সাঁইথিয়া, 17 এপ্রিল : ভোটর আগে ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া ৷ বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ অব্যহত। ঘটনাটি বীরভূমের সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত সিউড়ি ২ নম্বর ব্লকের বনসংখ্যা গ্রাম পঞ্চায়েতের ডোমাইপুর গ্রামে। বিজেপি এবং তৃণমূল দুই পক্ষের কর্মীদের অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে এই অশান্তি, উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ।
আরও পড়ুন- বর্ধমানের নীলপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, এলাকায় মোতায়েন বাহিনী
বিজেপির অভিযোগ, ডোমাইপুর গ্রামে বেশির ভাগ মানুষ এখন বিজেপি করছেন। তাই তৃণমূল নেতারা দিশাহীন ৷ তাঁর অভিযোগ, ওই এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি সুরজিৎ ঘোষের নেতৃত্বে আজ সকাল থেকে এলাকার বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর লুটপাট চালাচ্ছে। বিজেপির আরও অভিযোগ বাড়ি ভাঙচুর করার পাশাপাশি বাড়িতে থাকা সোনার গয়না এবং আসবাবপত্র ছিনিয়ে নিয়ে গেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গতরাতে তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে। এলাকায় বিজেপির সংগঠন না থাকার কারণে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে বলে অভিযোগ।