করে নিয়ে যাচ্ছিল ধৃতরা ৷ নির্বাচনে অশান্তি পাকাতেই বোমা তৈরি করা হত বলে অনুমান পুলিশের ৷ এই ঘটনায় আর কারা কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.