ETV Bharat / elections

ভোট পরবর্তী হামলা ও হিংসার প্রতিবাদে অবরোধ সংযুক্ত মোর্চার - ভোট পরবর্তী হিংসা

ভোট মিটতেই লাগাতার হামলা চালানো হচ্ছে সংযুক্ত মোর্চার শরিক দলগুলির কর্মী ও সমর্থকদের উপর ৷ প্রতিবাদে শুক্রবার বসিরহাটের টাকি রোডের চৌমাথায় পথ অবরোধ করে বিক্ষোভ মোর্চার ৷ ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন মোর্চার কর্মী-সদস্যরা ৷

bengal election 2021_wb_n24_01_road block & agitation by cong workers on bashirhat_vis_byte_raju_10009
ভোট পরবর্তী হামলা ও হিংসার প্রতিবাদে অবরোধ সংযুক্ত মোর্চার
author img

By

Published : Apr 23, 2021, 6:24 PM IST

বসিরহাট, 23 এপ্রিল : ভোট পরবর্তী হিংসা এবং সংযুক্ত মোর্চার কর্মীদের উপর লাগাতার হামলার প্রতিবাদে শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংযুক্ত মোর্চার শরিক দলগুলির কর্মী ও সমর্থকরা ৷ উত্তর 24 পরগনার বসিরহাটের টাকি রোডের চৌমাথায় দলীয় পতাকা, ফেস্টুন ও পোস্টার হাতে চলে এই বিক্ষোভ ৷ নেতৃত্ব দেন বসিরহাট দক্ষিণের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার ৷ ছিলেন কংগ্রেস নেতা কাদের সর্দার-সহ মোর্চার অন্যান্য স্থানীয় নেতাও ৷ ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন মোর্চার কর্মী-সদস্যরা ৷

গত 17 এপ্রিল পঞ্চম দফায় বসিরহাট মহকুমার ছ’টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে ৷ তারপর থেকেই বসিরহাটের বিভিন্ন বিধানসভা এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক হিংসা ও হানাহানি ৷ ব্যতিক্রম নয় বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রও ৷ সেখানে শাসক এবং বিরোধী উভয়ই একে অপরের বিরুদ্ধে এনেছে হামলা, পাল্টা হামলার অভিযোগ ৷ তা নিয়ে দু’পক্ষের কাজিয়াও চলছে ৷ এসবের মধ্যেই এবার শাসকদলের হাতে সংযুক্ত মোর্চার কর্মীদের প্রতিনিয়ত আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে এদিন পথে নেমে সরব হন কর্মী ও সমর্থকরা ৷

এই বিষয়ে মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার বলেন, ‘‘বসিরহাট দক্ষিণের সাতচূড়া, পিফা প্রভৃতি এলাকায় সংযুক্ত মোর্চার কর্মীদের উপর লাগাতার হামলা চালানো হচ্ছে ৷ পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনকে বারবার বলা সত্ত্বেও কোনও প্রতিকার হয়নি ৷ তাই এদিন আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে ৷ এরপরও যদি কোনও সুরাহা না হয়,তাহলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা ৷’’

আরও পড়ুন : ভোট বয়কট করায় গ্রামবাসীদের উপর হামলা কেন্দ্রীয় বাহিনীর

একই সুর শোনা গিয়েছে কংগ্রেস নেতা কাদের সর্দারের গলাতেও ৷ তাঁর কথায়, ‘‘বসিরহাট দক্ষিণ কেন্দ্রে পরাজয়ের আশঙ্কা গ্রাস করছে শাসকদলের নেতা ও কর্মীদের মধ্যে ৷ সেই কারণেই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে ওরা ৷ আমরা পুলিশ প্রশাসনকে স্পষ্ট জানাতে চাই, সন্ত্রাস বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব ৷’’

বসিরহাট, 23 এপ্রিল : ভোট পরবর্তী হিংসা এবং সংযুক্ত মোর্চার কর্মীদের উপর লাগাতার হামলার প্রতিবাদে শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংযুক্ত মোর্চার শরিক দলগুলির কর্মী ও সমর্থকরা ৷ উত্তর 24 পরগনার বসিরহাটের টাকি রোডের চৌমাথায় দলীয় পতাকা, ফেস্টুন ও পোস্টার হাতে চলে এই বিক্ষোভ ৷ নেতৃত্ব দেন বসিরহাট দক্ষিণের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার ৷ ছিলেন কংগ্রেস নেতা কাদের সর্দার-সহ মোর্চার অন্যান্য স্থানীয় নেতাও ৷ ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ চলার পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন মোর্চার কর্মী-সদস্যরা ৷

গত 17 এপ্রিল পঞ্চম দফায় বসিরহাট মহকুমার ছ’টি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে ৷ তারপর থেকেই বসিরহাটের বিভিন্ন বিধানসভা এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক হিংসা ও হানাহানি ৷ ব্যতিক্রম নয় বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রও ৷ সেখানে শাসক এবং বিরোধী উভয়ই একে অপরের বিরুদ্ধে এনেছে হামলা, পাল্টা হামলার অভিযোগ ৷ তা নিয়ে দু’পক্ষের কাজিয়াও চলছে ৷ এসবের মধ্যেই এবার শাসকদলের হাতে সংযুক্ত মোর্চার কর্মীদের প্রতিনিয়ত আক্রান্ত হওয়ার অভিযোগ তুলে এদিন পথে নেমে সরব হন কর্মী ও সমর্থকরা ৷

এই বিষয়ে মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার বলেন, ‘‘বসিরহাট দক্ষিণের সাতচূড়া, পিফা প্রভৃতি এলাকায় সংযুক্ত মোর্চার কর্মীদের উপর লাগাতার হামলা চালানো হচ্ছে ৷ পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনকে বারবার বলা সত্ত্বেও কোনও প্রতিকার হয়নি ৷ তাই এদিন আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে ৷ এরপরও যদি কোনও সুরাহা না হয়,তাহলে বৃহত্তর আন্দোলনে নামব আমরা ৷’’

আরও পড়ুন : ভোট বয়কট করায় গ্রামবাসীদের উপর হামলা কেন্দ্রীয় বাহিনীর

একই সুর শোনা গিয়েছে কংগ্রেস নেতা কাদের সর্দারের গলাতেও ৷ তাঁর কথায়, ‘‘বসিরহাট দক্ষিণ কেন্দ্রে পরাজয়ের আশঙ্কা গ্রাস করছে শাসকদলের নেতা ও কর্মীদের মধ্যে ৷ সেই কারণেই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে ওরা ৷ আমরা পুলিশ প্রশাসনকে স্পষ্ট জানাতে চাই, সন্ত্রাস বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.