বুলন্দশহর, 3 মার্চ: যোগীরাজ্যে মহিলাদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে । আবারও সেই প্রশ্নকেই আরও জোরালো করল 13 বছরের এক কিশোরীর মৃত্যুর ঘটনা । 6 দিন ধরে নিখোঁজ ওই কিশোরীর দেহ একটি কবর থেকে উদ্ধার করা হয়েছে । তাকে অপহরণ করে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে কিশোরীর পরিবার । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ জানিয়েছে, গত 25 ফেব্রুয়ারি মা ও দিদির সঙ্গে জমিতে কাজ করতে গিয়েছিল বুলন্দশহরের সিরাউরা গ্রামের ওই কিশোরী । জল তেষ্টা পাওয়ায় সে পাশের একটি বাড়ি থেকে জল চাইতে যায়। তবে এরপর বেশখানিকটা সময় কেটে গেলে তাকে ফিরতে না-দেখে তার খোঁজ শুরু করেন মা ও দিদি । কোথাও না-পেয়ে চাষের জমির কাছের একটি বাড়িতেও খুঁজতে যান তাঁরা। তবে সেখানে গিয়ে মেয়েকে না, এক মদ্যপ যুবককে দেখতে পান তাঁরা । এরপর 28 ফেব্রুয়ারি অনুপশহর থানায় মিসিং ডায়েরি করা হয়। তারপর থেকে ওই কিশোরীর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ ।
গ্রামবাসীরা ওই বাড়ির সামনে একটি কবর দেখতে পেয়ে পুলিশকে খবর দেন । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কবর খুঁড়ে কিশোরীর দেহ উদ্ধার করে । দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।
আরও পড়ুন: বাংলায় প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, হাথরসের ঘটনাকে সামনে রেখে তাঁকে একযোগে আক্রমণ তৃণমূলের
মৃত কিশোরীর বাবার অভিযোগ, মদ্যপ সেই যুবকই তাঁর মেয়েকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য মাটির নীচে পুঁতে দিয়েছে । পুলিশ জানিয়েছে, যে বাড়ির কাছ থেকে কিশোরীর দেহ উদ্ধার হয়েছে, সেই বাড়িতে বাবা ও ছেলে থাকে। বাবাকে গ্রেফতার করা হলেও তার ছেলে পলাতক । বুলন্দশহরের জেলাশাসক রবীন্দ্র কুমারও ঘটনাস্থলে যান । তিনি বলেন, ''এটা খুনের ঘটনা বলেই মনে হচ্ছে। যেহেতু মৃতা একজন নাবালিকা, তাই ধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।'' মৃত কিশোরীর পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বুলন্দশহরের জেলাশাসক ।
এই ঘটনা ফের যোগী আদিত্যনাথের রাজ্যে মেয়েদের বিরুদ্ধে অপরাধের আরও একটা ঘটনা সামনে এনে দিল । পাঁচ রাজ্যে ভোটের মুখে যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে গেরুয়া শিবিরের ।