ETV Bharat / elections

ভোটের ডিউটিতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন জওয়ান - গঙ্গায় তলিয়ে গেলেন জওয়ান

ভোটের ডিউটিতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন জওয়ান ৷ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা ৷ নিখোঁজ ওই জওয়ানের নাম মায়ারাম গুজ্জার (30) ৷

bengal election 2021_wb-msd-drowning-cisf-02-wb10031
ভোটের ডিউটিতে এসে গঙ্গায় তলিয়ে গেলেন জওয়ান
author img

By

Published : Apr 24, 2021, 3:19 PM IST

রঘুনাথগঞ্জ, 24 এপ্রিল : ভোটের ডিউটিতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন সিআইএসএফ জওয়ান ৷ নিখোঁজ ওই জওয়ানের নাম মায়ারাম গুজ্জার (30) ৷ তাঁর খোঁজে গঙ্গাবক্ষে তল্লাশি চালান হচ্ছে ৷ স্থানীয় এক মৎস্যজীবীর চেষ্টায় প্রাণ বাঁচল আরও এক জওয়ানের ৷

bengal election 2021_wb-msd-drowning-cisf-02-wb10031
নিখোঁজ জওয়ানের খোঁজে চলছে তল্লাশি ৷

প্রশাসনিক সূত্রে খবর, দিল্লি থেকে ভোটের ডিউটিতে এসেছিলেন মায়ারাম ৷ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তাঁর ডিউটি পড়েছিল ৷ বাকি সহকর্মীদের সঙ্গেই বড় জুমিলা হাই স্কুলের ক্যাম্পে থাকছিলেন তিনি ৷ শনিবার গঙ্গায় স্নান করতে নামেন তিনি ৷ তখনই ঘটে যায় দুর্ঘটনা ৷

বাহিনীর তরফে জানা গিয়েছে, মায়ারাম এদিন একা গঙ্গায় নামেননি ৷ সঙ্গে ছিলেন তাঁর সহকর্মী বিক্রম কুমার ৷ স্থানীয় বড় জুমিলা ঘাট দিয়ে গঙ্গায় নামেন তাঁরা ৷ কিন্তু অনভিজ্ঞ হওয়ায় জলে নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যান দু’জনে ৷ এই ঘটনা দেখে তাঁদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন কাশীনাথ হালদার নামে এলাকারই এক মৎস্যজীবী ৷ কোনও রকমে বিক্রম কুমারকে উদ্ধার করতে পারলেও কাশীনাথের চোখের সামনেই তলিয়ে যান মায়ারাম গুজ্জার ৷

আরও পড়ুন : দিঘার সমুদ্রে স্নান করতে নেমে ডুবে মৃত্যু 1 ব্যক্তির

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও সিআইএসএফ ৷ যৌথভাবে শুরু হয় তল্লাশি ৷ গঙ্গাবক্ষে নৌকায় জওয়ানের খোঁজ করা হয় ৷ কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত মায়ারামের হদিশ মেলেনি ৷

রঘুনাথগঞ্জ, 24 এপ্রিল : ভোটের ডিউটিতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন সিআইএসএফ জওয়ান ৷ নিখোঁজ ওই জওয়ানের নাম মায়ারাম গুজ্জার (30) ৷ তাঁর খোঁজে গঙ্গাবক্ষে তল্লাশি চালান হচ্ছে ৷ স্থানীয় এক মৎস্যজীবীর চেষ্টায় প্রাণ বাঁচল আরও এক জওয়ানের ৷

bengal election 2021_wb-msd-drowning-cisf-02-wb10031
নিখোঁজ জওয়ানের খোঁজে চলছে তল্লাশি ৷

প্রশাসনিক সূত্রে খবর, দিল্লি থেকে ভোটের ডিউটিতে এসেছিলেন মায়ারাম ৷ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তাঁর ডিউটি পড়েছিল ৷ বাকি সহকর্মীদের সঙ্গেই বড় জুমিলা হাই স্কুলের ক্যাম্পে থাকছিলেন তিনি ৷ শনিবার গঙ্গায় স্নান করতে নামেন তিনি ৷ তখনই ঘটে যায় দুর্ঘটনা ৷

বাহিনীর তরফে জানা গিয়েছে, মায়ারাম এদিন একা গঙ্গায় নামেননি ৷ সঙ্গে ছিলেন তাঁর সহকর্মী বিক্রম কুমার ৷ স্থানীয় বড় জুমিলা ঘাট দিয়ে গঙ্গায় নামেন তাঁরা ৷ কিন্তু অনভিজ্ঞ হওয়ায় জলে নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যান দু’জনে ৷ এই ঘটনা দেখে তাঁদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন কাশীনাথ হালদার নামে এলাকারই এক মৎস্যজীবী ৷ কোনও রকমে বিক্রম কুমারকে উদ্ধার করতে পারলেও কাশীনাথের চোখের সামনেই তলিয়ে যান মায়ারাম গুজ্জার ৷

আরও পড়ুন : দিঘার সমুদ্রে স্নান করতে নেমে ডুবে মৃত্যু 1 ব্যক্তির

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও সিআইএসএফ ৷ যৌথভাবে শুরু হয় তল্লাশি ৷ গঙ্গাবক্ষে নৌকায় জওয়ানের খোঁজ করা হয় ৷ কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত মায়ারামের হদিশ মেলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.