ETV Bharat / elections

নদিয়ার উন্নয়নের খতিয়ান দিয়ে বাম-বিজেপিকে নিশানা মমতার

শুক্রবার নদিয়ার নবদ্বীপে জনসভা করলেন মুখ্যমন্ত্রী ৷ নানা ইস্যুতে আক্রমণ করলেন বাম বিজেপিকে ৷ তুলে ধরলেন 10 বছরের উন্নয়নের খতিয়ান ৷

bengal election 2021_WB_NAD_02_NABDWIP_MAMATA_WB10029
নবদ্বীপের জনসভায় মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-বিজেপি
author img

By

Published : Apr 16, 2021, 3:18 PM IST

নবদ্বীপ, 16 এপ্রিল : 34 বছরে বাম সরকার কিছু করেনি ৷ আমরা 10 বছরে নদিয়ায় সবকিছু করে দিয়েছি ৷ আর এখন গুজরাত থেকে বহিরাগত গুন্ডারা উন্নয়ন নয়, কোভিড নিয়ে আসছে ৷ শুক্রবার নদিয়ার নবদ্বীপের জনসভা থেকে বাম এবং বিজেপিকে এভাবেই একযোগে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এদিন নবদ্বীপ চটির মাঠে নির্বাচনী প্রচার সারেন মমতা ৷ নির্বাচনের প্রাক্কালে মূলত কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, তা শুনতেই দলে দলে সভাস্থলে ভিড় জমান অসংখ্য মানুষ ৷

সভামঞ্চে প্রায় ত্রিশ মিনিট বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ৷ যার শুরুতেই নবদ্বীপ-সব সহ গোটা নদিয়া জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি ৷ মমতা বলেন, নবদ্বীপকে বাঁচিয়ে রাখার জন্য আমরা একে হেরিটেজ প্লেস ঘোষণা করেছি ৷ 300 কোটি টাকা খরচ করা হয়েছে নবদ্বীপ টাউনকে সাজিয়ে তোলার জন্য ৷ এর পাশাপাশি 700 একর জমি আমরা মায়াপুরকে দিয়েছি ৷ ওখানে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার গঠন করার হবে ৷

নবদ্বীপের সভামঞ্চে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

আরও পড়ুন : মমতা-মোদি-অমিত, তিনজনের মধ্যে কোথাও যেন খুব ভাব

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, বাংলাজুড়ে উদ্বাস্তুদের আমরা আইনত স্বীকৃতি দিয়েছি ৷ নদিয়া জেলার কল্যাণী থেকে শুরু করে শান্তিপুরের তাঁত শিল্প এবং কৃষ্ণনগরের মৃৎশিল্পের উন্নয়নের লক্ষ্যে আমরা প্রচুর অর্থ ব্যয় করেছি ৷

মুখ্যমন্ত্রীর সাফ কথা, এবারের ভোটে বিজেপির জয় হলে আগামী দিনে রাজ্য়ের অসংখ্য মানুষকে ডিটেনশন ক্য়াম্পে থাকতে হবে ৷ তাই শান্তিতে থাকতে, সমস্ত সরকারি সুযোগ সুবিধা পেতে হলে তৃণমূলকেই ভোট দিতে হবে ৷

নবদ্বীপ, 16 এপ্রিল : 34 বছরে বাম সরকার কিছু করেনি ৷ আমরা 10 বছরে নদিয়ায় সবকিছু করে দিয়েছি ৷ আর এখন গুজরাত থেকে বহিরাগত গুন্ডারা উন্নয়ন নয়, কোভিড নিয়ে আসছে ৷ শুক্রবার নদিয়ার নবদ্বীপের জনসভা থেকে বাম এবং বিজেপিকে এভাবেই একযোগে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এদিন নবদ্বীপ চটির মাঠে নির্বাচনী প্রচার সারেন মমতা ৷ নির্বাচনের প্রাক্কালে মূলত কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, তা শুনতেই দলে দলে সভাস্থলে ভিড় জমান অসংখ্য মানুষ ৷

সভামঞ্চে প্রায় ত্রিশ মিনিট বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী ৷ যার শুরুতেই নবদ্বীপ-সব সহ গোটা নদিয়া জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি ৷ মমতা বলেন, নবদ্বীপকে বাঁচিয়ে রাখার জন্য আমরা একে হেরিটেজ প্লেস ঘোষণা করেছি ৷ 300 কোটি টাকা খরচ করা হয়েছে নবদ্বীপ টাউনকে সাজিয়ে তোলার জন্য ৷ এর পাশাপাশি 700 একর জমি আমরা মায়াপুরকে দিয়েছি ৷ ওখানে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার গঠন করার হবে ৷

নবদ্বীপের সভামঞ্চে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

আরও পড়ুন : মমতা-মোদি-অমিত, তিনজনের মধ্যে কোথাও যেন খুব ভাব

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, বাংলাজুড়ে উদ্বাস্তুদের আমরা আইনত স্বীকৃতি দিয়েছি ৷ নদিয়া জেলার কল্যাণী থেকে শুরু করে শান্তিপুরের তাঁত শিল্প এবং কৃষ্ণনগরের মৃৎশিল্পের উন্নয়নের লক্ষ্যে আমরা প্রচুর অর্থ ব্যয় করেছি ৷

মুখ্যমন্ত্রীর সাফ কথা, এবারের ভোটে বিজেপির জয় হলে আগামী দিনে রাজ্য়ের অসংখ্য মানুষকে ডিটেনশন ক্য়াম্পে থাকতে হবে ৷ তাই শান্তিতে থাকতে, সমস্ত সরকারি সুযোগ সুবিধা পেতে হলে তৃণমূলকেই ভোট দিতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.