কলকাতা, 15 এপ্রিল : নির্বাচন কমিশনকে বেনজির আক্রমণ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ৷ তাঁর মতে, মহামারির আবহে পশ্চিমবঙ্গে আট দফার ভোটের নির্ঘণ্ট কার্যত নরহত্যারই সামিল ৷ আর এর জন্য সরাসরি কমিশনকেই দুষেছেন মহুয়া ৷
বৃহস্পতিবারের তথ্য বলছে, শেষ 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 2 লাখের গণ্ডি ৷ অথচ পশ্চিমবঙ্গে এখনও বাকি চার দফার ভোট ৷ পুরোদমে চলছে তার প্রচার, মিটিং, মিছিল ৷ তাতে শিকেয় উঠেছে করোনা বিধি ৷ আর তার ফলেই রাজ্য়ে করোনার সংক্রমণ এক লাফে অনেকটাই বেড়ে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ৷ চিকিৎসক মহলের একাংশ মনে করছেন, ভোট শেষ হলেই চরমে উঠবে রাজ্যের করোনা পরিস্থিতি ৷ যা সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে স্বাস্থ্য দফতরের পক্ষে ৷
-
It is certainly criminal negligence bordering on manslaughter on part of @ECISVEEP to mandate 8 phase election in WB in middle of worst pandemic.
— Mahua Moitra (@MahuaMoitra) April 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Unbelievable that we are being put through this. Infections, deaths rising everyday.
">It is certainly criminal negligence bordering on manslaughter on part of @ECISVEEP to mandate 8 phase election in WB in middle of worst pandemic.
— Mahua Moitra (@MahuaMoitra) April 15, 2021
Unbelievable that we are being put through this. Infections, deaths rising everyday.It is certainly criminal negligence bordering on manslaughter on part of @ECISVEEP to mandate 8 phase election in WB in middle of worst pandemic.
— Mahua Moitra (@MahuaMoitra) April 15, 2021
Unbelievable that we are being put through this. Infections, deaths rising everyday.
আরও পড়ুন : বিজেপির ‘হ্যাপি হিন্দু নিউ ইয়ার’ শুভেচ্ছা নিয়ে বিদ্রুপ মহুয়ার
এদিন টুইটারে এ নিয়ে সরব হন মহুয়া ৷ তাঁর মতে, আট দফায় ভোট ঘোষণা করে কার্যত ফৌজদারি অপরাধ করেছে দেশের নির্বাচন কমিশন ৷ তাদের এই সিদ্ধান্ত আদতে নরহত্য়াকে মদত দেওয়ারই সামিল বলে মত মহুয়ার ৷ তাঁর অভিযোগ, যেখানে প্রতিদিন সংক্রমণ বাড়ছে, প্রতিদিন মৃত্য়ু বাড়ছে, সেখানে পশ্চিমবঙ্গের মানুষ বাধ্য হচ্ছেন এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে ৷ কমিশনই তাঁদের বাধ্য করেছে এই পরিস্থিতির শিকার হতে ৷