কোচবিহার, 2 এপ্রিল : কোচবিহারে শীতলকুচিতে নির্বাচনী প্রচারে এসে রাজবংশী তাস খেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার কোচবিহারের শীতলকুচিতে জেলার বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে উঠে চিলা রায় থেকে শুরু করে মণীষী পঞ্চানন বর্মার নাম বারবার বলতে শোনা যায় অমিত শাহকে ৷
এদিন অমিত শাহ বলেন, ‘‘যে নারায়ণী সেনা উত্তরবঙ্গকে রক্ষা করেছে, সেই নারায়ণী সেনার স্মরণে একটি ব্যাটালিয়ন তৈরি করা হবে ৷ সেই বাহিনীতে চাকরি পাবেন রাজবংশী ছেলেরা ৷’’
এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে 250 কোটি টাকা খরচ করে পঞ্চানন বর্মার মূর্তি তৈরি করা হবে ৷ যার জনপ্রিয়তা হবে আন্তর্জাতিক স্তরে ৷
আরও পড়ুন : শীতলকুচির সভায় অমিতের আগাগোড়া নিশানায় মমতা
এর পাশাপাশি, এদিন উত্তরবঙ্গের উন্নয়নে একগুচ্ছ ব্য়বস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন অমিত শাহ ৷ এদিন তিনি বলেন, ‘‘উত্তরবঙ্গের উন্নয়নে আলাদা উন্নয়ন বোর্ড গঠন করা হবে ৷ রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় এলে সেই বোর্ডকে উন্নয়ন খাতে প্রতি বছর দু’হাজার কোটি টাকা করে দেওয়া হবে ৷’’
উত্তরবঙ্গে কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নেই। বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গ তার নিজস্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্য়ালয় পাবে বলেও আশ্বাস অমিতের ৷ পাশাপাশি চা বাগান, সিঙ্কোনা বাগানের কর্মীদের জমির পাট্টা বিলিরও প্রতিশ্রুতি দেন তিনি ৷