ETV Bharat / elections

ইভিএম, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনে নালিশ তৃণমূলের

শুক্রবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে আসেন তৃণমূলের প্রতিনিধিরা ৷ প্রথম দু’দফার নির্বাচনে ইভিএম খারাপ হওয়া এবং ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কমিশনের কাছে নালিশ করেন তাঁরা ৷

bengal election 2021_Wb_kol_01_tmc comes to ec after second pgase election_copy_7206406
ইভিএম, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনে নালিশ তৃণমূলের
author img

By

Published : Apr 2, 2021, 6:03 PM IST

কলকাতা, 2 এপ্রিল : দ্বিতীয় দফার ভোট পর্ব মিটতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস ৷ বেশ কয়েকটি বিষয় নিয়ে কমিশনের কাছে নালিশ জানাল তারা ৷ শুক্রবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে আসেন তৃণমূলের প্রতিনিধিরা ৷ সেই দলে ছিলেন সুব্রত মুখোপাধ্য়ায়, যশবন্ত সিং, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন-সহ অন্যরা ৷

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাংলার মসনদে বসতে বাইরের রাজ্য থেকে গুন্ডা এনে ঢোকাচ্ছে বিজেপি ৷ এদিন কমিশনের কাছেও সেই অভিযোগ করেন দলের প্রতিনিধিরা ৷ তাছাড়া, প্রথম দু’দফায় বহু জায়গা ইভিএম খারাপ হয়েছে ৷ এর ফলে ব্যাহত হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ এদিন এই বিষয়টিতেও কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তৃণমূলের প্রতিনিধি দল ৷

আরও পড়ুন : ‘‘নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে,’’ বিস্ফোরক মমতা

বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোট পরিচালনা করার অভিযোগ উঠেছে ৷ তৃণমূলও একই অভিযোগ করেছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ৷

তবে এইসব অভিযোগের পরও জয় নিয়ে আশাবাদী জোড়াফুল শিবির ৷ তাদের দাবি, রাজ্যে টানা তৃতীয়বারের জন্য সরকার গড়বে তৃণমূল কংগ্রেস ৷ আর সেই সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই ৷ তিনি নন্দীগ্রাম থেকে বিপুল ভোটে জিতবেন বলেও এদিন দাবি করেন তৃণমূলের প্রতিনিধিরা ৷

কলকাতা, 2 এপ্রিল : দ্বিতীয় দফার ভোট পর্ব মিটতেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস ৷ বেশ কয়েকটি বিষয় নিয়ে কমিশনের কাছে নালিশ জানাল তারা ৷ শুক্রবার দুপুরে রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে আসেন তৃণমূলের প্রতিনিধিরা ৷ সেই দলে ছিলেন সুব্রত মুখোপাধ্য়ায়, যশবন্ত সিং, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন-সহ অন্যরা ৷

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বাংলার মসনদে বসতে বাইরের রাজ্য থেকে গুন্ডা এনে ঢোকাচ্ছে বিজেপি ৷ এদিন কমিশনের কাছেও সেই অভিযোগ করেন দলের প্রতিনিধিরা ৷ তাছাড়া, প্রথম দু’দফায় বহু জায়গা ইভিএম খারাপ হয়েছে ৷ এর ফলে ব্যাহত হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ এদিন এই বিষয়টিতেও কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তৃণমূলের প্রতিনিধি দল ৷

আরও পড়ুন : ‘‘নির্বাচন কমিশন বিজেপির দালালি করছে,’’ বিস্ফোরক মমতা

বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে ভোট পরিচালনা করার অভিযোগ উঠেছে ৷ তৃণমূলও একই অভিযোগ করেছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে ৷

তবে এইসব অভিযোগের পরও জয় নিয়ে আশাবাদী জোড়াফুল শিবির ৷ তাদের দাবি, রাজ্যে টানা তৃতীয়বারের জন্য সরকার গড়বে তৃণমূল কংগ্রেস ৷ আর সেই সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই ৷ তিনি নন্দীগ্রাম থেকে বিপুল ভোটে জিতবেন বলেও এদিন দাবি করেন তৃণমূলের প্রতিনিধিরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.