ETV Bharat / elections

ভাড়া না দিয়ে রেলের জমিতে সভা করেন মুখমন্ত্রী, অভিযোগ রেলমন্ত্রীর

author img

By

Published : Mar 30, 2021, 9:47 PM IST

রেল কর্মচারীদের ভোটে উৎসাহ দিতে এবং বিজেপিকে জেতানোর আহ্বানে এদিন খড়গপুরে প্রচারে নামেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। খড়গপুর বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে দলীয় মিটিংয়ে যোগ দেন রেলমন্ত্রী ।

hiran piyush
hiran piyush

খড়গপুর, 30 মার্চ : রেলের ভাড়া না দিয়ে রাজ্য সরকার রেলের জমিতে সভা করছে ৷ মঙ্গলবার খড়গপুরের সভায় এমনটাই বললেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷ এদিন বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে রেল কর্মীদের নিয়ে বৈঠক করেন রেলমন্ত্রী। এদিন তিনি বলেন, এখানে কাটমানি ও তোলাবাজির সরকার চলছে ৷ খড়গপুরে বিকাশ করতে তিনি হিরণকে ভোট দেওয়ার আবেদন করেন ৷

দ্বিতীয় দফার আগে আজই ছিল শেষ প্রচার ৷ আর এদিন বিজেপির প্রচারে নেমেছিলেন ভিআইপি-সহ বিভিন্ন প্রদেশের তাবড় তাবড় নেতা মন্ত্রীরা । রেল কর্মচারীদের ভোটে উৎসাহ দিতে এবং বিজেপিকে জেতানোর আহ্বানে এদিন খড়গপুরে প্রচারে নামেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। খড়গপুর বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে দলীয় মিটিংয়ে যোগ দেন রেলমন্ত্রী । এদিন খড়গপুরের গীতাঞ্জলি কমিউনিটি হলে রেল কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি ৷ বৈঠকে তিনি হিরণ চট্টোপাধ্যায়কে জেতানোর আবেদন করেন ৷ একই সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "রেলের জায়গায় যেখানে খোদ প্রধানমন্ত্রী রেলমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার ভাড়া দিয়ে রেলের মাঠ ব্যবহার করে, সেখানে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করার সময় রেলের জমিতে ভাড়া দেয় না ।" যেখানে প্রশাসন নিজেই কোনও আইন মানে না, সেই প্রদেশের আইন কেমন চলবে ভাবে চলবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ তিনি আরও বলেন, "রেল শহর খড়গপুরে চলছে কাটমানি আর তোলাবাজির গল্প । দিদিমণি আর ভাইপো তোলাবাজি চলছে জোর কদমে ৷ সে-সব সরিয়ে খড়গপুরের মানুষকে বিকাশ করতে হবে এবং বিকাশের জন্য এখানে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে জিতিয়ে বিজেপির হাত শক্ত করতে হবে ।"

আরও পড়ুন : ভোট মিটতেই সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরালেন জুন

রেলের কাজকর্ম প্রসঙ্গে বলতে গিয়ে রেলমন্ত্রী বলেন, দীর্ঘ করোনা পরিস্থিতিতে রেল কর্মীরা জীবন দিয়ে কাজ করেছে। বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে নিজেদের জীবন দিয়ে লড়াই করে গেছেন তারা । তাদের ঘরে ফেরানো এবং তাদেরকে খাবার দেওয়া সমস্ত কাজ করেছে রেলকর্মীরা। এইজন্য রেল কর্মীদের কে প্রণাম।

খড়গপুর, 30 মার্চ : রেলের ভাড়া না দিয়ে রাজ্য সরকার রেলের জমিতে সভা করছে ৷ মঙ্গলবার খড়গপুরের সভায় এমনটাই বললেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷ এদিন বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে রেল কর্মীদের নিয়ে বৈঠক করেন রেলমন্ত্রী। এদিন তিনি বলেন, এখানে কাটমানি ও তোলাবাজির সরকার চলছে ৷ খড়গপুরে বিকাশ করতে তিনি হিরণকে ভোট দেওয়ার আবেদন করেন ৷

দ্বিতীয় দফার আগে আজই ছিল শেষ প্রচার ৷ আর এদিন বিজেপির প্রচারে নেমেছিলেন ভিআইপি-সহ বিভিন্ন প্রদেশের তাবড় তাবড় নেতা মন্ত্রীরা । রেল কর্মচারীদের ভোটে উৎসাহ দিতে এবং বিজেপিকে জেতানোর আহ্বানে এদিন খড়গপুরে প্রচারে নামেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। খড়গপুর বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে দলীয় মিটিংয়ে যোগ দেন রেলমন্ত্রী । এদিন খড়গপুরের গীতাঞ্জলি কমিউনিটি হলে রেল কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি ৷ বৈঠকে তিনি হিরণ চট্টোপাধ্যায়কে জেতানোর আবেদন করেন ৷ একই সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "রেলের জায়গায় যেখানে খোদ প্রধানমন্ত্রী রেলমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার ভাড়া দিয়ে রেলের মাঠ ব্যবহার করে, সেখানে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী সভা করার সময় রেলের জমিতে ভাড়া দেয় না ।" যেখানে প্রশাসন নিজেই কোনও আইন মানে না, সেই প্রদেশের আইন কেমন চলবে ভাবে চলবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷ তিনি আরও বলেন, "রেল শহর খড়গপুরে চলছে কাটমানি আর তোলাবাজির গল্প । দিদিমণি আর ভাইপো তোলাবাজি চলছে জোর কদমে ৷ সে-সব সরিয়ে খড়গপুরের মানুষকে বিকাশ করতে হবে এবং বিকাশের জন্য এখানে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে জিতিয়ে বিজেপির হাত শক্ত করতে হবে ।"

আরও পড়ুন : ভোট মিটতেই সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সরালেন জুন

রেলের কাজকর্ম প্রসঙ্গে বলতে গিয়ে রেলমন্ত্রী বলেন, দীর্ঘ করোনা পরিস্থিতিতে রেল কর্মীরা জীবন দিয়ে কাজ করেছে। বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরাতে নিজেদের জীবন দিয়ে লড়াই করে গেছেন তারা । তাদের ঘরে ফেরানো এবং তাদেরকে খাবার দেওয়া সমস্ত কাজ করেছে রেলকর্মীরা। এইজন্য রেল কর্মীদের কে প্রণাম।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.