ETV Bharat / elections

বীরভূমের সাঁইথিয়ায় দেড় কিলোমিটার রোড শো নাড্ডার - রোড শো

সোমবার বীরভূমের সাঁইথইয়ায় রোড শো করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ দিলেন তৃণমূল সরকারকে উৎখাতের ডাক ৷

bengal election 2021_wb_brmh_01_saithia jp nadda road show_7203424
বীরভূমের সাঁইথিয়ায় দেড় কিলোমিটার রোড শো নাড্ডার
author img

By

Published : Apr 19, 2021, 6:09 PM IST

সাঁইথিয়া, 19 এপ্রিল : এবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে নজর বিজেপির ৷ সাঁইথিয়ায় রোড শো করে বীরভূমকে ‘সন্ত্রাস মুক্ত’ করার জন্য পদ্মফুলে ভোট দিতে আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷

সোমবার স্থানীয় বিজেপি প্রার্থীর সমর্থনে বীরভূমের সাঁইথিয়ায় প্রায় দেড় কিলোমিটার রোড শো করেন নাড্ডা ৷ সাঁইথিয়া পৌরসভা ভবনের সামনে থেকে নেতাজি মূর্তির পাদদেশে পর্যন্ত রোড শো করেন তিনি ৷

রোড শো শেষ হলে উপস্থিত দলীয় সদস্য ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘এই বীরভূম জেলায় আইনের কোনও শাসন নেই ৷ বীরভূম জেলাকে সন্ত্রাসমুক্ত করতে হলে পদ্মফুলে ভোট দিন ৷ এই আবেদন নিয়েই আমি আজ বীরভূমে এসেছি ৷’’

বিজেপির নজরে অনুব্রত মণ্ডলের গড় ৷

আরও পড়ুন : কিশোরের পেটে-পিঠে ঘাসফুল, বুকে লেখা ‘বাংলার গর্ব মমতা’

এদিন তাঁর বক্তব্য়ে আগাগোড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন নাড্ডা ৷ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ফের একবার স্বজনপোষণের অভিযোগ তোলেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বজনপোষণের বিরুদ্ধে আমাদের লড়তে হবে ৷ সিন্ডিকেটের রাজত্ব শেষ করতে হবে ৷’’

প্রসঙ্গত, অষ্টম দফায় আগামী 29 এপ্রিল ভোটগ্রহণ করা হবে বীরভূমে ৷ আপাতত সকলের নজর সেদিকেই ৷

সাঁইথিয়া, 19 এপ্রিল : এবার অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে নজর বিজেপির ৷ সাঁইথিয়ায় রোড শো করে বীরভূমকে ‘সন্ত্রাস মুক্ত’ করার জন্য পদ্মফুলে ভোট দিতে আহ্বান জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷

সোমবার স্থানীয় বিজেপি প্রার্থীর সমর্থনে বীরভূমের সাঁইথিয়ায় প্রায় দেড় কিলোমিটার রোড শো করেন নাড্ডা ৷ সাঁইথিয়া পৌরসভা ভবনের সামনে থেকে নেতাজি মূর্তির পাদদেশে পর্যন্ত রোড শো করেন তিনি ৷

রোড শো শেষ হলে উপস্থিত দলীয় সদস্য ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘এই বীরভূম জেলায় আইনের কোনও শাসন নেই ৷ বীরভূম জেলাকে সন্ত্রাসমুক্ত করতে হলে পদ্মফুলে ভোট দিন ৷ এই আবেদন নিয়েই আমি আজ বীরভূমে এসেছি ৷’’

বিজেপির নজরে অনুব্রত মণ্ডলের গড় ৷

আরও পড়ুন : কিশোরের পেটে-পিঠে ঘাসফুল, বুকে লেখা ‘বাংলার গর্ব মমতা’

এদিন তাঁর বক্তব্য়ে আগাগোড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন নাড্ডা ৷ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ফের একবার স্বজনপোষণের অভিযোগ তোলেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বজনপোষণের বিরুদ্ধে আমাদের লড়তে হবে ৷ সিন্ডিকেটের রাজত্ব শেষ করতে হবে ৷’’

প্রসঙ্গত, অষ্টম দফায় আগামী 29 এপ্রিল ভোটগ্রহণ করা হবে বীরভূমে ৷ আপাতত সকলের নজর সেদিকেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.