ETV Bharat / elections

কাঁকসায় কালভার্টের নীচ থেকে উদ্ধার ড্রামভরতি 21টি বোমা

author img

By

Published : Mar 31, 2021, 4:01 PM IST

Updated : Mar 31, 2021, 10:32 PM IST

পশ্চিম বর্ধমানের কাঁকসায় কার্লভাটের নীচে প্লাস্টিকের ড্রামে উদ্ধার 21টি বোমা ৷ ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি ৷ আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ ৷

bengal election 2021_Wb_dur_02_ bomb recovery in kaksa_7204345
কাঁকসায় কার্লভাটের নীচে প্লাস্টিকের ড্রামে উদ্ধার 21টি বোমা

দুর্গাপুর, 31 মার্চ : নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ৷ বুধবার কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ তল্লাশিতে উদ্ধার হল 21টি বোমা ৷

এদিন কাঁকসা থানা এলাকার জাঠগড়িয়া গ্রামে রুটমার্চ চালাচ্ছিল কেন্দ্রীয় বাহিনী ৷ সঙ্গে ছিল স্থানীয় থানার পুলিশ ৷ জঙ্গলঘেরা এই এলাকার নানা জায়গায় তল্লাশি চালায় তারা ৷ তখনই শিবপুর থেকে কাঁটাবেড়িয়া যাওয়ার রাস্তায় কাঁকসার জাঠগড়িয়ায় কালভার্টের নিচে একটি ড্রাম দেখতে পান পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ৷ খবর দেওয়া হয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বম্ব স্কোয়াডে ৷ পরে ওই প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার হয় 21টি বোমা ৷

ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলের আশপাশে ভিড় বাড়তে শুরু করে উৎসাহীদের ৷ তবে নিরাপত্তার কারণে তাঁদের কাউকেই প্লাস্টিকের ড্রামটির কাছাকাছি যেতে দেওয়া হয়নি ৷ প্রাথমিকভাবে তাই স্থানীয় বাসিন্দারাও বোমার বিষয়ে নিশ্চিত ছিলেন না ৷ যদিও এলাকার বিজেপি নেতা-কর্মীদের দাবি, ভোটের সময় সন্ত্রাস চালানোর পরিকল্পনা রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের ৷ তাই বোমা যদি উদ্ধার হয়, তবে তার জন্য দায়ী থাকবে শাসকদলই ৷ যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তাদের পাল্টা দাবি, হার নিশ্চিত জেনেই অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি ৷

কাঁকসায় কালভার্টের নীচ থেকে উদ্ধার ড্রামভরতি 21টি বোমা

আরও পড়ুন : দ্বিতীয় দফার ভোটের আগে দাসপুরে বোমা উদ্ধার

পরে ওই ড্রাম থেকে সত্য়ি সত্যিই বোমা মেলায় আতঙ্কিত এলাকার মানুষ ৷ কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন ৷

উল্লেখ্য, এই জাঠগড়িয়ায় বেশ কয়েকবার আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে ৷ বেআইনি কয়লার রমরমা কারবার এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বাড়িয়েছে ৷ তাই জাঠগড়িয়া গ্রামের দিকে বাড়তি নজর রয়েছে নির্বাচন কমিশন ও প্রশাসনের ৷

দুর্গাপুর, 31 মার্চ : নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ৷ বুধবার কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ তল্লাশিতে উদ্ধার হল 21টি বোমা ৷

এদিন কাঁকসা থানা এলাকার জাঠগড়িয়া গ্রামে রুটমার্চ চালাচ্ছিল কেন্দ্রীয় বাহিনী ৷ সঙ্গে ছিল স্থানীয় থানার পুলিশ ৷ জঙ্গলঘেরা এই এলাকার নানা জায়গায় তল্লাশি চালায় তারা ৷ তখনই শিবপুর থেকে কাঁটাবেড়িয়া যাওয়ার রাস্তায় কাঁকসার জাঠগড়িয়ায় কালভার্টের নিচে একটি ড্রাম দেখতে পান পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা ৷ খবর দেওয়া হয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বম্ব স্কোয়াডে ৷ পরে ওই প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার হয় 21টি বোমা ৷

ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলের আশপাশে ভিড় বাড়তে শুরু করে উৎসাহীদের ৷ তবে নিরাপত্তার কারণে তাঁদের কাউকেই প্লাস্টিকের ড্রামটির কাছাকাছি যেতে দেওয়া হয়নি ৷ প্রাথমিকভাবে তাই স্থানীয় বাসিন্দারাও বোমার বিষয়ে নিশ্চিত ছিলেন না ৷ যদিও এলাকার বিজেপি নেতা-কর্মীদের দাবি, ভোটের সময় সন্ত্রাস চালানোর পরিকল্পনা রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের ৷ তাই বোমা যদি উদ্ধার হয়, তবে তার জন্য দায়ী থাকবে শাসকদলই ৷ যদিও এই অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তাদের পাল্টা দাবি, হার নিশ্চিত জেনেই অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি ৷

কাঁকসায় কালভার্টের নীচ থেকে উদ্ধার ড্রামভরতি 21টি বোমা

আরও পড়ুন : দ্বিতীয় দফার ভোটের আগে দাসপুরে বোমা উদ্ধার

পরে ওই ড্রাম থেকে সত্য়ি সত্যিই বোমা মেলায় আতঙ্কিত এলাকার মানুষ ৷ কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন ৷

উল্লেখ্য, এই জাঠগড়িয়ায় বেশ কয়েকবার আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে ৷ বেআইনি কয়লার রমরমা কারবার এলাকায় দুষ্কৃতীদের আনাগোনা বাড়িয়েছে ৷ তাই জাঠগড়িয়া গ্রামের দিকে বাড়তি নজর রয়েছে নির্বাচন কমিশন ও প্রশাসনের ৷

Last Updated : Mar 31, 2021, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.