বোলপুর, 26 এপ্রিল : কমিশনের নির্দেশ ভঙ্গ হওয়ার আশঙ্কায় বোলপুরে বিজেপি প্রার্থীর হয়ে জনসভা করতে এসেও মঞ্চে উঠলেন না অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ হেলিকপ্টার থেকে নেমে সেখানে দাঁড়িয়েই ভাষণ দিয়ে ফিরে গেলেন তিনি। বললেন, ‘‘বিজেপি জয়ী হলে এখানে এসে অনুষ্ঠান করে যাব।’’
500 জনের বেশি মানুষ নিয়ে জনসভা করা যাবে না ৷ কোভিড আবহে সংক্রমণের ছোঁয়াচ বাঁচাতে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ৷ এছাড়াও, সমস্ত রকমের মিছিল, রোড শোয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সোমবার বোলপুরের নাচনসা গ্রামে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে জনসভা করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর ৷ কিন্তু, সভাস্থলে ভিড় দেখে প্রথম হেলিকপ্টার থেকে নামতেই চাইছিলেন না মিঠুন ৷ প্রায় 15 মিনিট পর হেলিকপ্টার থেকে নীচে নামলেও মঞ্চে ওঠেননি তিনি ৷ হেলিকাপ্টারের সামনে দাঁড়িয়েই মাইক হাতে শুরু করেন ভাষণ ৷ বলেন, ‘‘এখানে কোভিড বিধি মানা হয়নি ৷ তাই আমি মঞ্চে যাব না ৷ মঞ্চে গেলেই আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷ 500 জনের বেশি মানুষ এখানে রয়েছেন ৷ আপনারা বিজেপিকে ভোট দিন ৷ বিজেপি জিতলে আমি এসে এখানে অনুষ্ঠান করে যাব ৷ ’’
আরও পড়ুন : রায়গঞ্জে মাঝপথেই রোড শো ছেড়ে চলে গেলেন মিঠুন, হতাশ বিজেপি কর্মীরা
প্রসঙ্গত, এর আগে তাঁর জনসভায় 500 জনের বেশি মানুষের ভিড় হওয়ায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল ৷ তার জেরেই এদিন তিনি মঞ্চে ওঠেননি বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ পরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় জানান, মূল সভাস্থলের ভিতর 500 জনের মতো মানুষ থাকলেও মহাগুরুকে দেখতে বাঁশের ব্য়ারিকেডের বাইরেও বহু মানুষ ভিড় জমিয়ে ছিলেন ৷ সেই কারণেই সভামঞ্চে ওঠেননি মিঠুন চক্রবর্তী ৷ কোভিড বিধি যাতে কোনওভাবেই লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করতে হয়েছে অভিনেতা তথা বিজেপি নেতাকে ৷