ETV Bharat / elections

তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে মারধর, কাঠগড়ায় বিজেপি - প্রাক্তন উপপ্রধানকে মারধর

এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানকে মারধর ৷ বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ ৷ অস্বীকার গেরুয়া শিবিরের ৷ হুগলির পিয়ারাপুরের ঘটনা ৷

bengal election 2021_wb_hgl_BJP alleges beating of Trinamool leader in Piarapur_7203418
তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে মারধর, কাঠগড়ায় বিজেপি
author img

By

Published : Apr 16, 2021, 7:40 PM IST

হুগলি, 16 এপ্রিল : হুগলির পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানকে মারধরের অভিযোগ ৷ কাঠগড়ায় বিজেপি ৷ আহত ওই তৃণমূল নেতার নাম দীপেন মণ্ডল ৷

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে নববর্ষের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন দীপেন ৷ পিয়ারাপুরের কাছে আচমকাই কয়েকজন তাঁকে ঘিরে ধরে ব্যাপক মারধর করে ৷ দীপেনের চিৎকারে এলাকার বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয় ৷

আহত ওই তৃণমূল নেতাকে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ শুক্রবার সকালে হাসপাতালে তাঁকে দেখতে যান চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইন ৷ তাঁর অভিযোগ, বিজেপিই এই হামলা করেছে ৷ অরিন্দমের যুক্তি, ভোটের সময় দলের হয়ে খুব খেটেছেন দীপেন ৷ তাই তাঁকে খুনের পরিকল্পনা করেছিল বিজেপি ৷ সেই কারণেই এই হামলা বলে দাবি তৃণমূল প্রার্থীর ৷

প্রাক্তন উপপ্রধানের উপর হামলা নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর ৷

আরও পড়ুন : বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

অন্যদিকে, বিজেপি হামলার অভিযোগ অস্বীকার করছে ৷ তাদের পাল্টা দাবি, মহিলা ঘটিত কিছু গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ ইতিমধ্যেই এ নিয়ে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ ৷

হুগলি, 16 এপ্রিল : হুগলির পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধানকে মারধরের অভিযোগ ৷ কাঠগড়ায় বিজেপি ৷ আহত ওই তৃণমূল নেতার নাম দীপেন মণ্ডল ৷

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে নববর্ষের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন দীপেন ৷ পিয়ারাপুরের কাছে আচমকাই কয়েকজন তাঁকে ঘিরে ধরে ব্যাপক মারধর করে ৷ দীপেনের চিৎকারে এলাকার বাসিন্দারা ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয় ৷

আহত ওই তৃণমূল নেতাকে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ শুক্রবার সকালে হাসপাতালে তাঁকে দেখতে যান চাঁপদানির তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁইন ৷ তাঁর অভিযোগ, বিজেপিই এই হামলা করেছে ৷ অরিন্দমের যুক্তি, ভোটের সময় দলের হয়ে খুব খেটেছেন দীপেন ৷ তাই তাঁকে খুনের পরিকল্পনা করেছিল বিজেপি ৷ সেই কারণেই এই হামলা বলে দাবি তৃণমূল প্রার্থীর ৷

প্রাক্তন উপপ্রধানের উপর হামলা নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর ৷

আরও পড়ুন : বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল

অন্যদিকে, বিজেপি হামলার অভিযোগ অস্বীকার করছে ৷ তাদের পাল্টা দাবি, মহিলা ঘটিত কিছু গন্ডগোলের জেরেই এই ঘটনা ঘটেছে ৷ ইতিমধ্যেই এ নিয়ে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.