দিনহাটা, 14 এপ্রিল : চতুর্থ দফা ভোটের দিন কোচবিহারের শীতলকুচিতে পাঁচ ভোটারের মৃত্য়ুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনের নামল বাম-কংগ্রেস জোট ৷ বুধবার বিকেলে সংযুক্ত মোর্চার তরফে এই দুই দাবিকে সামনে রেখেই কোচবিহারের দিনহাটা শহরে মিছিল করা হয় ৷
এদিন দিনহাটা শহরের শহিদ হেমন্ত বসু কর্নার থেকে মিছিল শুরু হয় ৷ দিনহাটা চৌপথি হয়ে হেমন্ত বসু কর্নারেই শেষ হয় মিছিল ৷ মিছিলের পুরোভাগে ছিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী আব্দুর রউফ, সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তারাপদ বর্মণ, ফরওয়ার্ড ব্লক নেতা বিকাশ মণ্ডল, এসএফআই-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস প্রমুখ ৷
আরও পড়ুন : নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস মমতার
সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তারাপদ বর্মণ বলেন, ‘‘বিধানসভা নির্বাচনের দিন শীতলকুচিতে দু’টি পৃথক বুথে যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয় ৷ রাজ্য সরকার সিআইডি এবং কেন্দ্রীয় সরকার সিবিআইকে দিয়ে ঘটনা দু’টি তদন্তের কথা বললেও আমরা জানি দুই সংস্থারই ইতিহাস ভালো নয় ৷ তাই আমরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি ৷’’