ETV Bharat / elections

ভাড়া না বাড়ালে আর ভোটের কাজে বাস নয় - assembly election 2021

ভোটের কাজে বাস ভাড়া দিতে আর রাজি নন বাস ও মিনিবাস মালিকরা ৷ তাঁদের অভিযোগ, গত পাঁচ বছরে এই কাজে ভাড়া বাড়েনি ৷ বাড়েনি চালক, খালাসিদের খোরাকি ৷ তাই অবিলম্বে ভাড়া না বাড়ালে তাঁদের পক্ষে আর ভোটের কাজে বাস ভাড়া দেওয়া সম্ভব নয় ৷ শনিবার এই মর্মেই রাজ্য নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানান তাঁরা ৷

bengal election 2021_Wb_kol_01_private bus and mini bus owners come to ec_byte_7206406
ভাড়া না বাড়ালে আর ভোটের কাজে বাস নয়
author img

By

Published : Apr 3, 2021, 7:40 PM IST

কলকাতা, 3 এপ্রিল : শনিবার ফের একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বেসরকারি বাস ও মিনিবাস মালিকরা ৷ এদিন চারটি বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা দেখা করেন রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ৷ লিখিতভাবে তাঁদের অভিযোগ জমা দেন ৷

বাস মালিকদের অভিযোগ, চলতি বিধানসভা নির্বাচনে দুই দফার ভোট হয়ে গেলেও এখনও নির্বাচনের কাজে নেওয়া বাসের ভাড়া বাড়ানো হল না ৷ রাজ্য পরিবহণ দফতর নির্বাচন কমিশনের কাছে 20 দিন আগেই এই প্রস্তাবটি পাঠায় ৷ কিন্তু এখনও সে বিষয়ে কোনও পদক্ষেপ করা হল না ৷

ওয়েস্টবেঙ্গল বাস অ্য়ান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রদীপনারায়ণ বসু বলেন যে, ‘‘1 মার্চ এই মর্মে আমরা চিঠি দিয়ে গিয়েছিলাম ৷ তখন আমাদের বলা হয়েছিল পরিবহণ দফতর ও অর্থ দফতর থেকে যদি এই ফাইলটি নির্বাচন কমিশনে পাঠানো হয়, তাহলে তা দ্রুত পাস করে দেওয়া হবে। কিন্তু আমাদের কাছে খবর রয়েছে, 20 দিন হয়ে গেল ওই দুই দফতর থেকে ফাইলটি এখানে পৌঁছেছে ৷ কিন্তু এখনও পর্যন্ত এক টেবিল থেকে আরেক টেবিলে নড়েনি সেই ফাইল ৷’’ কেন এই ঘটনা ঘটছে, এদিন নির্বাচন কমিশনের কাছে তা জানতে চান বাস মালিকরা ৷

আরও পড়ুন : বকেয়া না মেটালে এবার আর বাস ভাড়া নয়, কমিশনকে জানাল বাস মালিক সংগঠন

প্রদীপনারায়ণ জানান, নির্বাচনের কাজের জন্য যে বাস নেওয়া হয়, গত পাঁচ বছর তার ভাড়া বাড়ানো হয়নি ৷ চালক, খালাসিদের খোরাকিও বাড়েনি ৷ 170 টাকার দৈনিক পারিশ্রমিকে কেউ কাজ করতে রাজি নন বলেও জানান প্রদীপনারায়ণ ৷ তাই এরপর যদি বেসরকারি বাসের পরিবহণ কর্মীরা ভোটের কাজে না যেতে চান, তাহলে তাঁর দায়ভার মালিকের উপর বর্তাবে না ৷

কমিশন অবশ্য দ্রুত সমস্য়া সমাধানের আশ্বাস দিয়েছে বাস মালিকদের ৷ তবে তৃতীয় দফার ভোটের মধ্যে কোনও পদক্ষেপ না করা হলে 10 এপ্রিল তাঁরা আবার রাজ্য় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়ে দিয়েছেন বাস মালিকরা ৷

কলকাতা, 3 এপ্রিল : শনিবার ফের একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বেসরকারি বাস ও মিনিবাস মালিকরা ৷ এদিন চারটি বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা দেখা করেন রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ৷ লিখিতভাবে তাঁদের অভিযোগ জমা দেন ৷

বাস মালিকদের অভিযোগ, চলতি বিধানসভা নির্বাচনে দুই দফার ভোট হয়ে গেলেও এখনও নির্বাচনের কাজে নেওয়া বাসের ভাড়া বাড়ানো হল না ৷ রাজ্য পরিবহণ দফতর নির্বাচন কমিশনের কাছে 20 দিন আগেই এই প্রস্তাবটি পাঠায় ৷ কিন্তু এখনও সে বিষয়ে কোনও পদক্ষেপ করা হল না ৷

ওয়েস্টবেঙ্গল বাস অ্য়ান্ড মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রদীপনারায়ণ বসু বলেন যে, ‘‘1 মার্চ এই মর্মে আমরা চিঠি দিয়ে গিয়েছিলাম ৷ তখন আমাদের বলা হয়েছিল পরিবহণ দফতর ও অর্থ দফতর থেকে যদি এই ফাইলটি নির্বাচন কমিশনে পাঠানো হয়, তাহলে তা দ্রুত পাস করে দেওয়া হবে। কিন্তু আমাদের কাছে খবর রয়েছে, 20 দিন হয়ে গেল ওই দুই দফতর থেকে ফাইলটি এখানে পৌঁছেছে ৷ কিন্তু এখনও পর্যন্ত এক টেবিল থেকে আরেক টেবিলে নড়েনি সেই ফাইল ৷’’ কেন এই ঘটনা ঘটছে, এদিন নির্বাচন কমিশনের কাছে তা জানতে চান বাস মালিকরা ৷

আরও পড়ুন : বকেয়া না মেটালে এবার আর বাস ভাড়া নয়, কমিশনকে জানাল বাস মালিক সংগঠন

প্রদীপনারায়ণ জানান, নির্বাচনের কাজের জন্য যে বাস নেওয়া হয়, গত পাঁচ বছর তার ভাড়া বাড়ানো হয়নি ৷ চালক, খালাসিদের খোরাকিও বাড়েনি ৷ 170 টাকার দৈনিক পারিশ্রমিকে কেউ কাজ করতে রাজি নন বলেও জানান প্রদীপনারায়ণ ৷ তাই এরপর যদি বেসরকারি বাসের পরিবহণ কর্মীরা ভোটের কাজে না যেতে চান, তাহলে তাঁর দায়ভার মালিকের উপর বর্তাবে না ৷

কমিশন অবশ্য দ্রুত সমস্য়া সমাধানের আশ্বাস দিয়েছে বাস মালিকদের ৷ তবে তৃতীয় দফার ভোটের মধ্যে কোনও পদক্ষেপ না করা হলে 10 এপ্রিল তাঁরা আবার রাজ্য় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়ে দিয়েছেন বাস মালিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.