ETV Bharat / elections

গুলি চালানোর ঘটনায় আসানসোল পুলিশকে হুঁশিয়ারি মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর - মধ্য়প্রদেশ

বার্নপুরের বিজেপি নেতা দিগ্বিজয় সিংয়ের বাড়িতে গেলেন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ গুলি চালানোর বিষয় নিয়ে আলোচনা করেন ৷ পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন ৷ পাশাপশি ওই এলাকায় ভোট প্রচারও করেন তিনি ৷

Madhya Pradesh Home Minister
পুজো দিচ্ছেন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র
author img

By

Published : Mar 24, 2021, 2:03 PM IST

Updated : Mar 24, 2021, 4:52 PM IST

আসানসোল, 24 মার্চ : বার্নপুরের বিজেপি নেতা দিগ্বিজয় সিংয়ের বাড়িতে গেলেন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন ৷ গতকালের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ৷ এবং পুরো ঘটনার সঠিক তদন্তের দাবি করেন ৷

গতকাল দিগ্বিজয় সিংয়ের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সেখানকার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে কার্তুজের খোল, দেওয়ালে গুলির দাগ কিছুই পায়নি পুলিশ ৷ এমনকী এলাকার বাসিন্দাদের গুলি চালানোর বিষয়ে জানতে চাওয়া হলে তাঁরা কেউ গুলির শব্দ পাননি বলে জানান ৷

আরও পড়ুন- নিরাপত্তা রক্ষীকে নিয়ে এবার ভোট প্রচারে সেলিব্রিটি সায়নী

এই ঘটনার পর বিজেপির তরফে অভিযোগ করা হয়, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ সেকারণে গুলি চালিয়েছে ৷ এরপর আজ সকালে তাঁর বাড়িতে যান মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷

পুরো বিষয়টি জেনে ও খতিয়ে দেখে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করেন ৷ তিনি বলেন, "২মে দিদির সরকারের শেষ দিন । তারপর এই মাফিয়া, গুন্ডারা জেলের ভিতরে থাকবে । কেউ ছাড় পাবে না । পাতালে ঢুকে গেলে, সেখান থেকেও টেনে বের করা হবে ।"

মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য়

অন্যদিকে পুলিশ কর্তাদের হুঁশিয়ারি দিয়ে নরোত্তম মিশ্র আরও বলেন, "সরকার আসবে যাবে । কিন্তু পুলিশ কর্তারা যদি কোনও দলের হয়ে কাজ করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ।"

দিগ্বিজয়ের বাড়ি যাওয়ার পাশাপাশি আসানসোল দক্ষিণের প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে বেশ কিছু এলাকায় ঘোরেন তিনি ৷ সেখানকার শিব ও কালীমন্দিরে পুজো দেন তিনি ৷

আসানসোল, 24 মার্চ : বার্নপুরের বিজেপি নেতা দিগ্বিজয় সিংয়ের বাড়িতে গেলেন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷ তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন ৷ গতকালের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ৷ এবং পুরো ঘটনার সঠিক তদন্তের দাবি করেন ৷

গতকাল দিগ্বিজয় সিংয়ের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সেখানকার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ৷ খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে কার্তুজের খোল, দেওয়ালে গুলির দাগ কিছুই পায়নি পুলিশ ৷ এমনকী এলাকার বাসিন্দাদের গুলি চালানোর বিষয়ে জানতে চাওয়া হলে তাঁরা কেউ গুলির শব্দ পাননি বলে জানান ৷

আরও পড়ুন- নিরাপত্তা রক্ষীকে নিয়ে এবার ভোট প্রচারে সেলিব্রিটি সায়নী

এই ঘটনার পর বিজেপির তরফে অভিযোগ করা হয়, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ সেকারণে গুলি চালিয়েছে ৷ এরপর আজ সকালে তাঁর বাড়িতে যান মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র ৷

পুরো বিষয়টি জেনে ও খতিয়ে দেখে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করেন ৷ তিনি বলেন, "২মে দিদির সরকারের শেষ দিন । তারপর এই মাফিয়া, গুন্ডারা জেলের ভিতরে থাকবে । কেউ ছাড় পাবে না । পাতালে ঢুকে গেলে, সেখান থেকেও টেনে বের করা হবে ।"

মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য়

অন্যদিকে পুলিশ কর্তাদের হুঁশিয়ারি দিয়ে নরোত্তম মিশ্র আরও বলেন, "সরকার আসবে যাবে । কিন্তু পুলিশ কর্তারা যদি কোনও দলের হয়ে কাজ করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ।"

দিগ্বিজয়ের বাড়ি যাওয়ার পাশাপাশি আসানসোল দক্ষিণের প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে বেশ কিছু এলাকায় ঘোরেন তিনি ৷ সেখানকার শিব ও কালীমন্দিরে পুজো দেন তিনি ৷

Last Updated : Mar 24, 2021, 4:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.