ETV Bharat / elections

তেজস্বী, জয়া, যশবন্তরা ‘ফিউজ বাল্ব’, কটাক্ষ নরোত্তমের

সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন যশবন্ত সিং ৷ অন্যদিকে, জয়া বচ্চনের মতো সেলেব তথা সপা নেত্রী পশ্চিমবঙ্গে এসে তৃণমূলের হয়ে প্রচার করছেন ৷ মমতার পাশে দাঁড়িয়েছেন লালুপ্রসাদ যাদবের ছেলে তথা আরজেডি নেতা তেজস্বী যাদবও ৷ এঁদের সকলকেই একসঙ্গে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ তাঁর দাবি, এঁরা সকলেই ‘ফিউজ বাল্ব’ ৷ তাই এঁদের প্রচারে তৃণমূলের কোনও লাভ হবে না ৷

bengal election 2021_wb_asn_narottam mishra on tejaswi, jaya, jasbant_7203430
তেজস্বী, জয়া, যশবন্তরা ‘ফিউজ বাল্ব’, কটাক্ষ নরোত্তমের
author img

By

Published : Apr 8, 2021, 2:58 PM IST

আসানসোল, 8 এপ্রিল : তেজস্বী যাদব, জয়া বচ্চন, যশবন্ত সিংকে ‘‘ফিউজ বাল্ব’’ বলে কটাক্ষ নরোত্তম মিশ্রর ৷ বিজেপির নির্বাচনী প্রচারে সামিল হয়ে তিনি বলেন, ‘‘যাঁরা আগেই নিজেদের এলাকায় বিজেপির কাছে হেরেছেন, এখন তাঁরাই পশ্চিমবঙ্গে এসে তৃণমূলের হয়ে প্রচার করছেন ৷’’

দলবদলের পর পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা এলাাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ৷ তাঁর নির্বাচনী প্রচারে অংশ নিতে আসানসোলে পৌঁছন মধ্য়াপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ সেখানেই তৃণমূলের হয়ে ভিনরাজ্য থেকে আসা অন্য দলের সেলেব নেতাদের নিয়ে কটাক্ষ করেন তিনি ৷

নরোত্তমের দাবি, তেজস্বী যাদব, জয়া বচ্চন, যশবন্ত সিংরা তৃণমূলের হয়ে প্রচার করলেও কোনও লাভ হবে না ৷ কারণ, এই হেভওয়েট রাজনীতিকরা আগেই বিজেপির কাছে হেরেছেন ৷ তাঁরা নিজেদের মাটিতেই বিজেপির সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে পারেননি ৷ নরোত্তমের ভাষায়, ‘‘এঁদের অবস্থা অনেটা ফিউজ হয়ে যাওয়া বাল্বের মতো ৷ যার পিছনে বিদ্য়ুতের সংযোগ চালু থাকলেও আলো জ্বলে না ৷

আসানসোলে ভোটের প্রচারে বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র ৷

তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি নরোত্তম ৷ তাঁর দাবি, নির্বাচনে হার নিশ্চিত বুঝেই হুইল চেয়ারে বসেছেন মমতা ৷

আরও পড়ুন : আসানসোলে 200 কংগ্রেস কর্মী তৃণমূলে, দল বদলাল পার্টি অফিসও

এর পাশাপাশি, কোচবিহারে দিলীপ ঘোষের গাড়িতে হামলার ঘটনারও তীব্র নিন্দা করেছেন নরোত্তম মিশ্র ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যত হামলা হবে, ততই বিজেপি কর্মীদের আত্মবিশ্বাস বাড়বে ৷’’

প্রসঙ্গত, নরোত্তমের উপস্থিতিতেই পাণ্ডবেশ্বরের ছড়া গ্রাম পঞ্চায়েতের ছয় তৃণমূল সদস্য ও মানবাধিকার সংঠনের বহু সদস্য বিজেপিতে যোগদান করেন ৷

আসানসোল, 8 এপ্রিল : তেজস্বী যাদব, জয়া বচ্চন, যশবন্ত সিংকে ‘‘ফিউজ বাল্ব’’ বলে কটাক্ষ নরোত্তম মিশ্রর ৷ বিজেপির নির্বাচনী প্রচারে সামিল হয়ে তিনি বলেন, ‘‘যাঁরা আগেই নিজেদের এলাকায় বিজেপির কাছে হেরেছেন, এখন তাঁরাই পশ্চিমবঙ্গে এসে তৃণমূলের হয়ে প্রচার করছেন ৷’’

দলবদলের পর পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা এলাাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ৷ তাঁর নির্বাচনী প্রচারে অংশ নিতে আসানসোলে পৌঁছন মধ্য়াপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ সেখানেই তৃণমূলের হয়ে ভিনরাজ্য থেকে আসা অন্য দলের সেলেব নেতাদের নিয়ে কটাক্ষ করেন তিনি ৷

নরোত্তমের দাবি, তেজস্বী যাদব, জয়া বচ্চন, যশবন্ত সিংরা তৃণমূলের হয়ে প্রচার করলেও কোনও লাভ হবে না ৷ কারণ, এই হেভওয়েট রাজনীতিকরা আগেই বিজেপির কাছে হেরেছেন ৷ তাঁরা নিজেদের মাটিতেই বিজেপির সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে পারেননি ৷ নরোত্তমের ভাষায়, ‘‘এঁদের অবস্থা অনেটা ফিউজ হয়ে যাওয়া বাল্বের মতো ৷ যার পিছনে বিদ্য়ুতের সংযোগ চালু থাকলেও আলো জ্বলে না ৷

আসানসোলে ভোটের প্রচারে বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র ৷

তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি নরোত্তম ৷ তাঁর দাবি, নির্বাচনে হার নিশ্চিত বুঝেই হুইল চেয়ারে বসেছেন মমতা ৷

আরও পড়ুন : আসানসোলে 200 কংগ্রেস কর্মী তৃণমূলে, দল বদলাল পার্টি অফিসও

এর পাশাপাশি, কোচবিহারে দিলীপ ঘোষের গাড়িতে হামলার ঘটনারও তীব্র নিন্দা করেছেন নরোত্তম মিশ্র ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যত হামলা হবে, ততই বিজেপি কর্মীদের আত্মবিশ্বাস বাড়বে ৷’’

প্রসঙ্গত, নরোত্তমের উপস্থিতিতেই পাণ্ডবেশ্বরের ছড়া গ্রাম পঞ্চায়েতের ছয় তৃণমূল সদস্য ও মানবাধিকার সংঠনের বহু সদস্য বিজেপিতে যোগদান করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.